Spread the love

অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার – Moisturizer For Oily Skin


আমাদের স্কিন প্রধানত ৫ ধরনের হয়ে থাকে – ড্রাই, নরমাল, অয়েলি, কম্বিনেশন এবং সেনসিটিভ। আমাদের মধ্যে সবচেয়ে বেশী দেখা যায় সেটি হলো অয়েলি স্কিন। আর তৈলাক্ত ত্বকের নারীদের মধ্যে তাদের স্কিন নিয়ে থাকে অনেক প্রশ্ন। তার মধ্যে প্রধান সবার একটাই প্রশ্ন অয়েলি স্কিনের জন্য কোন ময়েশ্চারাইজার-টি ভালো? এটার উত্তর আজ আমি দেবো……


IMG_20230221_193844-1676988605832 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin

অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার

কিভাবে বুঝবেন আপনার অয়েলি স্কিন?

আচ্ছা, ময়েশ্চারাইজার কোনটা ভালো তা জানার আগে এ নিয়ে একটু সিয়র হোন যে আপনার কি আদৌ ওয়েলি স্কীন,,

১. সকালে ঘুম থেকে উঠেই আপনার মুখের স্কিন ক্লিন না করা অবস্থায় হাত দিয়ে দেখুন। যদি পুরো মুখটা তেলতেলে লাগে, তবে বুঝবেন আপনার স্কিন টাইপ অয়েলি।

২. মুখ ফেইস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ৩-৪ ঘন্টা মুখে কোনো টোনার, ময়েশ্চারাইজার লাগাবেন না। মুখটা খালি রাখবেন। এরপর একটা টিস্যু পেপার নিবেন। এটি দিয়ে মুখে আস্তে আস্তে প্রেস করবেন। যদি দেখেন, মুখের প্রত্যেকটা অংশে প্রেস করলেই কম বেশী অয়েল ব্লটিং পেপার-এ চলে এসেছে, তবে বুঝে নিবেন আপনার স্কিন অয়েলি।

intro-1648044590-1676988838335 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin

অয়েলি স্কিন। কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকে স্যুট করবে

তৈলাক্ত ত্বকে কী ধরনের মায়েশ্চারাইজার ব্যবহার করবেন?
যাদের ত্বক তৈলাক্ত, তাদের মুখে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা হয়, সে ক্ষেত্রে ‘নন কমডোজেনিস’ জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভাল। জেল বেসড্, গ্লিসারিন বা হাইলোরনিক অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।।

আরও পড়ুন,

আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে ক্ষার আছে এমন কোনও প্রসাধনী ব্যবহার করবেন না।। এই জাতীয় রাসায়নিক ব্যবহারের ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ত্বকের আরও নানা সমস্যা দেখা দিবে।। ময়েশ্চারাইজারটি যেন লাইটওয়েট হয়, এতে যেন এসপিএফ (SPF) থাকে এবং সবসময় অয়েল বেইজড, থিক, ক্রিমি ধরনের ময়েশ্চারাইজার অ্যাভয়েড করবেন। জেল বা লাইট লোশন ।।।

তৈলাক্ত ত্বকের সেরা ময়েশ্চারাইজার

IMG_20230221_193942-1676988605288 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin
আরও পড়ুন,
এবার আসি অয়েলি স্কিনের ভালো কিছু ময়েশ্চারাইজার নিয়ে –

আপনাদের ভালো কিছু অয়েলি স্কিনের ময়েশ্চারাইজারের নাম এখন সাজেস্ট করব। এর মধ্যে থেকে দেখে, শুনে, বুঝে নিয়ে আপনি বেছে নিতে পারবেন আপনার জন্য পারফেক্ট ময়শ্চারাইজার-টি…..

১. Simple Kind to Skin Hydrating Light Moisturiser

এই ময়েশ্চারাইজার-টা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। এটা অয়েল কন্ট্রোলের পাশাপাশি স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে। এটি স্কিনে দ্রুত শোষিত হয়, এবং স্কিনকে স্মুদ করে তোলে। স্কীনকে তেল ভাব থেকে দুরে রাখে।। সকাল রাত যে কোনো সময় ব্যবহার করতে পারেন।।

IMG_20230221_193828-1676988606144 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin


২. Neutrogena Visibly Clear Spot Proofing Oil Free Moisturiser

এটিও অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। এটি স্কিনে ম্যাট ফিনিশ দেয় এবং সাথে সাথে স্কিনে হওয়া ব্রেকআউট এবং স্পটের সাথে লড়াই করে। এই ময়েশ্চারাইজার-টি স্কিনকে অয়েল ফ্রি রাখে এবং হাইড্রেট করে।

অয়েলি স্কিন কেয়ার রুটিন

IMG_20230221_193811-1676988606406 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin

Top 3 Moisturiser For Oily Skin

৩. The Body Shop Tea Tree Mattifying Lotion
অয়েলি স্কিনের জন্য এটি বেশ জনপ্রিয়। এই ময়েশ্চারাইজার-টিও তেমনভাবে অয়েলি স্কিনের জন্য ভালো একটি ময়েশ্চারাইজার। এতে আছে অরগ্যানিক টি ট্রি অয়েল। এই ময়েশ্চারাইজার-টি স্কিনকে অয়েল ফ্রি করে একটি ম্যাট ফিনিশ দেয়।

তৈলাক্ত ত্বকের জন্য কোন মস্চারাইজার ভালো

IMG_20230221_193748-1676988605589 অয়েলি স্কিন ত্বকের জন্য ময়েশ্চারাইজার - Moisturizer For Oily Skin
আরও পড়ুন,

Moisturizer for Oily Skin

মনে রাখতে হবে—

তৈলাক্ত ত্বকে একেবারেই ব্যবহার করা যাবে না ক্রিম এবং লোশন। এগুলি খুব ঘন এবং শুধুমাত্র ত্বকের উপরে বসে, শোষিত হয় না। তার ফলে তৈলাক্ততা বাড়ে। রন্ধ্রগুলিও বন্ধ হয়ে যায়।

এমন ময়েশ্চারাইজার বেছে নিতে হবে যা হালকা, তেল-মুক্ত এবং দ্রুত শোষিত হতে পারে।

এসেনসিয়াল অয়েল যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার এড়িয়ে চলতে হবে। বরং অ্যালোভেরা জেল, গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে এমন একটি ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভাল।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *