Spread the love

ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম: Men’s Skin Scrub Cream Name


ত্বক পরিচর্যার জন্য গুরুত্বপূর্ণ ধাপ হল এক্সফোলিয়েশন। ফিজিক্যাল এক্সফোলিয়েশন মুখ থেকে মৃত কোষ তুলে ফেলে, ত্বকের টেক্সচার নরম করে, ত্বক সবচেয়ে ভালোভাবে ফিজিক্যাল এক্সফোলিয়েট করার উপায় হল বিশেষভাবে তৈরি ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করা যা কার্যকরী অথচ ত্বকের ওপরে খুব কর্কশ নয়। বাজারে নানা বিকল্প ভালো স্ক্রাব পাওয়া যায়।ছেলেদের ত্বকের জন্য স্ক্রাব করাটা কতটা জরুরি তা আগে যানা দরকার।তাহলে আসুন দেখে নিন –

IMG_20230321_144751-1679390284951 ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম - Men's Skin Scrub Cream Name

ছেলেদের ত্বকের স্ক্রাব

ছেলেদের ত্বকে কেন স্ক্রাব করা উচিত:-

যেভাবে মেয়েরা ত্বকের যত্ন নেয় ছেলেরা সেই ভাবে ত্বকের যত্ন নেয় না। দৈনন্দিন জীবনে দূষণ এতটা বেড়ে যাচ্ছে যে আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। ছেলেরা যে প্রতিদিন বাইরে বেরায় তা থেকে ত্বকে ধুলবালি,সূর্যের তাপের দ্বারা ত্বকের যে কালো দাগ হয়।আর এই রোদ ও দূষণের জন্য ত্বকের যে ক্ষতি হয় তা ত্বকের যত্ন নিলেই ঠিক হতে পারে।ছেলেরা সবাই ফেসওয়াশ ব্যবহার করে।কিন্তু অনেকেই স্ক্রাব ব্যবহার করে না।স্ক্রাব ত্বকের ভিতর থেকে ময়লা ও তেলতেলে ভাব কাটিয়ে সতেজ করে দেয়।স্ক্রাবের থাকে দানাদার উপাদান যা সহজেই মুখের ত্বকে থাকা মৃত কোষ সরিয়ে ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে।

বাজারের সেরা স্ক্রাব

ছেলেদের সেরা স্ক্রাবগুলি:-

১:Biotique Bio Papaya Revitalizing Tan Removal Scrub –

এই ফ্যাশ স্ক্রাবিং ত্বকের পরিষ্কার,কালো দাগ, ব্ল্যাকহেড এবং ডি-ফ্লেক্স দূর করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে। এবং ভিতর থেকে ত্বককে সুন্দর করে দেয়।।।এটি প্রদাহ কমায় এবং নতুন কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং এর ফলে প্রতিদিন সূর্য থেকে ত্বকের যে ক্ষতি হয় তা কমাতে সাহায্য করে।।

51+3vVowx-L._SL1500_-1679390285609 ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম - Men's Skin Scrub Cream Name

ছেলেদের জন্য ভালো স্ক্রাব কোনটি

২:Beardo DeTan Face Scrub for Men Improved Version (100 g)

এই ফ্যাশ স্ক্রাবিং ত্বকের ট্যানিং, ব্ল্যাকহেডস, মরা চামড়া এবং ময়লা দূর করে একটি ত্বকে সতেজ করে,তেল দূর করে এবং ছিদ্র খুলে দেয় ত্বককে উজ্জ্বল করে এবং পুনরুজ্জীবিত করে।

ক্যাফিন বুস্ট(Caffiene boost)আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ত্বকের তারুণ্যের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ক্যাফেইন রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করে।।

beardo-detan-face-scrub-for-men-improved-version-100-g-coffee-scrub-for-blackhead-tan-dead-cell-removal-natural-glow-rejuvenates-skin-product-images-orvdjx7petf-p595125717-0-202211072046-1679390285274 ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম - Men's Skin Scrub Cream Name

৩:Ustraa Face Scrub -100g – De-Tan Face scrub for men –

এই ফ্যাশ স্ক্রাবিং মরা চামড়া দূর করে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অতিরিক্ত তেল,কালো দাগ দূর করতে সাহায্য করে। সুইস গার্ডেন ক্রেস স্প্রাউট নির্যাস(Swiss garden cress srpout extracts)ত্বকের তরূণবয়সী এবং উজ্জ্বল ত্বকের প্রদান করে।বীটরুট (beetroots)এবং আনারস ত্বকের ph নিয়ন্ত্রণ করে এবং মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে।।।
3_388-1679390286057 ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম - Men's Skin Scrub Cream Name

৪:Mamaearth Tea Tree Face Scrub with Tea Tree and Neem for Skin Purification – 100g

এই ফ্যাশ স্ক্রাবিংটিতে আছে আখরোট (Walnut Beads) যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।চা গাছ আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিসেপটিক এবং পুষ্টিকর বৈশিষ্ট্য যা ত্বকের দাগ কমাতে সাহায্য করে।তুলসীতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকেও ধীর করে দেয়।নিম আছে।

51OrNVjn1gL._SL1200_-1679390285822 ছেলেদের ত্বকের স্ক্রাব ক্রিমের নাম - Men's Skin Scrub Cream Name

ত্বকের যে কোনও সমস্যায় সেরা ফেস স্ক্রাব

Simple Daily Skin Detox Clear Pore Facial Scrub

তেলতেলে ত্বকের রোমছিদ্র অনেক সময়ই ঘাম, তেলময়লা আর মেকআপের অবশেষ দিয়ে বন্ধ হয়ে যায়। সিম্পল ডেইলি স্কিন ডিটক্স ক্লিয়ার পোর ফেসিয়াল স্ক্রাব/ Simple Daily Skin Detox Clear Pore Facial Scrub দিয়ে ত্বক গভীর থেকে পরিষ্কার করে তা দাগমুক্ত রাখা সম্ভব। রোমছিদ্র পরিষ্কার আর ত্বক ব্রণমুক্ত রাখতে এই স্ক্রাবটি সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করুন।।।


Lakmé Sun Expert De Tan Scrub

ল্যাকমে সান এক্সপার্ট ডি ট্যান স্ক্রাব/ Lakmé Sun Expert De Tan Scrub দিয়ে মুক্তি পান রোদে পোড়া ট্যানড ত্বক থেকে। কোমল এই স্ক্রাবটিতে রয়েছে ওটমিলের নির্যাস (রোমছিদ্র খুলে দেয়) এবং কাঠবাদামের খোসার গুঁড়ো (প্রাকৃতিক এক্সফোলিয়েটর)। এই দুটি উপাদান একসঙ্গে ট্যান কমায় আর আপনার ত্বক করে তোলে কোমল এবং উজ্জ্বল।

আরও পড়ুন,

Skin Care For Men – পুরুষদের জন্য ত্বকের যত্ন

যেভাবে স্ক্রাব ব্যবহার করবেন

স্ক্রাব করা খুব সহজ,, প্রথমে মুখে জল দিয়ে নিন। তারপর আঙুলে অল্প পরিমাণ স্ক্রাব ক্রিম নিয়ে পুরো মুখমণ্ডলে আলতো করে ঘষতে থাকুন। ২–৩ মিনিট ঘষার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সপ্তাহে দুই দিন নিয়মিত ব্যবহারে মুখের ত্বকের বয়সের ছাপ, ব্ল্যাব হেড, মৃত কোষ উঠে গিয়ে পুরো মুখে একধরনের স্নিগ্ধতা আসবে। ফিরে আসবে লাবণ্য। চলে যাবে বয়সের ছাপ।


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *