ত্বকের যত্নে এই ৪ টি উপাদান ব্যবহার করুন – Use These 4 Ingredients For Skin Care
শীত এসে গেছে আর সেই সঙ্গে হাজির শুষ্ক রুক্ষ আবহাওয়া, মাথা ভর্তি খুসকি আর ত্বকের নানান সমস্যা।।।এ সব থেকে বাঁচতে দরকার বাতাসের আর্দ্রতা থেকে ত্বক শুকনো আর সুরক্ষিত রাখা, আর সেটির জন্য আপনাকে কি করতে হবে দেখে নিন –
ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান
গোলাপজল
গোলাপজল প্রতিদিন রাতে মুখে মেখে ঘুমালে ত্বক উজ্জ্বলতা পায়। ত্বকের কাল দাগ দূর হয়। চোখের নিচের কাল দাগ দূর হয়।
গোলাপজল অনেক ভাল মেকআপ রিমুভাল হিসেবেও কাজ করে। আবার মেকআপের সেটিং স্প্রে হিসেবে ব্যাবহারে অনেক ভাল ফল পাওয়া যায়। গোলাপজল মুখের ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।, সারা বছর ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারবেন আপনি! বর্ষায় ত্বক তেলতেলে হয়ে যাওয়ার প্রবণতা থাকে, আর গোলাপজল দিয়েই সেই বাড়তি তেলকে দূর করা সম্ভব! তুলোয় করে গোলাপজল নিয়ে দিনে দু’ তিনবার করে মুখটা মুছে নিন, কাছে ঘেঁষতে পারবে না বাড়তি তেলাভাব!
ত্বকের যত্নের টিপস
নিমপাতা
নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক (ফাঙ্গাস) বিরোধী। তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মাখবেন..
ত্বক উজ্জ্বল করার টিপস্
নিমপাতা শুকিয়ে গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন। তাতে সামান্য জল মেশালেই একটা পেস্ট তৈরি হবে। পরিবর্তে কাঁচা নিমপাতা জল দিয়ে মিহি করে বেটে নিতেও পারেন। ব্রণ, পায়ের সংক্রমণ, চুল ওঠার সমস্যা, সব কিছু কমিয়ে ফেলতে পারবেন এই নিমপাতার পেস্ট দিয়ে!
অলিভ অয়েল
ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে জুড়ি নেই অলিভ অয়েলের। ত্বক কোমল, মখমলের মতো মোলায়েম আর ব্রণমুক্ত ঝকঝকে রাখতে গোটা বর্ষাকাল অলিভ অয়েল মাখুন।ত্বক আর্দ্র রাখতে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল – অলিভ অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা ত্বকে জলের অভাব দূর করে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করে। ত্বক আর্দ্র ও ভালো রাখতে অলিভ অয়েল লাগানো যেতে পারে।
কীভাবে ত্বককে রাতারাতি উজ্জ্বল করবেন
ত্বকের জেল্লা ফেরানোর উপায়
মেক-আপ রিমুভার হিসেবে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল – অনেক সময় মেক-আপ তুলতে গিয়ে নানা ধরনের মেক-আপ রিমুভার ব্যবহার করা হয়।
নারকেল তেল
প্রাকৃতিক ময়শ্চারাইজ়ার হিসেবে নারকেল তেল খুবই কাজের। পরিবেশের যাবতীয় ক্ষতি রুখে দিয়ে নারকেল তেল ত্বক সুরক্ষিত ও কোমল রাখে।নারকেল তেল ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার (Moisture) হিসেবে কাজ করে, এটি ত্বকের মরা চামড়া দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। ঠোঁট ফাটা রোধ করতে নিয়মিত ঠোঁটে লাগাতে পারেন।
ত্বকের যত্নের উপাদান
চুল ঘন, লম্বা ও ঝলমলে করতে নারকেল তেল খুবই সহায়ক। মাত্র পাঁচ মিনিট নারকেল তেল দিয়ে মাথায় ম্যাসাজ করলে শুধু রক্ত সঞ্চালনই বাড়ে না, হারানো পুষ্টিও পূরণ হয়, নিয়মিত নারকেল তেল দিয়ে মালিশ করলে চুলে খুশকিও হয় না।