Spread the love

বাজারের সেরা ফেসমাস্ক – The Best Facemask On The Market

IMG_20230429_232728-1682791069815 বাজারের সেরা ফেসমাস্ক - The Best Facemask On The Market
ভালো ফেস মাস্ক


গরমে ত্বককে বাঁচাতে অবশ্যই আমাদের ফেসমাস্ক ব্যবহার করা উচিত।। গরমে আমাদের ত্বক কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে,, আজকালকার ব্যস্ত জীবনে আমরা অনেকসময়েই ত্বকের ঠিকঠাক যত্ন নিতে পারি না, তবে আপনি যদি কম সময়ে ত্বকের যত্ন নিতে চান, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন পিল অফ মাস্ক …..


পিল অফ মাস্ক ব্যবহারের উপকারিতা
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পিল অফ মাস্ক ব্যাবহার করুন,, ত্বক যখনই নিজের আর্দ্রতা হারায়,, তখন র‍্যাশ বেরয় অকারনে চুলকানি, নানা অ্যালার্জি ইত্যাদি দেখা দেয়,,,অনেকেই নিয়মিতভাবে ত্বকের যত্নও নেন না। ময়শাচারাইজারও অনেকসময়েই লাগান না। সেক্ষেত্রে ত্বকের আর্দ্রতা ধীরে ধীরে ফুরিয়ে যায় এবং ত্বক অকালেই বুড়িয়ে যায়। পিল অফ মাস্ক ব্যবহারের ফলে কিন্তু এই সমস্যা দূর করা সম্ভব।

ঘরোয়া ফেস মাস্ক

প্রতিদিন আমাদের চারপাশে দূষণের মাত্রা বেড়েই চলেছে যা আমাদের শরীরের সঙ্গে ত্বকের উপরেও খারাপ প্রভাব ফেলছে। আমাদের ত্বকের উপরিভাবে ময়লা জমে তা নয়, গভীরেও ময়লা জমে যায়। সপ্তাহে একদিন বা দু’দিন যদি পিল অফ মাস্ক ব্যবহার (Benefits of Peel Off Mask) করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ত্বকের টক্সিন দূর হয়।

ত্বকের টক্সিন দূর হলে ত্বক ভিতর থেকে পরিস্কার হয়ে ওঠে এবং ত্বকের ঔজ্জ্বল্যও বৃদ্ধি পায়। এছাড়া ত্বকের উপরিভাগের মরাকোষ দূর হয়ে ভিতরের উজ্জ্বল কোষ বাইরে আসে। এছাড়াও পিল অফ মাস্ক ব্যবহারের ফলে আমাদের ত্বকের ইলাস্টিসিটি বজায় থাকে ।।

জেনে নিন কোন ত্বকে সেরা কোন মাস্ক

IMG_20230429_232719-1682791070116 বাজারের সেরা ফেসমাস্ক - The Best Facemask On The Market
আরোও পড়ুন,

পিল অফ মাস্ক ব্যবহারের নিয়ম ও উপকারিতা


বাজারের সেরা ফেস মাস্ক –

ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক
01. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক ব্যবহার করে আপনি পাবেন তরতাজা, স্বচ্ছ, দীপ্তিময় ত্বক চাইলে আপনার সংগ্রহে থাকতেই হবে ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক/ এই ফেস মাস্কটি আপনার ত্বকে এনে দেয় ম্যাট ফিনিশ, ।।

02. সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক
এই ফেস মাস্কের ওটমিল ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে দেয়, অন্যদিকে মধু ত্বক শীতল আর স্নিগ্ধ রাখে। এই মাস্কটি কোমলভাবে ত্বক এক্সফোলিয়েট করে এবং ত্বকের প্রাকৃতিক দীপ্তি বের করে আনে।


ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক
03. ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক
ব্রণ আর প্রদাহযুক্ত ত্বকের জন্য ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক ব্যবহার করুন,, এই মাস্কটি রোমছিদ্রের মুখ খুলে দেয়, ব্রণ কমায়, পিগমেন্টেশন কমায়, ত্বক উজ্জ্বল করে।।



Tags – Facemask benefits, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *