Spread the love

সিরাম দাওয়ার উপকারীতা – Benefits Of Serum Application


সিরাম তো আমরা সবাই কমবেশি দেই কিন্তু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা অনেকেই জানিনা,, তো শুধু একটা জিনিস মুখে মাখবেন কিন্তু তার উপকারিতা জানবেন না এটা তো আর হয় না।। তাই আমি আছি আপনাদের জানাবো সিরাম দেওয়ার উপকারিতা,, বাজারে অনেক ধরনের ফেস সিরাম পাওয়া যায়। আজকাল মহিলারা অবশ্যই স্কিন কেয়ার রুটিনে ফেস সিরাম (Face Serum) অন্তর্ভুক্ত করেন। দাগহীন এবং উজ্জ্বল ত্বকের জন্য এটি খুবই উপকারী। যদিও বাজারে অনেক ধরনের ফেস সিরাম পাওয়া যায়। কিন্তু আপনার যদি ব্রণ প্রবণ ত্বক (Acne Pore Skin) থাকে তাহলে ঘরে তৈরি ফেস সিরাম ব্যবহার করুন,,



IMG_20230102_201705-1672670865019 সিরাম দাওয়ার উপকারীতা - Benefits Of Serum Application

সিরামের উপকারীতা

বয়সের সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন কমে যায়। ত্বকের বলিরেখা, দাগ-ছোপ কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে ভিটামিন সি সিরাম। স্নান করে ভিটামিন সি সিরাম যদি রোজ মুখে লাগাতে পারেন তাহলে মুখ থাকে খুব ভালো। এখন বাজারে প্রচুর ভিটামিন সি সিরাম পাওয়া যায়। পছন্দসই একটা কিনে নিতেও পারেন। আবার ইচ্ছা হলে বানিয়ে নিতে পারেন বাড়িতেও।


সিরাম কি? সিরাম কেন ব্যবহার করা উচিত?

যদি রাতে সিরাম লাগান তাহলে তার আগে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মুখে টোনার লাগিয়ে তারপর সিরাম লাগান। ৫-৬ মিনিট রেখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বক থাকবে ভালো।

ত্বকে সিরাম ব্যবহারেই নিয়ম

ত্বকে পুষ্টি জোগায়- হাইড্রেশানের অভাবে ত্বক নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। কিন্তু এই সিরাম ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে নিস্তেজ হতে দেয় না।

চোখে-মুখে বার্ধক্যের ছাপ পড়ুক, তা কেউই চায় না। দূষণ, রোদ, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া সময়ের আগেই মুখে বার্ধক্যের ছাপ ফুটিয়ে তোলে। সে ক্ষেত্রে ভিটামিন সি সিরাম ব্যবহার করে ত্বকের আকর্ষণ ও যৌবন ফিরিয়ে আনা যায়।


IMG_20230102_201733-1672670864760 সিরাম দাওয়ার উপকারীতা - Benefits Of Serum Application

সিরাম এর কাজ

সূর্যের অতিবেগুনী রশ্মির ফলে ত্বকে দাগ-ছোপ দেখা দেয়। ত্বক হতে পারে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত। তাই বাড়ির ভিতর ও বাইরে সানস্ক্রিন লাগানোর পরামর্শ দেওয়া হয়। অতিবেগুনী রশ্মি ত্বকে প্রবেশ করলে, তার ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন সি সিরাম। তাই নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।।। ত্বক থাকবে উজ্জ্বল ও সুন্দর।।




Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *