Spread the love

Vitamin C Serum For Men: পুরুষদের জন্য ভিটামিন সি সিরাম

আমরা সবাই জানি পুরুষদের ত্বকের গঠন মহিলাদের থেকে একদমই আলাদা হয়। পুরুষদের ত্বক মহিলাদের চেয়ে ২০ শতাংশ বেশি পুরু হয়। শুধু নারীদেরই যে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন, তা নয়। পুরুষদেরও ত্বকের খেয়াল দরকার। মহিলারা যেভাবে নিজেদের ত্বকের খেয়াল রাখেন, সেই একইভাবে পুরুষরা নিজেদের ত্বকের যত্ন নেন না। নিলে ত্বক ভালো থাকতো।। পুরুষদের জন্য তাঁদের ত্বকের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। সাধারণ ফেসওয়াশ ও ময়েশ্চারাইজারের মাধ্যমে তো ত্বকের খেয়াল রাখবেনই, পাশাপাশি পুরুষেরাও ব্যবহার করতে পারেন ভিটামিন সি।কালো ছোপ, বলিরেখা, শুষ্ক ও বিবর্ণ ত্বক কিংবা রোদের জন্যে ত্বকের ক্ষতি ছেলেদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বর্তমান যুগের দূষণ, রোদের তাপ, অতিবেগুনি রশ্মি, দুশ্চিন্তা এবং অন্যান্য লাইফস্টাইলের সমস্যার জন্য বহু পুরুষের ত্বকের ক্ষতি হচ্ছে এবং ত্বকের গুণগত মানেও প্রভাব পড়ছে। তাই আজকাল পুরুষদের ত্বকের যত্নে ভিটামিন সি-এর গুরুত্ব অপরিসীম…….


IMG_20230329_234106-1680113476176 Vitamin C Serum For Men - পুরুষদের জন্য ভিটামিন সি সিরাম

Best Vitamin C Serum For Male

ভিটামিন সি-এর মধ্যে রয়েছে ত্বকের যাবতীয় সমস্যার সমাধান। ত্বকের যত্নে ভিটামিন সি কেন দরকার জানেন কি “”


সূর্যের ক্ষতিকর রশ্মি এড়াতে সানস্ক্রিন ছাড়াও ভিটামিন সিও কার্যকর। রোদে না গেলেও বার্ধক্যের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি ত্বকের সমস্যা যেমন অসম ত্বক, বলিরেখা, সূক্ষ্ম রেখা দূর করতে সাহায্য করে। আসুন আপনাকে বলি যে প্রাকৃতিকভাবে পাওয়া অ্যাসিডের আকারে ভিটামিন সি রয়েছে কোলাজেন, যা ত্বককে দ্রুত নিরাময় করতে সহায়তা করে।

Best Vitamin C Serum For Male In India

ভিটামিন সি সিরাম –

ভিটামিন সি ট্যাবলেটের গুঁড়ো বানিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিন। এবার এতে গোলাপজল দিন এবং মিশ্রণটি ভালো করে মেশান। যদি মনে হয় পাউডার ভালোভাবে মিশে গেছে, তাহলে ভিটামিন ই ক্যাপসুল বোতলে রেখে সমস্ত তরল ছেঁকে নিন।


ত্বকের ধরন বা গঠন যেমন-ই হোক না কেন, নারী-পুরুষ নির্বিশেষে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। এই ক্ষেত্রে কাজে আসতে পারে ভিটামিন সি। সানস্ক্রিনের সঙ্গে ভিটামিন সি সিরাম মিশিয়ে ব্যবহার করলে আপনার ঘামের সমস্যা দেখা দেবে না।

Vitamin C Serum benefits

যদি নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করেন তাহলে আরও লাভ পাবেন। পুরুষদের ত্বকে সহজেই দাগছোপের সমস্যা লক্ষ্য করা যায়। আপনি যদি নিয়মিত ভিটামিন সি ব্যবহার করেন তাহলে এই দাগছোপের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি ভিটামিন সি সিরাম বলিরেখা, সূক্ষ্ম রেখা, অসম ত্বকের সমস্যা নিমেষে দূর করে দেয়। আসলে এই ভিটামিন সি সিরাম কোলাজেন নামক প্রোটিন গঠনে সাহায্য করে যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং সুন্দর ত্বক গঠনে সাহায্য করে।


ত্বক যেমনই হোক ত্বককে হাইড্রেট করা খুব জরুরি। পুরুষদের ক্ষেত্রেও এই বিষয়টি ব্যতিক্রম নয়। ভিটামিন সি সিরাম এমন কিছু ছোট অণু দিয়ে গঠিত যা ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে হাইড্রেটেড রাখে।


পুরুষ হয়েও ভিটামিন সি সিরাম ব্যবহার করুন

ইউভি রশ্মি ত্বকের অসমতা, সূক্ষ্ম রেখা, বলিরেখা সহ ত্বকের অন্যান্য ক্ষতিও করে। ভিটামিন সি ত্বকের এই ধরনের সমগ্র ক্ষতি যেমন আটকাতে পারে তেমনই প্রত্যেকবার ভিটামিন সি প্রয়োগ করার পরে ত্বকের মানের উন্নতি হয়। প্রাকৃতিকভাবে অ্যাসিটিক উপাদান হওয়ায়, ভিটামিন সি-তে কোলাজেন রয়েছে যা ত্বককে উজ্জ্বল, তরুণ ও কোমল করে তোলে।


ত্বকের যত্নে সিরামের ব্যবহার


IMG_20230329_234052-1680113476611 Vitamin C Serum For Men - পুরুষদের জন্য ভিটামিন সি সিরাম
আরও পড়ুন,

Vitamin C For Face

তাহলে আর দেরি কীসের! শুধু প্রশ্ন উঠতে পারে ভিটামিন সি-কে কীভাবে দৈনন্দিন রূপচর্যার অংশ করা যায়, কেন না আজকাল কারও হাতেই খুব একটা সময় থাকে না। সমস্যা নেই, ছেলেরা খুব সহজেই ভিটামিন সি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে মুখ ধোয়ার পরে কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম লাগাতে হবে। তবে একেবারেই ত্বকে সেটা জোরে জোরে ঘষা যাবে না কিন্তু, আলতো হাতে লাগাতে হবে!

কখন ব্যবহার করবেন-

এই সিরাম ব্যবহার করার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ফোঁটা ভিটামিন সি নিয়ে হালকা হাতে মুখে লাগান। আপনি চাইলে এর উপরে ফেস ক্রিম বা সানস্ক্রিনও লাগাতে পারেন।




Tags – Skin Tips, Skin Tips For Men

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *