Spread the love

Instant Glow Face Pack – ইন্সট্যান্ট গ্লো ফেস প্যাক

আমরা সবাই ইন্সট্যান্ট গ্লো পেতে চাই,, কিনতু কিভাবে পাবো সেটা জানি না,, মুখ পরিষ্কার রাখা, নিয়মিত স্ক্রাব ব্যবহার করা অবশ্যই জরুরি।। আসলে শরীরের যেমন বিভিন্ন কাজ করতে সময়ে সময়ে খাবারের দরকার হয়, তেমনই ত্বকেরও সুন্দর এবং সুস্থ থাকার জন্য খাবার, অর্থাৎ পুষ্টির প্রয়োজন। আর ত্বকের পুষ্টিতে যদি কোনও ঘাটতি না থাকে, তাহলে তার পরিচয় আপনার মুখে ফুটে উঠতে বাধ্য। পাঁচ মিনিটে ত্বকের জেল্লা বাড়ানো গেলে, আর দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে যাবেন কেন! ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা আনতে একাধিক ফেইস প্যাক ব্যবহার করতে পারেন –


IMG_20230328_195136-1680013306796 Instant Glow Face Pack - ইন্সট্যান্ট গ্লো ফেস প্যাক

Instant Glow Face Pack homemade

১) হলুদ

১/২ চা-চামচ হলুদগুঁড়ো এবং ৪ চা-চামচ বেসন পরিমাণমতো দুধ দিয়ে গুলে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে এবং গলায় এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। হলুদে ত্বকের উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সপ্তাহে দু’বার এই ফেইস প্যাক ব্যবহার করতে পারেন।

২) গাজর

গাজর ঝিরি ঝিরি করে কেটে রস বের করে নিন এতে অল্প মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। গাজরে থাকে ভিটামিন এ যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ থাকে। সপ্তাহে একবার এই ফেইস প্যাক ব্যবহার করলেই যথেষ্ট।


Instant Glow Face Pack For party


৩) অ্যালোভেরা

অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই জানা! ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪) পাতিলেবু

১ চা-চামচ পাতিলেবুর রস এবং ১ চা-চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে মাসাজ করুন। খুব আলতোভাবে মাসাজ করবেন। দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাতিলেবুর প্যাক অবশ্যই ব্যাবহার করুণ।।

পাতিলেবু ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে পরিষ্কার রাখে এবং ট্যানও দূর করে। ফলস্বরূপ ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

Instant Glow Face Pack For Dry Skin

৫) পেঁপে

ত্বকের যত্নে পেঁপের ফেইস প্যাক দারুণ! ১ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২ চা-চামচ শসার রস এবং অর্ধেকট কলা চটকে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।ত্বকে চটজলদি জেল্লা আনতে এই প্যাক দারুণ কার্যকরী। ভিটামিন এ এবং সি-এর অন্যতম প্রধান উৎস পেঁপে। পেঁপেতে রয়েছে বিএইচএ যা ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে।


IMG_20230328_195124-1680013307125 Instant Glow Face Pack - ইন্সট্যান্ট গ্লো ফেস প্যাক
আরও পড়ুন,

ঘরোয়া উপায়ে ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক পাওয়ার উপায়


৬) কমলালেবুর খোসা
১ চা-চামচ কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে ১ চা-চামচ গোলাপজল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলালেবুর খোসার প্যাক ব্যবহার করুন।।স্ক্রাব হিসেবে তো কমলালেবুর খোসার জবাব নেই। তবে ভিটামিন সি-তে পূর্ণ থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলালেবুর খোসা কার্যকরী।


৭) টমেটো ও চিনির ফেসপ্যাক
একটা টমেটো ভালোভাবে ম্যাশ করে নিন। তারপর এতে এক চামচ চিনি মেশান। প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপরে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। টমেটোর এই প্যাকটি ব্যবহার করলে মুখ প্রায় ২-৩ ঘণ্টার মত উজ্জ্বল দেখাবে।


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *