Spread the love

Google’s 25 th Birthday : আজ ২৫তম জন্মদিন গুগলের


২৫তম জন্মদিনে গুগল : এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল…. আজ সেই গুগলের ২৫তম জন্মদিন বুধবার (২৭ সেপ্টেম্বর)। জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। আসুন আজ কথা বলি ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে এসব তথ্য।


photogrid.collagemaker.photocollage.squarefit_20239271225357-1695796335650 Google's 25 th Birthday : আজ ২৫তম জন্মদিন গুগলের

Google Celebrates Its 25th Birthday With A Special Doodle

এ বিষয়ে কোম্পানিটি তার ব্লগে লিখেছে, আজকের ডুডল গুগলের ২৫তম বছর উদযাপন করছে। এবং যখন গুগল ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, তখন জন্মদিন পেছনে ফিরে তাকানোর একটি সময় হতে পারে।


বিগত ২৫ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি না, একসঙ্গে। জানেন কি শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামটি এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য। বেশ মজাদার কিনতু তাই না..!!


গুগলের ২৫তম জন্মদিন আজ


একজন প্রকৌশলী বা ছাত্র প্রকৃত নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই বেছে নিয়েছিলেন ল্যারি ও সের্গেই। যখন গুগল প্রতিষ্ঠা করা হয় তখন পেজ ও ব্রিন দুজনই ছিলেন তরুণ। পেজের বয়স ছিল ২২ বছর, ব্রিনের ২১।


গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগলপ্লেক্স নামে। এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত। ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ। এছাড়া, ২০০৬ সালে গুগল পরিবারের সদস্য হয় ইউটিউব।


সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ মিলে গুগল প্রতিষ্ঠা করেছিলেন, যাদের ৯০ দশকের শেষের দিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান প্রোগ্রামে দেখা হয়েছিল।


বিশ্বব্যাপী জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের বর্তমান সিইওর দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুন্দর পিচাই। যাকে আমরা সবাই চিনি…!!


সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, ইত্যাদী….. আর এখন গুগল থেকে লাখো লাখো ইনকাম করছে সকলে…!!! নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল।


আজ গুগলের ২৫তম জন্মদিন, বিশেষ ডুডলে উদযাপন

গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়। ভবিষ্যতে এই গুগল আমাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবে…।।



Tags – Google Birthday

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *