Spread the love

Fashwash For Oily Skin – তৈলাক্ত ত্বকের জন্য ফ্যাশওয়াশ


আমাদের একেক জনের স্কিন টাইপ এক এক রকমের,, তাই ভিন্ন ভিন্ন স্কিনের সমস্যাগুলোও কিন্তু হয়ে থাকে আলাদা । আমাদের মধ্যে সাধারণত ৫ ধরনের স্কিন টাইপ দেখা যায়। কারো স্কিন ড্রাই, কারো বা নরমাল, আবার অনেকের স্কিন অয়েলি। আবার তার মধ্যে কম্বিনেশন এবং সেনসিটিভ স্কিনও রয়েছে। তবে আমাদের মধ্যে সবচেয়ে বেশী দেখা যায় অয়েলি স্কিন।


আজ কথা বলবো তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ফেইস ওয়াশ নিয়ে –


নিজের ত্বক কেমন প্রকৃতির সেই ধারণা কিন্তু নিজেকেই করে নিতে হবে। ত্বকের চরিত্র বুঝে তবেই ফেসওয়াশ কিনুন। ত্বক বেশি তৈলাক্ত হলে ব্রণ, ফুসকুড়ির সমস্যাও বাড়বে। আর তাই ফেসওয়াশ কেনার আগে সাবধান। তৈলাক্ত ত্বক হলে পেঁপে, লেবু, নিম, তুলসি এবং চারকোলের ফেসওয়াশ সবচাইতে ভাল কাজ করে।


IMG_20230325_130706-1679729837396 Fashwash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য ফ্যাশওয়াশ

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির তাঁরা জেল বেস যে কোনও ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিনুন। আর বাড়িতে যদি বানিয়ে নিতে চান তাহলে অ্যালোভেরা জেল, লেবুর রস আর তুলসিপাতা একসঙ্গে দিয়ে বানিয়ে নিতে পারেন। গোলাপ জল, বেসন আর কাঁচা হলুদ মিশিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে ক্লিনজার।


জেনে নিন আপনার তেলতেলে, ব্রণ ওঠা ত্বকের যত্ন নিতে সেরা চারটি ফেসওয়াশের হদিশ –

1। সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ –

বন্ধ রোমকূপ আর তেলতেলে ত্বককে বিদায় জানান! সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ/ Simple Daily Skin Detox Purifying Facial Wash আপনার ত্বকে কোমলভাবে কাজ করে গভীর থেকে তেলময়লা আর মেকআপের অবশেষ পরিষ্কার করে ত্বক ডিটক্স করে। উইচ হ্যাজেল, জিঙ্ক আর থাইমের গুণে সমৃদ্ধ এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনার ত্বকের সমস্ত সমস্যা দূর হবে।।


শুস্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো


27363.8901030867262.03-1679729838234 Fashwash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য ফ্যাশওয়াশ

মেয়েদের জন্যে কোন ফেসওয়াস সবচেয়ে ভালো

2। ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ


ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হলে ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ফেসওয়াশ/ Dermalogica Breakout Clearing Foaming Wash এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না! ফেনাযুক্ত এই ফেসওয়াশটি ত্বকের মৃত কোষ, নোংরা আর তেল সরিয়ে রোমকূপ পরিষ্কার রাখে ও ব্রণ হতে দেয় না। এই ফেসওয়াশে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা ত্বককে জীবাণুমুক্ত রাখে। এতে রয়েছে কমলালেবুর খোসার নির্যাস যা আপনার ত্বক চনমনে তরতাজা রাখতে সাহায্য করে।

a85d9a0c-c81d-4c37-8752-133735f7ce641533706981857-na-6291533706981830-1-1679729837964 Fashwash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য ফ্যাশওয়াশ

ভিটামিন সি ফেসওয়াশ কি তৈলাক্ত ত্বকের জন্য ভালো

3। ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ


তেলতেলে ব্রণভরা ত্বকের জন্য জেল-বেসড ক্লেনজার সবচেয়ে ভালো। প্রমাণ চাইলে ব্যবহার করে দেখুন ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ/ Lakmé Blush & Glow Kiwi Crush Gel Face Wash কিউয়ি ফলের নির্যাস আর কোমল স্ক্রাবিং বিডস যুক্ত এই ফেসওয়াশটি আপনার মুখ থেকে সমস্ত তেলময়লা ঘষে তুলে দেবে একদমই ত্বক কে শুষ্ক করে দেয়না।।


LakmeBlush_GlowKiwiSmashGelFaceWash4_1024x-1679729837713 Fashwash For Oily Skin - তৈলাক্ত ত্বকের জন্য ফ্যাশওয়াশ
আরও পড়ুন,

অয়েলি স্কিনের জন্য ফেসওয়াশ


4। নিউট্রোজিনা অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ

Neutrogena Oil Free Acne Wash


এই ফেইস ওয়াশটি আমাদের ত্বকের যে অতিরিক্ত সেবাম প্রোডাকশন হয়ে থাকে তা কনট্রোল করতে এটি দারুণ ভাবে সহায়ক। এতে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড 2%, সোডিয়াম সি 14-16 ওলেফিন সালফোনেট এর মত দারুণ সব ইনগ্রিডিয়েন্টস, যা ব্রণের সমস্যার সমাধানে কার্যকরী। খুব বেশি পরিমাণে নিতে লাগেনা। অল্প নিলেই পুরো ফেইসে কাভার হয় এবং ব্যবহার করার পর আপনার স্কিন একদমই অয়েল ফ্রি মনে হবে। স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করে।




Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *