Spread the love

Rose Water Benefits For Face – গরমে ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা


গরমে ত্বক ভালো রাখার জন্য ব্যবহার করতে পারেন গোলাপ জল,,গোলাপ জলের অনেক উপকারিতা রয়েছে, যা ত্বক কে করে তোলে সুন্দর।।কিন্তু গোলাপ জল ব্যবহারের (Rose Water Use)নিয়ম আছে একটি, সেটা মেনেই গোলাপ জল মুখে লাগিয়ে নিন। জেনে নিন বিস্তারিত…গরমে যেমন রুহ-আফজা খেলে শরীরে স্বস্তি মেলে, তেমনই মুখে গোলাপ জল বুলিয়ে নিলেও আরাম পাওয়া যায়।
রূপচর্চার দুনিয়ায় গোলাপ জলের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ত্বকের ক্লান্তি নিমেষে দূর করে দিতে পারে কয়েক ফোঁটা গোলাপের জল।

IMG_20230419_115704-1681885634756 Rose Water Benefits For Face - গরমে ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা

Rose Water Benefits For Skin Whitening


বাড়িতেই বানাতে গোলাপ জল, এভাবে…

আপনি পর্যাপ্ত পরিমাণে অরগ্যানিক গোলাপ নিন। তার সঙ্গে ডিসটিলড ওয়াটার এবং স্প্রে বোতলও সঙ্গে রাখুন। এবার গোলাপ ফুল থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নিন। একটি পাত্রে রাখুন। হালকা গরম জল করে নিন। তা দিয়ে গোলাপের পাপড়িগুলো ধুয়ে নিন। এবার একটা বড় পাত্র নিন। তার মধ্যে ডিসটিলড ওয়াটার ঢেলে দিন। মিশিয়ে দিন গোলাপের পাপড়ি। ডিসটিলড ওয়াটারে যেন সব পাপড়ি ডুবে থাকে। পাত্রটিকে ঢাকা দিয়ে হালকা আঁচে গরম হতে দিন।২০ মিনিট রাখতে পারেন। এবার ওই পাত্রটি নামিয়ে জল ছেঁকে নিন। পাপড়িগুলো আলাদা করে নিন। এবার ঠান্ডা হতে দিন। কাচের বোতলে ভরে নিন। ঠান্ডা জায়গায় রাখুন। প্রয়োজন মতো স্প্রে বোতলে ভরে নিয়ে ব্যবহার করুন।


ত্বকের প্রদাহ কমায় গোলাপ জল
গরম এলেই ত্বকের হাজার একটা সমস্যা দেখা দেয়। ত্বকের উপর লালচে দাগ, জ্বালাভাব দেখা যায়। এই অবস্থায় গোলাপ জল লাগালে আরাম পাওয়া যায়। ত্বক দেখায় সতেজ,,গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং অ্যালার্জির হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে গোলাপ জল। গোলাপ জলে ত্বকের অতিরিক্ত তেলকে পরিষ্কার করে মুখের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

গোলাপ জল দিয়ে ফর্সা হওয়ার উপায়

ত্বকের ক্ষত নিরাময় করে

গোলাপ জল ব্যবহার করে আপনি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণ ও পিম্পেলের সমস্যাকে দূর করতে পারেন। যেহেতু গোলাপ জল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, তাই এটি বলিরেখা, সূক্ষ্মরেখাও প্রতিরোধ করে।

ত্বকের পিএইচ লেবেল বজায় রাখে: দূষণ ও সূর্যের অতিবেগুনি রশ্মি ইত্যাদির জন্য ত্বক খুবই ক্ষতিগ্রস্ত হয়। এতে এই পিএইচ লেবেলে নষ্ট হয়, এর জন্য ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। গোলাপ জল এই লেবেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককেও সতেজ রাখে।

IMG_20230419_115645-1681885635044 Rose Water Benefits For Face - গরমে ত্বকের যত্নে গোলাপ জলের উপকারিতা

গোলাপ জলের ফেসপ্যাক


ত্বকের জ্বালা এবং লালভাব প্রশমিত করে:গরমকালে অনেকক্ষণ রোদে থাকলে ত্বকে লালভাব দেখা যায়। একইসঙ্গে ত্বক শুষ্ক হয়ে ওঠে এবং চুলকোয়। অতিরিক্ত রোদে পোড়ার কারণেই এমনটা হয়। এক্ষেত্রে ভালো কাজ করে গোলাপ জল।

আরও পড়ুন,


ত্বককে ভেতর থেকে সতেজ রাখে এই গোলাপ জল। এর ফলে দাগ-ছোপ, ব্রনর মতো সমস্যার সমাধান হয়। মুখে স্ক্রাবার লাগালে, মনে করে গোলাপ জল লাগাতে হয়।।

ত্বকে প্রাকৃতিক আভা এনে দেয়: প্রচণ্ড গরমে আর্দ্রতা বৃদ্ধি পায় তখন ত্বক প্রাকৃতিক তেল তৈরি করতে শুরু করে। যার ফলে ত্বক আঠালো হয়ে ওঠে। এর ওপর ভুল পণ্য ব্যবহারের ফলে ব্রন এবং হোয়াইটহেডসের মতো সমস্যা দেখা যায়। গোলাপ জল এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এটা ত্বকের গভীর স্তরগুলোকে পরিষ্কার করে ।। স্নান করে এসে মুখে ব্যাবহার করুন এই গোলাপ জল।।

ত্বকের যত্নে গোলাপ জল


গরমে সেরা ফেস মিস্ট
অনেকেই গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করেন। এবার গরমে ফেস মিস্ট হিসেবে ব্যবহার করুন গোলাপ জলকে। ২০/৩০ ডিগ্রি তাপমাত্রায় ত্বকেরও দরকার সতেজতা। রোদ থেকে ফিরে এসে মুখে স্প্রে করে নিতে পারেন গোলাপ জল।

ত্বক ভালো রাখার জন্য আমাদের সব সময় তাকে ময়শ্চারাইজ করা প্রয়োজন। আর এই কাজটি করতে সাহায্য করে গোলাপ জল। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

আপনি প্রতিদিন সকালে উঠে মুখ ধুয়ে নিন। তারপর গোলাপ জল লাগিয়ে নিন মুখে। দেখবেন আপনার ত্বক সুন্দর আছে।

গোলাপ জল যেভাবে ব্যবহার করবেন


আর যে উপায়ে গোলাপ জলকে ব্যবহার করবেন

ফেস টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করা, সবচেয়ে ভাল উপায়। এছাড়াও আপনি ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি বা এলোভেরার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন সুন্দর ঝকঝকে ত্বক।।



Tags – Rose Water, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *