Spread the love

Banana Face Pack: কলার ফেসপ্যাক


কলায় নানাধরনের ভিটামিন পুষ্টিকর উপাদান রয়েছে। রকমারি ভিটামিন থেকে পটাশিয়াম, সবেতে ভরপুর এই ফল। তাই কলা খেলে শরীর যেমন ভাল থাকে, তেমনই জেল্লা বারে ত্বকের। কলার গুণে ফিরিয়ে আনুন ত্বকের জেল্লা।। বানিয়ে নিন একটি প্যাক। ঘরোয়া সেই যত্নেই দিব্যি ফিরবে চেহারার জেল্লা।

কলাতে রয়েছে আর্দ্রতা, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফটোকেমিক্যালস-সমৃদ্ধ তাই ত্বক, শরীর এবং চুলের পুষ্টি প্রদান করার জন্য এটি একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার।

আপনি কীভাবে কলা ফেস মাস্ক তৈরি করবেন দেখুন –


একটি বাটিতে অল্প কলা এক চামচ মধু সব উপকরণ যোগ করুন এবং ভাল মিশ্রণ। এখন আস্তে আস্তে আপনার মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছুসময়ের জন্য শুকিয়ে যেতে দিন।যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাক টি সত্যিই ভাল কাজ করে; এটা ত্বককে নরম করে।।

কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কল প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ব্রণর জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা। লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। এখানে আরো কিছু উপায় আছে যা আপনি ফেস প্যাকে লেবু ব্যবহার করতে পারেন। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।


IMG_20230326_205813-1679844525688 Banana Face Pack - কলার ফেসপ্যাক

Banana Face Pack at home

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

এক চা চামচ কমলার রস, এক চা চামচ মধু ও অর্ধেকটা কলা ভালো করে চটকে মিশিয়ে নিন। এই প্যাক-টি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


কলা দিয়ে রূপচর্চা


কালো দাগ দূর করতে

একটি পাকা কলা, এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস- সবগুলো উপাদান মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর প্যাক-টি ভালো করে মুখে লাগান। ১৫ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক-টি ত্বকের কালো দাগ দূর করে দিতে সাহায্য করে।


Banana Face Pack Benefits

ব্রণ সারাতে

একটি পাকা কলা, আধা চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে এরসঙ্গে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। প্যাক-টি ত্বকে ব্যবহার করুন।


কলা দিয়ে ত্বকের যত্ন


IMG_20230326_205834-1679844525427 Banana Face Pack - কলার ফেসপ্যাক
আরও পড়ুন,

Banana Face Pack for pimples

তেল নিয়ন্ত্রণের জন্য

কলা, মধু ও লেবুর রস দিয়ে তৈরী মুখের প্যাক অত্যন্ত ফলপ্রদ মুখের শুষ্কতা বজায় রেখে তৈলাক্ততা দূর করতে।কলার ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমেই একটি পাকা কলা কচলে নিন। এবার এর সাথে সামান্য মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কলা দিয়ে মুখ ফর্সা

বলিরেখার সমস্যা একটা বয়সের পর আসবেই। কলা, টকদই আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখ ভাল করে ধুয়ে নিয়ে এই প্যাক সারা মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।


কলার খোসার উপকারীতা

কলার মধ্যে থাকে ভিটামিন সি ও। এই কলার সঙ্গে চন্জনবাটা আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। নিয়মিত েই প্যাক ব্যবহার করলে কমবে অয়েল সিক্রেশনও।



Tags – Skin Care, Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *