Spread the love

উপচে পড়বে মুখের জেল্লা ঘরের তৈরী ক্রিম ব্যবহার করে – Use Home-Made Creams On The Face

মুখের জেল্লার জন্য আমরা কতো কিছুই না ট্রাই করে থাকি,, কিন্তু বাড়িতে বানানো ক্রিম দিয়ে ত্বকের যত্ন করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। ত্বকের হারানো জেল্লা ফিরবে।


রুক্ষ-শুষ্ক এই শীতে ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় এতটাই কম থাকে যে, ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। স্বাভাবিকভাবেই ত্বকও রুক্ষ-শুষ্ক হয়।


IMG_20221215_201032-1671115247879 উপচে পড়বে মুখের জেল্লা ঘরের তৈরী ক্রিম ব্যবহার করে - Use Home-Made Creams On The Face

৭ দিনেই উপচে পড়বে মুখের জেল্লা এই ক্রিম ব্যবহার করুন

এছাড়াও রোদে ঘুরে ঘুরে মুখে কালি পড়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা তো রয়েইছে। তাই ত্বকের বিশেষ যত্ন(Winter Skin Care) প্রয়োজন। বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ক্রিম। যা প্রতিদিন লাগালেই হারানো জেল্লা ফিরবে। ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে….

অলিভ অয়েল দিয়ে তৈরি করুন ক্রিম

এর জন্য আপনার প্রয়োজন ১/২ কাপ অলিভ অয়েল। ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ বিসওয়্যাক্স।


একটি পাত্রে এই অলিভ অয়েল, কোকোনাট অয়েল এবং বিসওয়্যাক্স ভালো করে মিশিয়ে নিন। চাইলে এক চামচ অ্যালোভেরা দিতে পারেন,, এরপর সামান্য গরম করুন। যতক্ষণ না পর্যন্ত গলে যায় প্রতিটি উপাদান। এই প্রতিটি উপাদান একসঙ্গে মিশে একটি মিশ্রণ তৈরি করবে। এটি ঠান্ডা করে ক্রিমের মতো ব্যবহার করুন। উপকার পাবেন।


উজ্জ্বল জেল্লাদার ত্বক চান, এই ক্রিম ব্যবহার করুন

অ্যালোভেরা ক্রিম


অ্যালোভেরা আপনার ত্বকের দাগছোপ সারিয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি দাগছোপ কমাতেও সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং এবং ময়শ্চারাইজিং এফেক্ট। ল্যাভেন্ডার অয়েলও ত্বকের জন্য খুবই ভালো।


একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। ২ চামচ গোলাপ জল নিন। ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল নিন। এই প্রতিটি উপাদানই ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। আপনার ক্রিম তৈরি।।।।


জেল্লাদার ত্বকের রহস্য

রাতে শুতে যাওয়ার আগেই এই ক্রিম মাখলে বেশি ভালো হয়। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করে নিন। তারপর মুখে টোনার লাগিয়ে নিন। এরপর এই ক্রিম লাগিয়ে নিন মুখে। সামান্য মাসাজ করে নিন। নিয়মিত লাগালেই ফল পাবেন।।


ভিটামিন ই ও গোলাপ জল


ভিটামিন ই সরাসরি ত্বকে না লাগানোই ভালো। প্রয়োজনে সামান্য পরিমাণে গোলাপ জল নিন। ২ চামচ গোলপ জল নিন। একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে এক্সট্র্যাক্ট বের করে নিন। এই দুই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।



IMG_20221215_201011-1671115248197 উপচে পড়বে মুখের জেল্লা ঘরের তৈরী ক্রিম ব্যবহার করে - Use Home-Made Creams On The Face

রাতে শুতে যাওয়ার আগে ত্বকের যত্ন নিন এই ভাবে, উপচে পড়বে মুখের জেল্লা


টি ট্রি অয়েল ও ভিটামিন নি


টি ট্রি অয়েল আপনার ত্বকের জন্য খুবই ভালো। এর মধ্য়ে এমন কিছু উপকারী উপাদান রয়েছে, যা আপনার ত্বকের অ্যাকনের সমস্যা সমাধান করে। সহজেই অ্যাকনে হতে দেয় না।


একটি পাত্রে সামান্য পরিমাণে গোলাপ জল নিন। তার মধ্য়ে দুই – তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে দিন। এবং তার মধ্য়ে ভিটামিন ই ক্যাপসুল এক্সট্র্যাক্ট মেশান। সেটি মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কাঁচা দুধ ও হলুদ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতেও এটা দারুণ কার্যকরী। মুখের কালো দাগ-ছোপ নিরাময়ে কাঁচা দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। কাঁচা দুধে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটা মুখে লাগাতে হবে। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই উপকার পাওয়া যাবে।।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *