Spread the love

25 December কেনো পালন করা হয় ? জানেন কি -Why Is Christmas Celebrated On December 25

IMG_20221222_100606-1671683796836 25 December কেনো পালন করা হয় ? জানেন কি -Why Is Christmas Celebrated On December 25

বড়দিন পালন কেনো করা হয়

বড়দিন বা ক্রিসমাস হলো খ্রিস্টানদের মহা উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।। এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। এই দিনে আলোর রোশনাই, সান্তাক্লজ এর টুপি পরা, ও ক্রিসমাস ট্রি-তে সেজে ওঠে শহরের অলি – গলি,,, কেক কাটা, গান গাওয়া, উপহার আদান-প্রদানের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন এই দিন সকলে। চারিদিক সেজে ওঠে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ ও রংবেরঙের আলোয়।।। প্রতিটি বাড়ি আলোকিত হয়ে যায় নানা রঙের আলোয়।।

মেরি ক্রিসমাস, কেন ২৫ ডিসেম্বর পালিত হয় যীশুর জন্মদিন

এটি একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উৎসব পালন করে। উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় প্রাথনা মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের অঙ্গ।।

২৫ শে ডিসেম্বর বড়দিন কেনো


গ্রিক ভাষায় এক্স কথাটির অর্থ হল Christ। তাই খ্রিস্টের সংক্ষিপ্ত শব্দ হিসেবে এই ‘X-Mas‘ কথাটি বলা হয়, আবার এই দিনটিকে বড়দিন বলার ভৌগলিক কারণ ও রয়েছে। অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে থাকে, তাই ‘বড়দিন’, এমন ব্যাখ্যাও পাওয়া যায় ,,।।।

IMG_20221222_100625-1671683796428 25 December কেনো পালন করা হয় ? জানেন কি -Why Is Christmas Celebrated On December 25

২৫ ডিসেম্বর কেন ক্রিসমাস উদযাপন করা হয়


যদিও ২৫ ডিসেম্বরকে বড়দিন পালন করার প্রথা শুরু করেছে রোমানরা। অরেলিয়ান নামের এক রোমান রাজা ২৫ ডিসেম্বর এই দিনে মহাসমারোহে খাওয়া-দাওয়ার আয়োজনও শুরু করেছিলেন বলে জানা যায়।।

25 শে December কেনো ক্রিসমাস

অনেক খ্রিষ্টানই মনে করেন, যিশুর জন্ম আদি বাইবেলের ত্রাণকর্তা-সংক্রান্ত ভবিষ্যদবাণীগুলিকে পূর্ণতা দেয়। কোনো কোনো চার্চে এই ৬ জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব সমাপ্ত হয়। খ্রিষ্টানরা নানাভাবে বড়দিন উদ্‌যাপন করে থাকে। এগুলির মধ্যে বর্তমানে গির্জার উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অন্যতম জনপ্রিয় প্রথা বলে বিবেচিত হয়।

Tags – Merry Christmas 2022

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *