Spread the love

শীতেও মুখের গ্ল্যামারেস বজায় থাকবে! রইলো টিপস্ – The Glamor Of The Face Will Remain In The Winter


ত্বকের যত্নে আমরা প্রথমেই বুঝি নিজের মুখের গ্ল্যামারেস কিভাবে ধরে রাখবো।।। ত্বকে দাগ আছে, ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে গেছে বা ট্যানিং দূর করতে কি করবেন সেটি আজকে জানাবো আপনাদের…..


IMG_20221128_154136-1669630308725 শীতেও মুখের গ্ল্যামারেস বজায় থাকবে! রইলো টিপস্ - The Glamor Of The Face Will Remain In The Winter

মুখের গ্ল্যামারেস কিভাবে ধরে রাখবেন

ত্বকের যত্নে সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন রাত্রে ঘুমাতে যাবার আগে ত্বক ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর ভালো টোনার ব্যবহার করতে হবে। কারণ টোনার আমাদের ত্বকের PH লেবেলের মাত্রা বজায় রাখতে সহায়তা করে।



তারপর সবচেয়ে জরুরি যে কাজ সেটি হলো ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে কোনোভাবেই ত্বক শুষ্ক অনুভব না করে।।


সপ্তাহে দুদিন অন্তত ভালো ফেসস্ক্রাব এবং ফেস মাস্ক ব্যবহার করা উচিত।ফেসস্ক্রাব আমাদের ত্বকের সমস্ত মৃত চামড়া দূর করে ত্বক মোলায়েম করতে সহায়তা করে।

এই টিপস্ ফলো করুন মুখের গ্ল্যামারেস ফেটে পড়বে

শুষ্ক ত্বকের জন্য

একটি কলা নিন এবং এতে ২ চামচ বেসন মিশিয়ে নিন। ভালো করে মেলানোর পর এতে দুধ মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকে আর্দ্রতা দেয় এবং কোলাজেন বৃদ্ধিতেও কার্যকর।




তৈলাক্ত ত্বকের জন্য

বেসন দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক মুখের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে ভালো প্রভাব দেখায়। এটি তৈরি করতে, একটি পাত্রে ২ চামচ মুলতানি মাটি এবং এক চামচ বেসন নিন। গোলাপ জল মিশিয়ে ঘনত্ব কমিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখার পর ধুয়ে ফেলুন এবং মুখে ময়েশ্চারাইজার লাগান।

শীতেও ধরে রাখুন গ্ল্যামার, রইলো কিছু টিপস্


ব্ল্যাকহেডসের জন্য

বেশিরভাগ লোকের নাকের কাছে এবং চিবুকের উপর কালো দাগ হয়। এই ব্ল্যাকহেডগুলিতে ময়লা জমে যা সহজে বের হয় না। বেসন এবং পেঁপে দিয়ে তৈরি এই ফেসপ্যাক ব্ল্যাকহেডস কমাতে পারেন।।।একটি পাত্রে এক চামচ বেসন এবং ৫ থেকে ৬ টুকরো পেঁপে নিয়ে একটি ব্লেন্ডারে পিষে নিন। এই পেস্টটি মুখে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। আপনি মুখের উপর একটি ভাল প্রভাব দেখতে পাবেন।।



ত্বকের যত্নে অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী। চুলের সাথে সাথে অ্যালোভেরা জেল ত্বকের যত্ন করতে অত্যন্ত সাহায্য করে। একটি অ্যালোভেরা গাছের পাতাকে সাইট থেকে কেটে নিন। তারপর অ্যালোভেরার পাতার উপরের জায়গাটা কেটে জেলটা বের করে নিন একটি পাত্রে। সেই অ্যালোভেরা জেলের মধ্যে মেশানো এক চামচ গোলাপ জল,এক চামচ পাতিলেবুর রস, তারপর সব জিনিসকে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। তারপর এটি মুখে ৫/১০ মিনিট লাগিয়ে রাখুন,পাতিলেবু অ্যালোভেরা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে ।।

নিজের গ্ল্যামার ধরে রাখতে যা করবেন


মধু এবং ডালিম

ডালিমের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারে। এটি তৈরি করাও খুব সহজ। এক বাটি ডালিমের বীজ পিষে পেস্ট তৈরি করুন। এই পেস্টে এক চামচ মধু যোগ করুন। ভালভাবে মেশানোর পর এই ফেসপ্যাকটি অন্তত ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন, তাতে ত্বক উজ্জ্বল হবে।


IMG_20221128_154117-1669630309014 শীতেও মুখের গ্ল্যামারেস বজায় থাকবে! রইলো টিপস্ - The Glamor Of The Face Will Remain In The Winter


ত্বকে পুষ্টি: ময়েশ্চারাইজার লাগানো বন্ধ করা যাবে না। হাইলুরোনিক অ্যাসিডযুক্ত হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাতে হবে। এটা ত্বকে আর্দ্রতা ধরে রাখে। ত্বককে তরতাজা করে।


এছাড়াও, মুখকে হাইড্রেট এবং সতেজ করতে গোলাপ জলের স্প্রে ব্যবহার করা যায়। এছাড়াও ভিতর থেকে নিজেকে পুষ্ট করার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে।
Tags:
Skin Care Tips, Winter Skin Care Tips 2022

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *