Spread the love

শীতের জেল্লা ধরে রাখতে যে সতর্কগুলি মেনে চলবেন – Precautions To Be Followed To Keep Winter In Check

শীতকাল এলেই তো আমাদের ত্বকের জেল্লা হারিয়ে যায়,, আমরা কতো কিছুই না করে থাকি নিজেদের জেল্লা বজায় রাখার জন্য।। কিন্তু কিছু সঠীক মাধ্যমে যত্ন নিলে অবশ্যই শীতকালে আপনার ত্বক ও জেল্লাময় থাকবে।।।


IMG_20221128_154646-1669630619008 শীতের জেল্লা ধরে রাখতে যে সতর্কগুলি মেনে চলবেন - Precautions To Be Followed To Keep Winter In Check

ত্বকের জেল্লা ধরে রাখতে রোজ কোন নিয়মগুলি মেনে চলবেন


দেখে নিন কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন –

ফেসিয়াল করার পরেই অন্ততপক্ষে ঘণ্টা খানেক ঘুমের দরকার হয়। যেমন শারীরচর্চার পরে বিশ্রাম জরুরি, ঠিক তেমনইটাই।


আবার শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। ফেসিয়ালের পরও জল খাওয়া জরুরি।

রাস্তাঘাটে বেরোলে বারবার নিজের মুখে হাত দেবেন না।


শীতকালে ত্বকের জেল্লা ধরে রাখতে যা করবেন


ফেসিয়াল করার পর ১২ ঘণ্টা মুখে জল না লাগানোই ভালো। বিশেষত কোনও সাবান দিয়ে একেবারেই মুখ ধোবেন না।

ফেসিয়ালের পর একেবারেই রোদ লাগাবেন না, অন্ততপক্ষে ২৪ ঘণ্টা তো একেবারেই নয়। কেননা এই সময়ে ত্বক অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। এর ফলে ত্বক খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায় সহজে।


শীতের শুষ্ক আমাজে ত্বককে ঝলমলে রাখার উপায়


অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরা জেল সপ্তাহান্তে লাগাতে পারেন। বার করে সারা মুখে লাগিয়ে নিন। এক ঘণ্টা পরে মুখে জল দিন। ত্বকের ধরন যেমনই হোক, এটি সুফল দেয়।



IMG_20221128_154617-1669630618749 শীতের জেল্লা ধরে রাখতে যে সতর্কগুলি মেনে চলবেন - Precautions To Be Followed To Keep Winter In Check

শীতে ত্বকের জেল্লা বাড়ানোর উপায়

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে

স্ট্রবেরির রসের সঙ্গে পাতিলেবুর রস ও গুঁড়ো চিনি দিয়ে দিন। শুষ্ক ত্বকে এই প্যাক খুব ভালো কাজ দেয়। প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ঘষে তুলে দিন।


নিশ্চই খেয়াল করেছেন বাড়ির বড়রা রূপটানে ব্যবহার করতেন মুসুর ডাল। এই ডাল বেটে মুখে লাগালে ত্বকের মৃতকোষ দূর হয়ে ত্বক হয়ে ওঠে উজ্জলময়।।।

রোদে মুখচোখ পুড়ে কালো হয়ে গেলে কাজে লাগাতে পারেন মুসুর ডাল।এর জন্য ৩ টেবিলচামচ মুসুর ডাল বাটা, ৩ টেবিলচামচ টক দই আর সমপরিমাণের বেসন একসঙ্গে মিশিয়ে নিন এই মিশ্রণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।মুখে লাগিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না শুকোয়।তারপর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এটি শুষ্কতা দূর করতে সাহায্য করে।।।।


Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *