Spread the love

ঈদের আগে তৈলাক্ত ত্বকের যত্ন – Oily Skin Care Before Eid


ঈদের সময় ত্বকের যত্ন নাওয়া যাবে না,, তাই একদিন আগেই ত্বকের যত্ন নিতে হবে,, নয়তো চেহারায় চলে আসবে ক্লান্তির ছাপ। ত্বকের যত্ন নিলে চোখের নিচে কালো দাগ, ত্বকে কালো ছোপ, মালিন্য কিছুটা হলেও কমে আসবে। পাশাপাশি ঈদের দিন ত্বকের ওপর মেকআপ বসানোর কাজটাও সহজে করা যাবে।

IMG_20230420_232417-1682013266400 ঈদের আগে তৈলাক্ত ত্বকের যত্ন - Oily Skin Care Before Eid

ঈদের দিন সতেজ ত্বক পাওয়ার উপায়

‘রোজার এক মাস অনেক সময়ই নানা কাজে ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠে না। এ ছাড়া অপর্যাপ্ত জল পান, অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া ইত্যাদি কারণে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঈদের আগে পার্লারে না গিয়েও ঘরে বসেই বাড়াতে পারেন ত্বকের উজ্জ্বলতা-

১/ টকদই এবং হলুদের প্যাক : এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ফ্রিজে রেখে দিন ১০ মিনিটের জন্য। মুখ ভালো করে ধুয়ে প্যাকটি ত্বকে লাগান।


ঈদের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

২/ টমেটোর রস : অর্ধেকটা টমেটোর পেস্ট, এবং এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ে ম্যাসজ করে লাগান ৫ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ধুলোবালি, ময়লা দূর করে ত্বক ভিতর থেকে পরিষ্কার করবে।

৩/ তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি বেশ উপকারী। গোলাপজলের সঙ্গে মুলতানি মাটি ও এক চা-চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করুন। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য এটি বেশ ভালো একটি মাস্ক। তৈলাক্ত ত্বকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস বেশি হয়। তাই নিয়ম করে স্ক্রাবিং করুন। চিনি ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। তবে ব্রণের সমস্যা থাকলে স্ক্রাব না করাই ভালো। ব্রণ এড়িয়ে তারপর স্ক্রাবিং করতে হবে।


৪/ লেবুর রস এবং অ্যালোভেরা জেল : গরমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে অ্যালোভেরা। অর্ধেকটা লেবুর রস মেশানো জলে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এটি ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।


IMG_20230420_232402-1682013266752 ঈদের আগে তৈলাক্ত ত্বকের যত্ন - Oily Skin Care Before Eid
আরও পড়ুন,

ঈদে উজ্জ্বল ত্বক পেতে এখন থেকেই যা করবেন

৫/ পেঁপে শসার মিশ্রণ : সমপরিমাণ পাকা পেঁপে ও শসার টুকরো নিয়ে বেলেন্ডারে বেলেন্ড করুন। এটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে রয়েছে এনজাইম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।


এছাড়া প্রচুর জল, ফল খান,, প্রতিদিন ত্বক পরিষ্কার করুন। বাইরের বের হওয়ার সময় ছাতা এবং সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বক ভালো রাখতে সাইট্রাস বা টকজাতীয় ফল বেশ সাহায্য করে। লেবুর শরবত, মাল্টা বা কমলার রস, পেয়ারা, আমলকী ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন। শসার সালাদ খাওয়া যেতে পারে। এতে কাঠবাদাম মিশিয়ে নিলে ভালো।


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *