Spread the love

কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস – Korean Skin Care Steps


কোরিয়ানদের স্কিন পেতে আমরা কতকিছুই না করে থাকি,, একটা খুব সাধারণ ত্বকের যত্নের রুটিন রয়েছে। যা আপনার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে সাহায্য করতে পারে। আপনার বয়স যাই হোক না কেন আপনার ত্বকের কথা আপনাকে সব সময় ভাবিয়ে তোলে। আপনার ত্বককে আপনি সব সময় উজ্জ্বল রাখার চেষ্টা করেন। কোরিয়ানদের একটা খুব সাধারণ ত্বকের যত্নের রুটিন রয়েছে। যা আপনার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে সাহায্য করতে পারে। জেনে নিন –


IMG_20230322_163729-1679483283093 কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস - Korean Skin Care Steps

কোরিয়ান স্কিন কেয়ার টিপস্

ডবল ক্লিনজিং– কোরিয়ান স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ডবল ক্লিনজিং। যদি মেকআপ করে থাকেন, তাহলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল এই কাজটি। ডবল ক্লিনজিংয়ের ফলে ত্বকের ছিদ্রগুলি নিখুঁতভাবে পরিস্কার হয়। ধোয়ার পর মোছার জন্য সব সময় মসলিন কাপড় ব্যবহার করুন।


ক্রিম বা লোশন ব্যবহার করার পর ভ্রু, নাকের চারপাশ, গলা, ঘাড়, মুখের পাশে ও চোয়ালের মাঝখানে আলতো করে টিপে ধরুন। ত্বককে টোনড করতে হালকা ম্যাসাজেই কাজ হয়। এছাড়া ভালভাবে যদি ম্যাসাজ করতে চান তাহলে সিরাম প্রয়োগ করে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন গোটা মুখে। এতে করে ত্বকে রক্ত সঞ্চালনের বাড়িয়ে আরও সতেজ ও প্রাণবন্ত করে তোলে।

কোরিয়ান বিউটি টিপস

হাইড্রেটিং করুন
ত্বককে হাইড্রেটিং করতেও কোরিয়ান স্কিন কেয়ার কাজে লাগে। স্নানের পর ত্বক পরিস্কার করার পর কাছেই একটি ভিজে তোয়ালে রাখুন। এটি কিছুটা এয়ার হিউমিডিফায়ার হিসেবে কাজ করে। ঘরে শুষ্কতার মাত্রাও কমিয়ে আনে।

Korean Skin Care Steps Routine For Oily Skin

টোন: টোনিং এমন একটি পদক্ষেপ যা অনেকেই এড়িয়ে যায়। আপনি যদি কোরিয়ান স্কিনকেয়ার রুটিন অনুসরণ করতে চান, তাহলে সেক্ষেত্রে টোনিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি যখন আপনার মুখ পরিষ্কার করেন, তার পরে আপনার ত্বকের pH সব জায়গায় সমান থাকে না। তাই, ত্বকের মসৃণতা বজায় রাখতে আর আর্দ্রতা কমাতে এই পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

IMG_20230322_163700-1679483283719 কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস - Korean Skin Care Steps

গ্লাস স্কিন পাওয়ার উপায়


এক্সফোলিয়েট
কোরিয়ান স্কিন কেয়ারে এক্সফোলিয়েট গুরুতবপূর্ণ জিনিস,,এক্সফোলিয়েট ব্ল্যাকহেডস রিমুভ করে, স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে চকচকে ভাব আনে। ফেসিয়াল ম্যাসাজে হাতের মুভমেন্টও গুরুত্বপূর্ণ। বেশী ঘষাঘষি করা যাবে না। সারকুলার ওয়েতে আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করুন, ব্ল্যাক সুগার যখন মেল্ট হয়ে যাবে।।
মুখের জন্য চোখের ক্রিম: কোরিয়ায় মুখের জন্য চোখের ক্রিমের ব্যবহারের ধারণাটি বেশ সুপরিচিত। চোখের ক্রিমে পেপটাইডের মতো শক্তিশালী উপাদান থাকে। মুখের ক্রিমের মধ্যে এই উপাদানটি সেভাবে থাকে না। কিছু চোখের ক্রিম আছে যা আপনার মুখে ব্যবহারের জন্যও উপযুক্ত।।

IMG_20230322_163648-1679483284026 কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস - Korean Skin Care Steps

তৈলাক্ত ত্বকের স্কিন কেয়ার রুটিন

ময়েশ্চারাইজার: কোরিয়ান স্কিন কেয়ার রুটিন অনুযায়ী শেষ ধাপ হল ময়েশ্চারাইজার লাগানো। আপনার আঙ্গুলে কিছুটা ময়েশ্চারাইজার নিন এবং আপনার মুখের চারপাশে অল্প চাপ দিয়ে লাগিয়ে নিন। আপনি চোয়ালের পেশী থেকে কপাল পর্যন্ত আপনার পুরো মুখ ম্যাসাজ করতে পারেন। মুখের যে জায়গায় চামড়ার টান বেশি সেই এলাকায় ময়েশ্চারাইজার ভাল করে ব্যবহার করুন।

শীট মাস্ক অ্যাপ্লাই
কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে শীট মাস্ক অ্যাসেনশিয়াল একটা পার্ট।

IMG_20230322_163714-1679483283389 কোরিয়ান স্কিন কেয়ার স্টেপস - Korean Skin Care Steps
আরও পড়ুন,

কোরিয়ান মেয়েদের রূপের রহস্য

বেরি, মধু, অ্যালোভেরা, টমেটো, গ্রিন টির শীট মাস্কের ব্যাবহার করেছেন।।। এক কথায় বলতে গেলে শিট মাস্ক হচ্ছে প্যাকেটজাত ফেসিয়াল মাস্ক। আগে থেকে এটা প্রিপেয়ার করা থাকে মানে একটি প্যাকেটে অ্যাসেন্স অথবা সিরামে ভেজানো একটি মাস্ক থাকে। মাস্কটি মুখে লাগিয়ে রেখে ১৫-২০ মিনিট পরে সিরাম স্কিনে শুষে নিলে মাস্কটি তুলে ফেলে দিতে হয়। কিন্তু এরপর মুখ ধোয়ার প্রয়োজন নেই।

এই জিনিসগুলো ফলো করে আপনিও পেয়ে যাবেন কোরিয়ান দের মত স্কিন।।।। Visit Again….. Thank you!!



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *