Spread the love

গরমে ব়্যাশ-চুলকানি থেকে মুক্তির উপায় :Ways To Get Rid Of Itchy Rash In Summer


IMG_20230425_113145-1682402527696 গরমে ব়্যাশ-চুলকানি থেকে মুক্তির উপায় - Ways To Get Rid Of Itchy Rash In Summer

চুলকানি দূর করার উপায়

গরমকালে তো ত্বকের নানা সমস্যাই ভুগতে থাকি আমরা,, চুলকানি, ব়্যাশ, জ্বালাভাব আর কতকিছুই নাহয়,, এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কী ভাবে বাড়িতেই ত্বকের এই সমস্যা সারিয়ে তুলবেন, জেনে নিন। সকাল থেকেই রোদের তাপ প্রচণ্ড বেশি। চুলকানি বিভিন্ন কারণে হতে পারে। তবে গরমে চুলকানির সমস্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ঘাম ও ময়লা জমে রোমকূপ আটকে যায় ও ঘাম বের হতে পারে না। ফলে র্যাশ, ফুসকুড়ি কিংবা ঘামাচির মতো সমস্যা দেখা দেয় ত্বকে।


নাকের এলার্জি দূর করার ওষুধ

আবার গরমে ফাঙ্গাল ইনফেকশনও বেড়ে যায়। তাই চুলকানি হলে মোটেও হেলাফেলা করবেন না। পরিষ্কার থাকার পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই চুলকানি দূর করতে পারবেন।

১. অ্যালোভেরা জেল

অ্যালোভেরায় আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-সেপটিক উপাদান। এই দুই উপাদান আপনার ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। যে কোনও ত্বকের সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল,,, ত্বকের কোনও অংশে সমস্যা হলে সেখানেও আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। উপকার পাবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই জ্বালাভাব কমে যাবে।


চুলকানি দূর করার সহজ উপায়

২. বরফ

বরফও কিন্তু এই ক্ষেত্রে বেশ কার্যকরী। গরমে আপনার ত্বকে যদি হিট ব়্যাশ হয়, তবে সেই অংশের উপর বরফ দিয়ে ঘষতে পারেন। উপকার পাবেন।


IMG_20230425_113118-1682402527921 গরমে ব়্যাশ-চুলকানি থেকে মুক্তির উপায় - Ways To Get Rid Of Itchy Rash In Summer
আরও পড়ুন,

চুলকানি প্রতিরোধের উপায়


৩. নিম

যেকোনও রকমের চুলকানি থেকে স্বস্তি পেতে পেতে নিমপাতা কার্যকরি। নিম পাতা বেঁটে নিয়েও হলুদ লাগিয়ে সেই পাতা অ্যালার্জির জায়গায় লাগিয়ে নিতে পারেন। তারপর নিন পাতার জলে স্নান করলেও চুলকানি কমে যায়।।

৪. পোশাকের সঙ্গে চামড়ার অধিক ঘর্ষণের ফলে অনেক সময় ত্বকে ক্ষতের সৃষ্টি হয়। তাই গরমে আঁটসাঁট পোশাক পরার পরিবর্তে বেছে নিন ঢিলেঢালা পোশাককে।


গরমে ত্বকের যত্ন নিন এই ভাবে

৫. চুলকানির সমস্যা সারাতে নারকেল তেলও দারুন কার্যকরী। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ চুলকানির সমস্যা সারায় খুব দ্রুত। গরমে যেখানে যেখানে আপনার শরীরে চুলকানি কিংবা রেস দেখা দিয়েছে সেই অংশের নারকেল তেল লাগিয়ে শুয়ে পড়ুন সকালবেলা উঠে দেখবেন অনেকটাই কমে গেছে।।


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *