Spread the love

ত্বকের কালচেভাব দূর করুণ এই উপায়ে – Get Rid Of Dark Skin In This Way

ত্বকের কালচে ছোপ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত ‘হাইপার পিগমেন্টেইশন’ বা হরমোনের ভারসাম্যহীনতা কারণে অনেকেরই মুখের চারপাশে কালচে ভাব দেখা দেয়।। সবাই চায় নরম কোমল ত্বক যা হবে ফ্রেশ আর উজ্জ্বল ঝলমলে। তাই আসুন মুখের ত্বকের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় তা জেনে নিই-


বাড়িতে বানানো ক্রিম দিয়ে ত্বকের যত্ন করতে পারেন। ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। ত্বকের হারানো জেল্লা ফিরবে। রুক্ষ-শুষ্ক এই শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় এতটাই কম থাকে যে, ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে।



IMG_20221228_181621-1672231590170 ত্বকের কালচেভাব দূর করুণ এই উপায়ে - Get Rid Of Dark Skin In This Way

তৈলাক্ত ত্বকের কালো দাগ দূর করার উপায়

এছাড়াও রোদে ঘুরে ঘুরে মুখে কালি পড়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা তো রয়েইছে। তাই ত্বকের বিশেষ যত্ন(Winter Skin Care) প্রয়োজন।


১/ অলিভ অয়েল দিয়ে তৈরি করুন ক্রিম


আপনার প্রয়োজন ১/২ কাপ ভার্জিন অলিভ অয়েল। ২ টেবিল চামচ নারকেল তেল একটি পাত্রে এই অলিভ অয়েল, কোকোনাট অয়েল এবং বিসওয়্যাক্স ভালো করে মিশিয়ে নিন। সামান্য গরম করুন। যতক্ষণ না পর্যন্ত গলে যায় প্রতিটি উপাদান। এই প্রতিটি উপাদান একসঙ্গে মিশে একটি মিশ্রণ তৈরি করবে। এটি ঠান্ডা করে ক্রিমের মতো ব্যবহার করুন। উপকার পাবেন।


ডার্ক স্পর্ট দূর করার উপায়

২/ ২ টেবিল চামচ গোলাপ জল নিন। ১ টেবিল চামচ নারকেল তেল নিন। ১ টেবিল চামচ আমন্ড অয়েল এবং একই পরিমাণের গ্লিসারিন নিন।


একটি পাত্রে এই প্রতিটি তেল ভালো করে মিশিয়ে নিন। সামান্য গরম করে নিন। প্রতিটি উপকরণ ভালো করে মিশে গেলে নামিয়ে নিন। এবার অল্প গোলাপ জল এবং গ্লিসারিন মেশান। প্রতিটি উপাদান মিশিয়ে একটি ক্রিম তৈরি করুন। ঠান্ডা হলে নিয়মিত ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন।।


৩/ বেসন: ত্বক উজ্জ্বল করতে বেসন খুব ভালো কাজ করে। আধা চা-চামচ হলুদ, দুই চা-চামচ বেসন ও কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে মাখুন। শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।


৪/ আলু: আলুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং যা কালো দাগ দূর করে। আলু কুচি করে এর রস আলাদা করে নিন। মুখের চারপাশে আলুর রস মেখে ২০ মিনিট অপেক্ষা করুন।


৫/ মধু ও লেবু: লেবু ও মধু পিগমেন্টেইশন দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। একটা লেবুর রস নিয়ে তাতে একই পরিমাণ মধু মিশিয়ে নিন। দাগের ওপর মিশ্রণটি মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর তা ধুয়ে ফেলুন।


মুখের চারপাশে কালচেভাব দূর করার উপায়


এছাড়াও


ওটমিল: ওটমিলে আছে আন্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান যা পিগমেন্টেইশন কমাতে সহায়াত করে।


কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে, আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।


ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে।

আপনার ত্বক যদি হয় শুষ্ক তবে রাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার হিসেবে ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল লাগান তবে তৈলাক্ত ত্বকে এটি ব্যবহার করবেন না।


মুখের কালো দাগ, বয়সের ছাপ, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই।


মুখের কালো দাগ দূর করার টিপস্


কোকোয়া বাটার কিন্তু ত্বকের জন্যে খুবই ভালো। রুক্ষ শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই উপাদান বেশ কার্যকরী। একটি পাত্রে ১ টেবিল চামচ কোকোয়া বাটার নিন। ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে দিন।


প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গরম করে নিতে হবে এবার। সব উপকরণ ভালো করে মিশে গেলে নামিয়ে নিন গ্যাস থেকে। এবার ঠান্ডা অবস্থায় একটি পাত্রে ভরে রাখুন। গলায়, মুখে এই ক্রিম নিয়মিত লাগাতে পারেন।।


Tags – Skin Care Skin Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *