Spread the love

ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার – Use Of Rose Water To Remove Acne

আমরা অনেকেই জানিনা ব্রণর সমস্যা দূর করতে গোলাপ জলকে ব্যবহার করা যায়,, এই জল ত্বক পরিষ্কার করার পাশাপাশি, এটি অ্যান্টি-ব্যাকটরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন।। তৈলাক্ত ত্বক, অপরিষ্কার ত্বক,ব্যাকটেরিয়া সংক্রমণ, স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা এবং অতিরিক্ত অ্যালকোহল এবং সিগারেট খাওয়ার ফলে ব্রণের সমস্যা হয়।

গোলাপ জল ত্বকের প্রাকৃতিক পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে এবং ব্রণ তৈরির জন্য দায়ী ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য গোলাপ জল ব্যবহার সবচেয়ে ভাল। আপনি তুলোতে গোলাপ জল ভিজিয়ে মুখে লাগাতে পারেন,

IMG_20230419_123026-1681887665153 ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার - Use Of Rose Water To Remove Acne

ব্রণ থেকে মুক্তি পেতে জানুন ঘরোয়া উপায়

লেবু ও গোলাপ জলের মিশ্রণ
লেবুতে অ্যাসিডিক উপাদান রয়েছে। গোলাপ জলের শীতল বৈশিষ্ট্য রয়েছে। ব্রণ বাড়তে দেয় না, এই মিশ্রণ। আপনি ৪ চামচ লেবুর রস ও দুই চামচ গোলাপ জল মিক্স করে মিশ্রণটি মিনিট পনেরোর জন্য মুখে রেখে, তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন। দেখবেন ব্রণ গায়েব।।

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে গোলাপ জল

কমলালেবুর খোসা এমনি তেও আমাদের ত্বকের জন্য উপকারি।।কমলালেবুর খোসা রোদে শুকিয়ে পিষে নিন। ত্বক উজ্জ্বল করতে এই গুঁড়ো ব্যবহার করা হয়। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যা, ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এই গুঁড়োতে অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। জল দিয়ে মুখ পরিষ্কার করুন।

গোলাপ জল মুখে কীভাবে ব্যবহার করবো


চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল
চন্দন গুঁড়োতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না। এই মিশ্রণ ব্রণর কমাতে সহায়ক।

মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল

মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেস মাস্ক
ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে ফেসপ্যাকের মতো লাগান।

রূপচর্চায় গোলাপজলের ব্যবহার

আপেল সাইডার ভিনেগার এবং গোলাপ জল
প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ১ চা চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকাতে দিন। দিনে ১-২ বার এটি করতে পারেন।

গোলাপ জলের ব্যবহার ও উপকারীতা

IMG_20230419_123053-1681887664745 ব্রণ দূর করতে গোলাপ জলের ব্যবহার - Use Of Rose Water To Remove Acne
আরও পড়ুন,

১ দিনে ব্রণ দূর করার উপায়


আদার সঙ্গে গোলাপ জল
আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে। ব্রণর সমস্যা দূর করতে, এই মিশ্রণও খুব কার্যকর। আদার রস বার করে এক চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট।।



Tags – Skin Care, Rose Water To Remove Acne

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *