Spread the love

Best Face Pack For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস প্যাক


নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক আমরা সবাই চাই।। ইন্সট্যান্ট গ্লোয়িং- পেতে আজকে আমরা নিয়ে এসেছি সেরা কিছু ফেস প্যাক।। যা আপনার মুখের দাগ, ছোপ, ত্বকের মৃত কোষ এবং ব্রণ দূর করতে সাহায্য করবে।। এবং ত্বককে উজ্জ্বল, চকচকে ,কোমল করবে।।

উজ্জ্বল ত্বক পেতে ফেইস প্যাক –


অ্যালোভেরা ফেস প্যাক: এই প্যাক বানানোর জন্য ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস। এবার একটা মিশ্রণ বানিয়ে সেই প্যাক মুখে আর গলায় লাগান। প্যাক মুখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে দুবার করে এই প্যাক মুখে লাগান। আর দেখবেন কতোটা আপনার মুখ উজ্জ্বল দেখাচ্ছে।।


IMG_20230327_113321-1679897012454 Best Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস প্যাক

ফেস প্যাক বানানোর নিয়ম

Daily Face Pack for glowing skin

কফি এবং মধু: এই প্যাক বানাতে এক চা চামচ মধু এবং এক টেবিল চামচ কফি নিয়ে মেশান ও অল্প জল মেশান। তারপর প্যাক বানিয়ে সেটা মুখে লাগান। কিছুক্ষন রেখে হালকা ভাবে ঘষে বা স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে যেমন ত্বক মোলায়েম হবে, তেমনই ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।

টক দই আর মধু: এক টেবিল চামচ দই, এক চা চামচ ওটস এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। মিনিট পনের কুড়ি রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম হবে এবং ব্রণ, ইত্যাদি দূর হবে।

অ্যালোভেরার প্যাক

মধু ও লেবুর ফেসপ্যাক – এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে , ভিটামিন ই ক্যাপসুল দিয়ে প্যাক তৈরি করে নিন। এবার তা মুখের ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। দাগ ছোপ দূর হবে।।


Face Pack for glowing skin in india


কলা এবং মধুর প্যাক – একটি কলা প্রথমে চটকে নিতে হবে। এবার তাতে এক চামচ মধু দিয়ে দিন। আর তার মধ্যে ছোলার গুঁড়ো দিয়ে মিশিয়ে মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের শুষ্কতা দূর হবে।।

ওটমিল ফেইস প্যাক


ওটস গুঁড়ো করে নিন এবং এর সাথে চন্দনের গুঁড়ো যোগ করুন। এবারে অল্প অল্প করে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্যাক রেডি হয়ে গেলে এটি আপনার মুখে অ্যাপ্লাই করুন এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করুন।


Face Pack for glowing skin For dry skin


প্যাকটি যেভাবে কাজ করে-


ওটস-এ আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস। তাই এটি দেহের জন্য যতটা উপকারী তেমনি ত্বকের যত্নেও সমানভাবে উপকারী। এটি ত্বকের ডেড সেলসকে তুলে ফেলে ত্বকে নিয়ে আসে ইন্সট্যান্ট গ্লো।


IMG_20230327_113259-1679897012830 Best Face Pack For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস প্যাক
আরও পড়ুন,

উজ্জ্বল ত্বক পেতে ন্যাচারাল ফেইস প্যাক!


টমেটোর ফেইস প্যাক

একটি ছোট পাকা টমেটো ম্যাশ করে এর রস বের করে নিন। এবার এর সাথে চিনি বা মধু যোগ করে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই প্যাকটি আপনার মুখে ও ঘাড়ে অ্যাপ্লাই করুন। ১০-১৫ মিনিটের মতো রেখে শুকিয়ে গেলে আস্তে আস্তে ম্যাসাজ করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।


প্যাকটি যেভাবে কাজ করে-

টমেটোতে হালকা অ্যাসিডিক উপাদান আছে যা ত্বককে এক্সফলিয়েট করে এবং ত্বকের Ph-এর ভারসাম্য ঠিক রেখে ত্বকে এনে দেয় ইন্সট্যান্ট গ্লোয়িং। আর চিনি ও এই এক্সফলিয়েশন প্রক্রিয়াতে সাহায্য করে ত্বকের রক্ত চলাচল বাড়িয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।


নারকেল তেল এবং কমলা
ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং নরম করতে এই ফেসপ্যাকটি তৈরি করুন। এটি তৈরি করা খুবই সহজ এক চামচ নারকেল তেলে একটি কমলার পাল্প মিশিয়ে নিন। এই মিশ্রণটি আধা ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝক করছে।।।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *