Spread the love

Face Scrub For Women – মহিলাদের জন্য ফেস স্ক্রাব


ত্বকের যত্ন নিতে আমাদের ফেস স্ক্রাব করা জরুরি।। মনের মতো ত্বক পেতে প্রায় প্রত্যেক মহিলাই ফেসিয়াল, ফেস প্যাক, ফেস মাস্কের ব্যবহার করে থাকেন। ঘণ্টার পড় ঘণ্টা তাঁরা পার্লারে সময় কাটান। তবে সুন্দর ত্বক পেতে গেলে এগুলোর পাশাপাশি এক্সফোলিয়েশন বা স্ক্রাব করাও খুব গুরুত্বপূর্ণ। স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়।


মুখের স্ক্রাব করার জন্য আপনি চিনি ব্যবহার করতে পারেন। চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে।


IMG_20230406_142640-1680771411233 Face Scrub For Women - মহিলাদের জন্য ফেস স্ক্রাব

Face Scrub For Women At Home

লেবু ও চিনির স্ক্রাব:

লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে পারে। লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা অপসারণ হয় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে।


বাজারের সেরা ফেস স্ক্রাব


পেঁপে– কাঁচা বা পাকা পেঁপের মধ্যে অসংখ্য খাদ্যগুণ রয়েছে। তবে এই দুই উপকরণ দিয়েই তৈরি করা যায় ফেস স্ক্রাব। ভিটামিন এ এবং সি- তে ভরপুর এই ফলের মধ্যে রয়েছে একটি উৎসেচক বা এনজাইম যার নাম প্যাপিন। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। কাঁচা বা পাকা পেঁপে একটু ঘষে নিলে যে মিশ্রণ তৈরি হবে তা ত্বকে লাগিয়ে ভালভাবে ম্যাসাজ করলে সঙ্গে সঙ্গেই ফল পাবেন।


Best Face Scrub For Women


মসুর ডাল এবং মধু- মুসুর ডাল বাটার সঙ্গে মধু মিশিয়ে নিলেও খুব ভাল ফেস স্ক্রাবের কাজ করে এই মিশ্রণ। কয়েকদিন এই পেস্ট ত্বকে লাগালে ট্যান- সহ একাধিক সমস্যা থেকে রেহাই পাবেন আপনি। ত্বকের জেল্লা বাড়বে। রুক্ষ-শুষ্ক ভাবে কমবে।


Best Face Scrub For Oily Skin

গ্রিন টি ও চিনির স্ক্রাব:

গ্রিন টি হল অ্যান্টিঅক্সিডেন্ট, এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বর্তমান। এটি আপনার মুখে লাগালে বেশ তরতাজা অনুভূতি হবে এবং ব্রণ-পিম্পলের সমস্যাও দূর হবে। এক চা চামচ গ্রিন টি পাতা এবং এক চা চামচ চিনি নিন। এতে কয়েক ফোঁটা অলিভ অয়েল যোগ করুন। পেস্টটি পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।


তৈলাক্ত ত্বকের স্ক্রাব


IMG_20230406_142621-1680771411526 Face Scrub For Women - মহিলাদের জন্য ফেস স্ক্রাব

Best Face Scrub For Glowing Skin

হলুদ ও চিনির স্ক্রাব:

ত্বক ভাল রাখার জন্য হলুদ দুর্দান্ত উপাদান। এটি ট্যান কমায়, ব্রণ দূর করে, ডার্ক সার্কেল হালকা করে এবং মৃত ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে।

এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। মুখ থেকে হলুদ ভাব দূর করতে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।


ঘরে তৈরি ফেস স্ক্রাব


টমেটো ও চিনির স্ক্রাব:

টমেটো ত্বককে হাইড্রেড করতে সাহায্য করে এবং এতে বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে।

একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান। সত্যিই বলতে আমি নিজেই সপ্তাহে দুদিন এটি ব্যবহার করি।।


স্ক্রাব বানানোর নিয়ম


IMG_20230406_142606-1680771411790 Face Scrub For Women - মহিলাদের জন্য ফেস স্ক্রাব
আরও পড়ুন,


স্ক্রাব ব্যবহার করবেন কেন?


– ত্বকে উপস্থিত টক্সিনকে বের করে দেয়। যার কারণে ত্বক অবাধে শ্বাস-প্রশ্বাস নিতে পারে।


– ত্বককে টানটান করতেও দারুণ কার্য়করী।


– নতুনকোষের বৃদ্ধির হার বাড়িয়ে দেয়। যার কারণে ত্বকে দ্রুত বলিরেখা ও ফাইন লাইনসের দেখা মেলে না।


– ত্বক থাকে হাইড্রেটেড। এর ফলে ত্বকে উজ্জ্বলভাব দেখা যায়। অকাল বার্ধক্যের ছাপও দূর হয়।




Tags – Face Scrub For Women, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *