Spread the love

শীতের সময় ত্বকের যত্ন নিন , দুর্দান্ত ফেসমাস্ক দিয়ে – Take Care Of Your Skin During Winter, With A Great Face Mask


শীতে আমাদের ত্বকে ক্ষতি হয় বেশি। তাই আমাদের নিতে হবে বিশেষ যত্ন,, ধুলো-ময়লা আমাদের ত্বকের উপর বেশি প্রভাব ফেলে। শীতে ত্বকের সমস্যা বেশি দেখা যায়। কারণ এই সময় এমনিতেই বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকে।মুখ ধোওয়ার পরে ময়েশ্চারাইজ়ার না লাগিয়ে এক মিনিটও থাকা যাচ্ছে না, হাত-পায়ের চামড়া খসখসে। এ সময় ত্বকের দরকার বাড়তি একটু যত্নআত্তি। তা ছাড়া আর ক’দিন পরেই শুরু হয়ে যাবে একের পর এক বিয়েবাড়ি আর পার্টির মরশুম। তবে শীতকালে, ঘুমোতে যাওয়ার আগে সপ্তাহে দু’-তিন দিন কিছু বিশেষ মাস্ক বা ফেস প্যাক ব্যবহার করলেই দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন।



IMG_20221119_151540-1668851198790 শীতের সময় ত্বকের যত্ন নিন , দুর্দান্ত ফেসমাস্ক দিয়ে - Take Care Of Your Skin During Winter, With A Great Face Mask

শীতের দুর্দান্ত ফেসমাস্ক

জেনে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন………

টমেটো-পাতিলেবুর মাস্ক

একটা মাঝারি টমেটো থেঁতো করুন৷ দু’ চামচ পাতিলেবুর রস দিন তাতে৷ ভালো করে মিশিয়ে মুখে, গলায় লাগান৷ কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন৷ সমস্ত ট্যান উঠে গিয়ে ঝলমল করবে ত্বক৷


আমন্ড মাস্ক

5টা আমন্ড সারা রাত অল্প দুধে ভিজিয়ে রাখুন৷ সকালে আমন্ডের খোসা ছাড়িয়ে ওই দুধেই বেটে নিন৷ এবার ওর একটা পাতলা আস্তর মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন৷


শুষ্ক ত্বকের জন্য শীতকালীন ফেসমাস্ক

হলুদ মাস্ক

দাগছোপ নির্মূল করে উজ্জ্বল, সুস্থ ত্বক বের করে আনতে জুড়ি নেই হলুদের৷ এক টেবিলচামচ হলুদবাটার সঙ্গে ২ টেবিলচামচ পাতিলেবুর রস মিশিয়ে তৈরি করে নিন মাস্ক৷ মুখ আর গলায় লাগিয়ে 2৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷


দই-কলার মাস্ক

একটা পাকা কলা ভালো করে চটকে তাতে দু’ টেবিলচামচ টক দই আর এক টেবিলচামচ মধু মেশান৷ সারা মুখে লাগিয়ে আধ ঘণ্টা শুকোতে দিন৷ ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন৷


রুক্ষ-শুষ্ক ভাব এড়াতে শীতে ফেসমাস্ক ব্যবহার করুন



ওটমিল মাস্ক

ত্বকের উপরের নির্জীব, অনুজ্জ্বল কোষ সরানোর জন্য দরকার এক্সফোলিয়েশন৷ ৫ টেবিলচামচ ওটমিলের সঙ্গে ৬ টে মিহি করে থেঁতো করা আমন্ড বাদাম মেশান৷ এবার ওই মিশ্রণে এক টেবিলচামচ মধু আর অল্প একটু দুধ দিন৷ মিশ্রণটি মুখে মিনিটপাঁচেক লাগিয়ে রাখুন৷ পাঁচ মিনিট পর দু’ তিন মিনিট হালকা হাতে মাসাজ করুন৷ বলিরেখাও ঘেঁষতে পারে না৷


IMG_20221119_151618-1668851198168 শীতের সময় ত্বকের যত্ন নিন , দুর্দান্ত ফেসমাস্ক দিয়ে - Take Care Of Your Skin During Winter, With A Great Face Mask

ত্বক নরম-প্রাণবন্ত রাখতে শীতের ফেসমাস্ক


ওটস আর মধুর ফেসমাস্ক


ওটস আর মধু মিশিয়ে রাখুন। যতক্ষণ না ওটস পুরো নরম হয়ে আসছে। ওটস নরম হয়ে এলে ওটস হাত দিয়ে চটকে নিন। তারপর মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। এটি আপনার ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনে।


দুধ: ফুল ফ্যাট মিল্ক ত্বকের স্বাভাবিক ময়েশ্চারাইজার হিসেবে গন্য করা হয়। তাই যাঁদের ত্বক এই সময় বেশিই শুকনে হয়ে পড়েন তাঁরা দুধের মালাই তুলে নিয়ে মুখে লাগাতে পারেন। দুধের সর যেমন সরাসরি ত্বকে লাগানো যায়, তেমনই বেসনের সাথে মিশিয়েও লাগাতে পারেন।


মধু: শীতে ত্বককে আদ্রতা পৌঁছে দিতে মধুও বিশেষ গুরুত্বপূর্ণ। মধুর মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ কোনওরকম ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। লেবুর রসের সাথে মধু, পাকা পেঁপে সাথে মধু, টক দইয়ের সাথে মধু মিশিয়ে লাগাতে পারেন মুখে।


শীতে ত্বকের যত্ন


নারকেল তেল: শীতের ত্বক আরও ভালো পেতে অন্যতম চাবিকাঠি হল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটিকে আপনারা যে কোনও ফেসপ্যাকে মেশাতে পারেন। আবার নারকেল তেলের সাথে কফির গুঁড়ো মিশিয়ে বডি আর পেস স্ক্রাবও বানিয়ে নিতে পারেন।


গাজর: গাজরে থাকা বিটা ক্যারোটিন ত্বকের জন্য ভালো। শীতের ফেসপ্যাকে গাজরের রস তাই ব্যবহার করতেই পারন।।। সাথে অ্যালোভেরা অ্যাড করতে পারেন।।।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *