Spread the love

Coffee Face Pack For Glowing Skin – উজ্জ্বল ত্বকের জন্য কফি ফেস প্যাক

উজ্জ্বল, ত্বককে ফর্সাভাব করে তুলতে কফির কোনও তুলনা নেই। যে কোনও ধরনের ত্বকের জন্য ও সমস্যার সমাধান করতে বাড়িতেই কফির ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। কফির গুণে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল। ঘরোয়াভাবেই কফির ফেসপ্যাক (Coffee Face pack) তৈরি করে শীতের শুষ্ক ও রুক্ষ ত্বককে ঝকঝকে ও উজ্জ্বল করতে কয়েক মিনিট সময় ব্যয় হতে পারে আপনার। উজ্জ্বল, ফর্সাভাব করে তুলতে ও ব্ল্যাকহেডস নির্মূল করতে কফির কোনও তুলনা নেই।


অনলাইনের জেরে সবকিছুই হাতের মুঠোয় এসে গিয়েছে। তাই কফির ফেস প্যাক আজকের দিনে কারোরই অজানা নয়। কিন্তু কোন ত্বকের জন্য কেমন ফেসপ্যাক ব্যবহার করবেন, সেই পদ্ধতিটিও জানা দরকার। কফির ফেসপ্যাক বানাবেন, তা একনজরে দেখে নিন…


IMG_20230328_201421-1680014692694 Coffee Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য কফি ফেস প্যাক

Coffee Face Pack For Skin Whitening

ব্ল্যাকহেডসের জন্য কফির ফেস প্যাক

কফির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য। এই গুণের জেরে ত্বকে ছিদ্রপথের মুখে জমে থাকা ময়লা ও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। যদি মুখের ত্বকে ব্রণ, পিম্পলস, ফুসকুড়ির সমস্যা পড়েন তাহলে বাড়িতে তৈরি যে কোনও ফেসপ্যাক ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন।

কফি দিয়ে ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা থাকলে একটি বাটিতে ২ টেবিলস্পুন কফি গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এরপর মুখের ত্বকে ব্যবহার করার পর ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিন।


Coffee Face Pack For Homemade

সাধারণ ত্বকের জন্য কফির ফেসপ্যাক

১ টেবিলস্পুন কফির সঙ্গে ১ টেবিলস্পুন মধু মিশিয়ে দুর্দান্ত ফেসপ্যাক তৈরি করুন। শুধু মুখের ত্বকে নয়, ঘাড়ে ও গলায় এই প্যাক ব্যবহার করে ১০ মিনিট রেখে দিন। এরপর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে প্যাক ধুয়ে ফেলুন। এতে ত্বক থাকে কোমল, উজ্জ্বল ও ট্যানমুক্ত।


কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়


কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, তাই এই উপাদানটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। কফির ফেসপ্যাক ব্যবহার করলে বলিরেখা, কুঁচকানো ত্বক, ব্রণ সব কিছু সমস্যা দূর হয়ে যায়। এই ফেসপ্যাক ত্বকে কোলাজেন বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।


Coffee Face Pack For Dark Spots

চোখের তলায় কালশিটে দাগ মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই ক্ষেত্রে আপনি কফির তৈরির আন্ডার আই মাস্ক তৈরি করতে পারেন। ১/২ চামচ কফি গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে একটি পুরু পেস্ট তৈরি করুন চাইলে এলোভেরা অ্যাড করতে পারেন। এবার ওই মিশ্রণটি চোখের নীচে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলুন।


Coffee Face Pack For tan removal


মুলতানি মাটি কফি ফেস প্যাক

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য মুলতানি মাটির তৈরি কফি ফেসপ্যাক খুবই উপকারী। এই ফেসপ্যাকটি মুখের স্ক্রাবিং এবং এক্সফোলিয়েশনে সহায়ক। এটি ত্বকে সিরামের উৎপাদন কমায় এবং ব্রণের মতো তৈলাক্ত ত্বকের সমস্যা কমাতে সহায়ক। এটি তৈরি করতে, কফিতে মুলতানি মাটি যোগ করুন। একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।।


IMG_20230328_201440-1680014692397 Coffee Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য কফি ফেস প্যাক
আরও পড়ুন,

Coffee Face Pack For dry skin

সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকেরও ক্ষতি করে। এই ক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারে কফি।

দই এবং কফি ফেস প্যাক ত্বক পরিষ্কার করতে সহায়ক। এটি যে কোনও ধরনের ত্বকের জন্য উপকারী। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়ক। এটি ব্যবহার করতে, এই দুটি মিশ্রিত করুন এবং আপনার মুখে লাগান। ২০ মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে কফি

কফি এবং চালের গুঁড়ো

১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চালের গুঁড়ো, দেড় টেবিল চামচ জল বা গোলাপ জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে এই মিশ্রণটি লাগিয়ে ২৫ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।




Tags – Skin Care, Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *