Spread the love

Best 5 Foundation For Indian Skin: ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন


মেকআপের সবচেয়ে জরুরি প্রডাক্ট হল ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া মেকাপ সম্ভব না,, তবু আমরা অনেকেই আমাদের ত্বকের ধরন অনুযায়ী সঠিক শেডটি খুঁজতে গিয়ে ঝামেলায় পড়ি! মেকআপ সরঞ্জাম কেনার সময় আমরা যে সব বড় ভুল করি, তার মধ্যে প্রথমদিকেই থাকবে ফাউন্ডেশনের ভুল শেড বাছাই।আমরা আমাদের ফেস বা মুখমন্ডলের ওপর কোন রকম কম্প্রোমাইস করবো না তার কারণ হলো আমাদের সৌন্দর্য টা বেশ কিছু বেস করে আমাদের মুখমন্ডলের ওপর।


বিভিন্ন Foundation এর Base বিভিন্ন হয়, ‌যেমন- Moistioriser base , Sunscreen, Astrigent বা বেস স্তর হিসাবেও কাজ করে। কোথাও বাইরে বেরোনোর আছে মেকআপ করা সময়ের ব্যাপার বা ঝামেলার ব্যাপার চট করে Foundation টা Aply করে বেরিয়ে যেতে পারবো। তাতে আমাদের সময় ও বাঁচলো তারাতারি হলো আর আমাদের মেকআপ এর লুক ও আমরা পেলাম। এখানে রইলো India-র কিছু Best Foundation এর তালিকা –

মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং ছোপছোপ হয়ে যাওয়া রুখতে ফাউন্ডেশনকে আপনার ত্বকের সঙ্গে মানানসই হতেই হবে। প্রতিটি ত্বকের ধরনের সঙ্গে মানানসই সেরা ফাউন্ডেশনটি আপনাদের জন্য বাছাই করে এনেছি আমরা! দেখুন –


IMG_20230320_152915-1679306364784 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন

কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন

1। Lakmé 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation

ত্বক তেলতেলে হলে তার উপযোগী ফাউন্ডেশন লাগবে। ক্রিম-বেসড ফাউন্ডেশন মাখলে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলা দেখাবে। তাই এই ফাউন্ডেশনে তেল আর সিলিকোন নেই, ফলে তেলতেলে ত্বকে দারুণ কাজ করে! ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন/ Lakmé 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation তেলতেলে ত্বকের জন্য অন্যতম সেরা ফাউন্ডেশন। এর লং-ওয়্যার ফর্মুলায় রয়েছে ইন-বিল্ট প্রাইমার। এই ফাউন্ডেশনটি নিখুঁত ফিনিশ দেয় যা সারাদিন অটুট থাকে!


IMG_20230320_153106-1679306475265 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন

শুষ্ক ত্বকের জন্য ফাউন্ডেশন

2। Lakmé 9 to 5 Weightless Mousse Foundation

আপনার যদি স্বাভাবিক ত্বক হয়, তা হলে পছন্দমতো যে কোনও ফাউন্ডেশন লাগাতে পারেন। হাই কভারেজ ফাউন্ডেশন পরতে স্বছন্দ না হলে বেছে নিন মুজ ফর্মুলা। এটি হালকা এবং ত্বকের পক্ষেও আরামদায়ক। ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস মুজ ফাউন্ডেশন/ Lakmé 9 to 5 Weightless Mousse Foundation হালকা হওয়ায় ত্বকের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায় এবং একটি সুন্দর ম্যাট ফিনিশ এনে দেয় যা সারাদিন ঠিক থাকে।


IMG_20230320_153218-1679306547327 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন

ফর্সা ত্বকের জন্য ফাউন্ডেশন

3। Maybelline New York Matte+Poreless Liquid Foundation


এই Foundation-টি ইউনিক ও অনন্য শেডে আছে,,এটি এখন ৪ টি টিউবে ভিন্ন রকমের পাওয়া যায়। এটি বিশেষভাবে Indian skin-এর জন্য তৈরি করা হয়েছে। এর Fit me Foundation স্বাভাবিক তৈলাক্ত ত্বকের জন্য এবং প্রাকৃতিক চেহারার mat finishing দেয় ও তার সাথে মুখের pores fill করে।


IMG_20230320_153332-1679306621159 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন

গরমের বেস্ট ফাউন্ডেশন

4। Lakme Perfecting Liquid Foundation


আপনার মুখের মেকআপের অবিচ্ছেদ্য অঙ্গ, এই তরল ভিত্তিক ভিত্তি দাগ, সব হাইড করে দেয়,, ভিটামিন ই এবং সিলিকনগুলি ত্বকে সমৃদ্ধ করে। এই ভিত্তিটি একটি ছোট বোতলে পাওয়া যায় যা বহন করা সহজ। Lakme Perfecting Liquid Foundation আপনার ত্বকে সহজেই একটি নরম, ঝলকানি এবং ফীডের মতো পালক তৈরি করতে মিশ্রিত করে। Vitamin E সহ একটি water-resistant, Oil-free formula যা উচ্চতর coverage দেয় এবং আর্দ্রতা দেয়। এটিতে সিলিকন রয়েছে যা সহজ প্রয়োগে সহায়তা করে। ল্যাকমে একটি বিস্তৃত পণ্য পরিসীমা রয়েছে যা বিশেষ করে ভারতীয় ত্বকের বিশেষজ্ঞরা রচনা করেছেন। ব্র্যান্ডটি ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতে প্রিমিয়ার ফ্যাশন ইভেন্ট লাকম্যা ফ্যাশন সপ্তাহের সাথে ভারতে ফ্যাশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।


IMG_20230320_153536-1679306746244 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন


5। Faces Glam On Prime Perfect Foundation


পাঁচটি শেডে এই ফাউনডেশান পাওয়া যায়। এর ক্রিমি টেক্সচার সহজেই ত্বকের সঙ্গে মিশে যায়।


IMG_20230320_153514-1679306746497 Best 5 Foundation For Indian Skin - ভারতীয় ত্বকের জন্য সেরা ৫ টি ফাউন্ডেশন
আরও পড়ুন,


এর মুজ টেক্সচার আপনার ত্বকের ছিদ্রকে অনেক ছোট দেখাবে। ত্বকের সঙ্গে সুন্দর ভাবে মিশে যায়। ডিউ লুক পেতে হলে এটি বেছে নেবেন।ওয়ার্কিং লেডি যারা তারা এটা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। মুজের গুণ আছে বলেই কোনও ব্রাশ বা স্পঞ্জ ছাড়াই এটা ত্বকে সুন্দর করে মিশে যায়। গরমকালে তো এটা লাগবেই যে কোনও সময়েই অনায়াসে ব্যবহার করা যায়। কারণ এর টেক্সচার আপনার ত্বকের সঙ্গে খুব সুন্দর মিলিয়ে যায়।




Tags – Meckup Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *