Spread the love

গরমে ত্বকে অ্যালোভেরা জেল মাখার উপকারিতা – Benefits Of Applying Aloe Vera Gel On The Skin In Summer



Aloe Vera Gel For Skin: ত্বকের যত্ন নিতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন চোখ বন্ধ করুণ,, এবং রেজাল্ট পান হাতে নাতেই।। বছরের প্রত্যেকটা দিনই নিজের জন্যে সামান্য হলেও সময় বের করতেই হবে। আর সেই সময়ে নিজের ত্বকের ভালো করে যত্ন নিতে হবে। অল্প খরচেই আপনি মুখের যত্ন নিতে পারেন। অ্যালোভেরা ব্যবহার করুন। অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিন দুই উপাদান আর দেখুন ম্যাজিক!ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আছে তার একটি সাধারণ উপাদান হল অ্যালোভেরা। অ্যালোভেরাতে অনেক ধরণের ঔষধি উপাদান আছে বিধায় সৌন্দর্য জগতে অ্যালোভেরার ব্যবহারও অনেক বেশী। সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী বা অ্যালোভেরার সহজ কিছু ব্যবহার নিয়ে আজ আলোচনা করবো –


IMG_20230301_222712-1677689844274 গরমে ত্বকে অ্যালোভেরা জেল মাখার উপকারিতা - Benefits Of Applying Aloe Vera Gel On The Skin In Summer

অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয়

অ্যালোভেরা জেলে আছে নানা উপকারী উপাদান। যেমন এর মধ্য়ে আছে ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগনিন, অ্যামিনো অ্যাসিড। ভিটামিন এ, সি এবং ই আছে এই অ্যালোভেরা জেলে। যা অ্যান্টি অক্সিড্যান্টসের ভূমিকা পালন করে। এছাড়াও এতে আছে ভিটামিন বি ১২ , ফলিক অ্যাসিড এবং কোলাইন। তাহলে বুঝতেই পারছেন, ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার করলে আপনার সৌন্দর্য উপচে পড়বেই।


এখন যা রোদের দাপট, তাতে ত্বকে সানবার্ন হওয়ার কোনও অবাক করার বিষয় নয়। আপনার ত্বকে যদি সানবার্ন হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।

সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী ব্যবহার…..
(১) শুষ্ক ত্বকের যত্নে অ্যালোভেরা অ্যাপ্লাই করুণ,, কারণ এটি ত্বককে সজীব করে ,,ছুরি দিয়ে অ্যালোভেরার ভিতরের জেল বের করে মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।
(২) বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ, বি, সি ও এ উপাদান ত্বকের পুষ্টি যোগায়। রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়।

IMG_20230301_222701-1677689844570 গরমে ত্বকে অ্যালোভেরা জেল মাখার উপকারিতা - Benefits Of Applying Aloe Vera Gel On The Skin In Summer

ত্বকের যত্নে অ্যালোভেরা

(৩) অ্যালোভেরা দিয়ে ত্বকের মৃত কোষ দূর করার মাস্ক তৈরি করার জন্য আপনার লাগবে ১ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল যা ব্লেন্ড করে নিন।


এরপর এক চা চামচ ওটমিলের গুড়া আর ১/২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্কটি মুখে আর গলায় লাগিয়ে ২০ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।


(৪) অ্যালোভেরার প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান একনে সারাতে আর নুতন কোষ জন্মাতে কার্যকর। অ্যালোভেরার জেল আইস কিউব ট্রেতে করে অ্যালোভেরার আইস কিউব তৈরি করে এই কিউব দিনে দু তিনবার আপনার একনেতে ঘষলে একনের সমস্যা কমে যাবে।


(৫) ঠোঁট এর রঙ উজ্জ্বল রাখতে ঠোঁট নরম আর মসৃণ করতে অ্যালোভেরা ব্যবহার করা যায়। নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগলেই ঠোঁট উজ্জ্বল হবে। দেখবেন ঠোঁট কত উজ্জ্বল, মসৃণ এবং কোমল হয়ে ওঠে।

অ্যালোভেরা জেল মুখে মাখার নিয়ম

(৬)গোলাপ জলে আছে অ্যান্টি অক্সিড্যান্টস যা আপনার ত্বককে ভালো রাখে। ত্বকে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না। এছাড়া আপনার ত্বকে পিএইচ ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। আর ভিটামিন ই আপনার ত্বকের ক্ষত সারিয়ে তোলে। আপনার ত্বকে পরিমাণ মতো পুষ্টি জোগায়। অ্যালোভেরা জেল এবং রোজ ওয়াটার একসঙ্গে আপনার ত্বকে ক্লিনজার হিসেবে কাজ করে।


আরও পড়ুন,

অ্যালোভেরা জেল আপনার মুখকে ময়শ্চারাইজ করে। আপনার চোখের নিচে ডার্ক সার্কল মলিন করে এবং আপনার চোখের ফোলাভাব কমায়।”

ত্বকের যত্নে অ্যালোভেরা প্যাক

(৭)এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, একচামচ ল্যাভেন্ডার অয়েল আর চার ফোঁটা প্রিমোরোজ অয়েল একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন। যদি বেশি করে তৈরি করে রাখেন, তবে মিশ্রণটি একটি কাচের কৌটোয় রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিয়ে মেখে নিন। এর পর হাত দিয়ে হালকা মাসাজ করে নিতে পারেন, এতে ক্রিমের পুষ্টি আপনার ত্বকের গভীরে আরও ভাল ভাবে ঢুকবে।।



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *