Spread the love

Best Face Mask For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস মাস্ক


ঝলমলে উজ্জ্বল সুস্থ ত্বক পেতে আমাদের কতকিছু করতে হয়,, আমরা সবাই চাই আমাদের ত্বক সুস্থ, টানটান হোক, স্বাস্থ্যের জেল্লায় ভরা থাক, ত্বকের যত্নের জন্য প্রথমেই যেটা করা দরকার, তা হলে বাজার ভিত্তিক পণ্যগুলিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। রান্নাঘরে মজুত রাখা নানা উপাদান ব্যবহার করে ত্বকের সঠিক যত্ন (Skin Care) নেওয়া সম্ভব। নিস্তেজ ও শুষ্ক ত্বককে (Dry Skin) হাইড্রেট করতে ও উজ্জ্বল রাখতে মালাইয়ের ফেস মাস্কের (Malai Face Mask) চেয়ে ভাল আর কিছু নেই। দুধের সর ত্বককে ময়েশ্চারাইজড করতে ও ত্বকের ছিদ্রগুলিকে পরিস্কার করতে সাহায্য করে। এছাড়া ফাইন লাইনস বা বলিরেখা দূর করতেও মালাই ফেস মাস্কের জুড়ি নেই। এবার দেখে নিন কিভাবে ব্যবহার করবেন –

IMG_20230310_120814-1678430328318 Best Face Mask For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস মাস্ক

Best Face Mask For Glowing Skin in india

১/ এক চা চামচ মালাইয়ের সঙ্গে আধ চা চামচ চন্দন মিশিয়ে নিন, ও ২ চামচ লেবুর রস। তাতে এক চিমটি হলুদ এবং জাফরান যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কার্যকরী পেস্ট বানা। সেটি মুখে সমানভাবে প্রয়োগ করুন। ২০ মিনিটের জন্য অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন।

এই প্যাকটিতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছ। শুধু তাই নয়, এটি ব্রণ কমাতে পারে এবং দাগ দূর করতে,ত্বককে নরম করতে সাহায্য করে। সপ্তাহে একবার এটি ব্যবহার করলেই উপকার পাবেন।

Best Face Mask For Glowing Skin at home

২/ একটি পরিষ্কার গ্রিন্ডারে ৫/৬ টা আমন্ড গুঁড়ো করে নিন। দুধ থেকে এক চা চামচ মালাই যোগ করুন তার সঙ্গে ৫ চামোচ এলোভারা জেল এবার এগুলি একসঙ্গে মিশিয়ে একটি ফেস মাস্ক তৈরি করুন। প্রথমে ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পরে এটি আপনার মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। অল্প শুকিয়ে গেলে কিছু জল স্প্রে করে বৃত্তাকার গতি ব্যবহার করে মাস্কটি ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া ত্বকে অকাল বার্ধক্যের ছাপ রোধ করতে পারে। ত্বকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট-সহ অনেক পুষ্টি সরবরাহ করে এই ফেস মাস্ক। নিস্তেজ এবং প্রাণহীন ত্বকের রাতারাতি ভোল বদলাতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

Best Face Mask For Glowing Skin oily skin

৩/ বেসনের ফেস মাস্ক

মুখে বেসন লাগানোর উপকারিতাই আলাদা! বেসন ত্বক পরিষ্কার করে, ত্বকের টেক্সচার ভালো করে আর সেই সঙ্গে একটা স্বাভাবিক দীপ্তি এনে দেয়। বেসনের গুণ ত্বক টানটান রাখে, ত্বক এক্সফোলিয়েট করে এবং তেলময়লা পরিষ্কার করে দেয়।

মুখের হারানো জেল্লা ফিরিয়ে আনার ফেস মাস্ক

দু’ টেবিলচামচ বেসনের সঙ্গে পাঁচ ফোঁটা লেবুর রস, আধ চাচামচ হলুদগুঁড়ো, আর 2-3 টেবিলচামচ দুধ মেশান। প্রয়োজনে জল মেশাতে পারেন।

সব উপাদান মেশানোর পর মুখে লাগিয়ে নিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন ।।

Best Face Mask For Glowing Skin dry skin

আর আপনারা যদি বাজারের ফেস মাস্ক ব্যবহার করতে চান তাহলে এগুলি ব্যাবহার করতে পারেন –


1। ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক-

তরতাজা, স্বচ্ছ, দীপ্তিময় ত্বক দেয়,, ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক/ Lakmé 9 To 5 Moist Matte Clay Face Mask গ্রিন টি, গ্লিসারিন, কেওলিন আর বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি এই ফেস মাস্কটি আপনার ত্বকে এনে দেয় ম্যাট ফিনিশ, আর সেই সঙ্গে নিষ্প্রভভাব কাটিয়ে তুলে রোমছিদ্র টানটান করে আর ত্বকও আর্দ্র রাখে।

গরমে ত্বকের যত্নে সেরা ফেস মাস্ক

IMG_20230310_120750-1678430328568 Best Face Mask For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফেস মাস্ক
আরও পড়ুন,

তেলতেলে বিবর্ণ ত্বক উজ্জ্বল করে তুলতে ব্যবহার করুন এ সব ঘরোয়া ফেস মাস্ক

2। পন্ড’স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক-

পন্ড’স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক,,অ্যাক্টিভেটেড চারকোল আর ম্যানিকোয়াগান ক্লে যুক্ত পন্ড’স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক Pond’s Pure Detox Mineral Clay Activated Charcoal Oil Free Glow Face Mask আপনার ত্বকের একমাত্র প্রয়োজন। এই মাস্কটি ত্বক ডিটক্সিফাই করে, তেলময়লা তুলে দেয়, রাখে ত্বক উজ্জ্বল।।


Tags – Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *