Spread the love

অ্যালোভেরা জেলের সঙ্গে কি মেশালে ত্বক করবে ঝলমলে – If Mixed With Aloe Vera Gel, The Skin Will Glow

IMG_20221229_192646-1672322226361 অ্যালোভেরা জেলের সঙ্গে কি মেশালে ত্বক করবে ঝলমলে - If Mixed With Aloe Vera Gel, The Skin Will Glow

সোনার মতো চকচক করবে মুখ! অ্যালোভেরা জেলের সঙ্গে এই জিনিস লাগান

আমরা সবাই জানি, অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য কতোটা গুরুত্বপুর্ণ।।

আপনার ত্বকে কি দিনের পর দিন বলিরেখা দেখা দিচ্ছিল? তাহলে এবার অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখুন। ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারণ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। এবার দেখে নিন অ্যালোভেরা জেলের সঙ্গে কি মেশালে ত্বক করবে ঝলমলে –

ত্বকের জেল্লা ফিরবে এই উপায়ে

পাতা থেকে অ্যালোভেরা জেল বার করে নিন, এর সঙ্গে শসা নিন,,শশা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে ভালো করে ছাকনি দিয়ে ছেঁকে জল বার করে নিতে হবে, তারপরে এই জেল এর সঙ্গে শসার রস খুব ভালো করে মিশিয়ে তার সাথে দুই একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগিয়ে নিন,, কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।।। এতে আপনার ত্বক করবে ঝলমলে।।

অ্যালোভেরা জেল এর সঙ্গে টক দইকে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটির প্রতিদিন স্নানের আগে ভালো করে লাগিয়ে আধঘন্টা রেখে ধুয়ে ফেলুন।

এলোভেরা জেলের উপকারিতা

অ্যালোভেরা জেল এর সঙ্গে কাঁচা দুধকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগাতে পারেন, এটিও কিন্তু অসাধারণ ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে।

IMG_20221229_192657-1672322225852 অ্যালোভেরা জেলের সঙ্গে কি মেশালে ত্বক করবে ঝলমলে - If Mixed With Aloe Vera Gel, The Skin Will Glow

এলোভেরা মুখে মাখলে কি হয়

অ্যালোভেরা জেল এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলকে খুব ভালো করে, মিশিয়ে এটি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন, শীতের জন্য এটি অসাধারণ একটি নাইট ক্রিম।


ব্রণ থাকলে এভাবে ব্যবহার করুন

অ্যালোভেরা জেল শুধুই ত্বকের জেল্লা ফেরায় না, বরং আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও ঠিক করে দিতে পারে। অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে। টক্সিনমুক্ত রাখে। ব্রণর সমস্যা কম করে।

অ্যালোভেরা জেলে ভিটামিন ই ক্যাপসুল ও মধু মিশিয়ে নিন। সামান্য পরিমাণ গোলাপ জলও মেশাতে পারেন। এবার এই মিশ্রণটি ব্যবহার করুন। দেখবেন দুদিনে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।।।


Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *