Spread the love

হোলির রং দুর করার উপায় – How To Remove Holi’s Colour

IMG_20220330_161215-1648636977750 হোলির রং দুর করার উপায় - How To Remove Holi's Colour

হোলির রং ফেসের থেকে উঠছে না ??চিন্তা নেই এই ঘরোয়া উপাদান গুলি দিয়ে ত্বক পরিষ্কার রাখুন!!

বসন্তের ঋতুতে সবাই আমরা রঙে রঙিন হয়ে যাই।।তখন আমাদের খেয়াল থাকেনা আমাদের ত্বক ও চুলের কি হাল হতে পারে। বছরে একবারই তো রঙিন হওয়ার সুযোগ টা আসে তাই সবারই মন চায় নানা রকম রং দিয়ে রঙিন হতে,, কি ঠিক বললাম তো?? তবে রং খেলে ফেসের থেকে রং ওঠে না এটি সবচেয়ে বড় এটি বিরক্ত কর বিসয়। এতে ত্বকের নানান সমস্যা দেখা দেয়!! পিম্পল হওয়া থেকে শুরু করে মুখের দাগ হয়ে যায়,, তাই ঘরোয়া উপাদান গুলি দিয়ে রং উঠিয়ে ফেলুন ।।

**রং তুলতে কি কি করবেন**

**অ্যালোভেরার পাতা কেটে ভিতরের জেলির মতো উপাদানটুকু বের করে নিয়ে তারপর মেখে নিতে হবে সারা গায়ে। এটি দোলের রঙ তোলার সবচেয়ে ভালো উপায়। বাজারের রঙের রাসায়নিকের প্রভাব দূর হয়ে গিয়ে ত্বকও ভাল থাকবে৷

**মুখে মাখতে পারেন পাকা পেঁপে।ত্বকের যত্ন নিতে এই প্রাকৃতিক উপাদান টির জুড়ি নেই। 10 থেকে 15 মিনিট পাকা পেঁপে নিয়ে মুখে ভালো করে ঘষুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

**লেবু ও বেসন ব্যবহার করে গায়ের হোলির রং পরিষ্কার করা যায়। মুখ থেকে হোলির রং দূর করতে বেসন ও দুধে লেবু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে, মুখে লাগান।

** কমলালেবুর খোসার সঙ্গে দুধ, মসুর ডাল ও বাদাম পেস্ট তৈরি করুন। এটি ত্বকে লাগানোর পর ধুয়ে ফেলুন। আপনার ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে।

**বাদামের তেল দিয়ে হোলির রং তুলতে পারেন। এই তেল ত্বকে লাগিয়ে হোলির রং পরিষ্কার করা যায়।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *