Spread the love

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়: Ways To Remove Dark Spots On Men’s Face

IMG_20230426_142317-1682499207149 পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় - Ways To Remove Dark Spots On Men's Face

খামচির দাগ দূর করার উপায়

পুরুষদের ত্বকের ওপর দিয়ে এতো অত্যাচার যায় সারাদিন অফিসের কাজের জন্য তাদের রোদে পুড়ে থাকতে হয় বাইরে,, কিনতু মুখের এই দাগ ছোপ নিয়ে আর কতোদিন? নানা বাজার চলতি ক্রিম, লোশন ব্যবহার করেও ফল মিলছে না? আসুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি, যা কাজে লাগিয়ে অনায়াসে মুছে ফেলতে পারবেন মুখের দাগ-ছোপ-

আগে যে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলবেন –
*প্রচুর পরিমাণে জল খাবেন।

* ত্বক পরিষ্কার রাখুন।
*অপরিষ্কার হাতে ব্রণর জায়গাটি ধরবেন না।
*ব্রণ অযথা নখ দিয়ে খুঁটবেন না।

*বাড়াবাড়ি হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

*তেল মশলাযুক্ত খাবার পারলে বন্ধ করে দিন।
ব্রোনর দাগ দূর করতে কিছু ঘরোয়া উপায় –
• চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। অনেকটা কমে যাবে।।
• তৈলাক্ত ও সাধারণ ত্বকে শশার রস, আলুর রস দিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই রস ব্যবহার করতে পারেন।

• অ্যালোভেরার রস প্রতিদিন দাগের জায়গায় লাগালে দ্রুত তা কমে যাবে।

নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দু’বার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।

ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায়

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই তেল ত্বকের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। শুষ্ক অনুজ্জ্বল ত্বককে করে তোলে উজ্জ্বল। ত্বকের কালো দাগের উপর ক্যাস্টর অয়েল মেখে সারারাত রেখে দিন।
• টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।


হলুদ গুঁড়ো (Turmeric Powder for Dark Spots)
ত্বকের কালো দাগ হালকা করতে হলুদের গুঁড়ো দারুণ উপাদান। ১ চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই তিনটি উপাদান মিলিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

মুখে ২০ মিনিটের জন্য এই ফেসপ্যাক রেখে, হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।


পেঁপে ও চালের গুঁড়ো

IMG_20230426_142302-1682499207453 পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় - Ways To Remove Dark Spots On Men's Face
আরও পড়ুন,

ব্রণ দূর করার উপায়

ব্রনের কালো দাগ দূর করতে পাকা পেঁপে আপনাকে সাহায্য করতে পারে। যেমন আধা কাপ পাকা পেঁপে ভালো করে চটকে মিহিন করে নিন। এরপর ১ টেবিল চামচ পাতিলেবুর রস এর সাথে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণটি মুখে লাগান ১০-২৫ মিনিট, ভালো ভাবে মাসাজ করে ধুয়ে ফেলুন।


ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ যেমন আমাদের ত্বকের খসখসে ভাব দূর করে তেমনি সাহায্য করে ব্রনের কালো দাগ দূর করতে। তাই রাতে ঘুমানোর আগে , ডিমের সাদা অংশ যে খানে ব্রণ হয়েছে সেই জায়গায় ম্যাসেজ করে রাখবেন। দ্রুত ব্রণ কমে যাবে।।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *