Spread the love

শীতকালে ত্বকের যত্নে কমলার খোসা ব্যবহার করুন – Use Orange Peel For Winter Skin Care


কমলালেবুর খাদ্য গুনের কথা আমরা কমবেশি সবাই জানি। এটি সিট্রাস জাতীয় ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন সি ,ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে। তবে ভিটামিন সি থাকার জন্য এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত ভালো। এটি যে কোনো রকমের ত্বকের জন্য ভালো।


IMG_20221228_180713-1672231066050 শীতকালে ত্বকের যত্নে কমলার খোসা ব্যবহার করুন - Use Orange Peel For Winter Skin Care

কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন

কমলালেবুর খোসার ফেসপ্যাক কার্যকরী গুনাগুন

অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল শুস্ক ,রুক্ষ এবং ক্ষতিগ্রস্থ ত্বক কে নরম,সুন্দর ও হেলদি করে তোলে। ত্বকের বয়সের ছাপ প্রতিরোধ করে। ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়।।কেমিক্যাল ছাড়া মুখ পরিষ্কার করতে চাইলে কমলার শুকনো খোসা গুঁড়ো করে সেটি ফেসওয়াশ হিসাবে ব্যবহার করতে পারেন।

১. কমলালেবুর খোসার গুঁড়ো ও চা চামচ চন্দন পাউডার, এক চামচ মিহি করে গুঁড়ো করা ৪ চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ফেসপ্যাকটি আপনার ত্বক কে গভীর ভাবে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।


কমলার খোসা দিয়ে ফেসপ্যাক


২. এক চামচ মধু, কমলালেবুর খোসার গুড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে মুখে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে নিন। এই মিশ্রণটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এবং যত্ন সহকারের সাথে মুখের ময়লাকে দূর করে।


কমলার খোসার উপকারিতা


৩. ব্রণের সমস্যা দূর করতে কমলার রসের সাইট্রিক অ্যাসিডকে কাজে লাগান। আঙুলে করে একটু কমলার রস নিয়ে ব্রণর উপরে ঘষে দিলেই শুকিয়ে যাবে ব্রণ, ত্বক হয়ে উঠবে পরিষ্কার, ঝকঝকে।

৪. এক চা চামচ কমলার খোসার গুঁড়া নিন, তাতে মেশান দুধের সর বা টক দই। এই মিশ্রণটা মুখে ফেস প্যাকের মতো করে মেখে পনেরো মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

ত্বকের যত্নে কমলার খোসা


৫. মুখে খানিকটা কমলার রস মেখে দুই-তিন মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে চেপে চেপে ধুয়ে নিন। ত্বক মুহূর্তেই সতেজ হয়ে উঠবে। ভিটামিন সিতে ভরপুর এই ফলটি আমার শরীরের জন্য বেশ উপকারী।


IMG_20221228_180733-1672231065601 শীতকালে ত্বকের যত্নে কমলার খোসা ব্যবহার করুন - Use Orange Peel For Winter Skin Care

শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন কমলালেবুর খোসা

৬. পরিমাণ মতো কমলা খোসার পাউডার নিয়ে তার সঙ্গে খানিকটা মুলতানি মাটি আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সারা মুখে এই মিশ্রণটা লাগিয়ে আলতো হাতে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে মুখ।

৭. কমলায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে ,,কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন, তারপর জল বা দুধের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন। ভিটামিন সিতে ভরপুর এই ফলটি আমার শরীরের জন্য বেশ উপকারী। কমলার রসে রয়েছে সিট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচ উপাদান হিসেবে কাজ করে।

Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *