Spread the love

ত্বকের শুষ্কতাকে দূরে রাখুন এই উপায়ে – Avoid Skin Dryness In This Way

শীত তো প্রায় পরেই গেলো,,কালী পুজোর পরেই বাতাসে ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া থাকে,, ভোর বেলা কুয়াশাও দেখা যায়,, গরমের পর শীত আসাটা ভালো বটে, কিন্তু ত্বক ও চুলের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। শীত আশা মানেই ত্বকের এক্কেবারে যাচ্ছেতাই অবস্থা! শুকিয়ে- রুক্ষ, ত্বক ফেটে যাওয়া সে একেবারে বাজে অবস্থা,, ।। কিন্তু এবার শীতে যাতে আপনার ত্বকের হাল খারাপ না হয়, শীতেও যাতে আপনার ত্বক জেল্লাদার আর নরম থাকে, তার জন্য আমরা আজকে কিছু স্পেশাল স্কিন কেয়ার টিপস। আজই ফলো করতে শুরু করুন,, এবং হাতে নাতে রেজাল্ট পান…..


pic-1667660619291 ত্বকের শুষ্কতাকে দূরে রাখুন এই উপায়ে - Avoid Skin Dryness In This Way

রুক্ষ শুষ্ক ত্বকের যত্ন


ত্বককে ময়েশ্চারাইজ করুন

ত্বককে নিয়ম করে ময়েশ্চারাইজ তো করবেনই। এর পাশাপাশি ত্বকে তেল মাখুন। তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ই ইত্যাদি থাকে, ফলে তা সহজেই আপনার ত্বককে নরম করে তোলে।


যেমন

নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল—এর যেকোনো একটা।


রোজ স্নানের আগে সারা গায়ে ভালো করে ম্যাসাজ করে করে তেল মাখুন। ম্যাসাজ করার ফলে দেখবেন তেল সহজেই আপনার ত্বকের সাথে মিশে যাচ্ছে, ফলে জামা-কাপড়েও দাগ লাগছে না। এছাড়া রাতে শোবার আগেও তেল মেখে নিতে পারেন। ত্বক থাকবে কোমল।।


শুষ্ক ত্বকের ক্রিম

মধু

মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। আর মধু সহজে আপনার চামড়ার মধ্যে ঢুকে ত্বকের ভেতরে গিয়ে ত্বককে আর্দ্র করে তোলে। তাছাড়া মরা কোষ, রুক্ষ খসখসে চামড়াকে মধু আবার নরমও করে তুলতে সাহায্য করে।ত্বকে, মুখে মধু মাখিয়ে রাখুন। তারপর ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে জেল্লাও বেড়েছে,।।


শীতে ত্বকের শুষ্কতা দূর করার উপায়

অ্যালোভেরা জেল

ত্বককে নরম মসৃণ বানাতে কিন্তু অ্যালোভেরার জুড়ি নেই, অ্যালোভেরায় থাকা ভিটামিন ই আর ভিটামিন এ ত্বককে নরম করে তোলে, আর রুক্ষতাকে দূর করতে সাহায্য করে। তাই শীতের আগে ঝটপট অ্যালোভেরা ব্যবহার করুন, আর ত্বককে নরম রাখুন।

সানক্রিন লাগান


শীত হোক বা গরম বাইরে বেরানোর আগে অবশ্যই সানস্ক্রিন লাগান। এতে ত্বক ভাল থাকবে।


Skin-Care-1667660619161 ত্বকের শুষ্কতাকে দূরে রাখুন এই উপায়ে - Avoid Skin Dryness In This Way

মুখ ধোওয়ার পরেই ত্বক শুষ্ক লাগছে? কোমলতা বজায় রাখুন ঘরোয়া উপায়ে



ক্রিম লাগান


শীতকালে ত্বকের শুষ্কতা দূর করার জন্য ক্রিম লাগান। নিজেদের ত্বকের গঠন অনুযায়ী ক্রিম লাগান। এতে ত্বক ভাল থাকবে।


নাইটক্রিম লাগান


রাতে ভাল নাইট ক্রিম লাগিয়ে ঘুমোন।



img-20191010-5d9ea688bab87-1667660618974 ত্বকের শুষ্কতাকে দূরে রাখুন এই উপায়ে - Avoid Skin Dryness In This Way

শুষ্ক ত্বকের শীতে প্রাকৃতিক উপায়ে নিন বিশেষ যত্ন



ফেসওয়াশ ব্যবহার করুন


সাবান দিয়ে মুখ ধুলে মুখ শুষ্ক হয়ে যায়। আর শীতকালে এর প্রভাব বেশি পড়ে। তাই শীতকাল হোক বা গরমকাল যে কোনও সময়েই ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করে নিন।


শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি!


স্নানের পরই ক্রিম লাগান


স্নান করার কয়েক মিনিটের মধ্যে ক্রিম লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকে।


জল খান


শীত এলেই অনেকে জল কম খান। এটা ঠিক নয়। নিয়ম মতো যতটা জল খাওয়া দরকার সেইমতো জল খান।


পায়ের যত্ন নিন


শীতকালে পা ফাটার সমস্যায় কমবেশি ভুগে থাকেন। রাতে ঘুমানোর আগে ভালভাবে পেট্রোলিয়াম জেলি পা ফাটা জায়গায় লাগিয়ে নিন। তারপর পরিস্কার মোজা পরে নিন।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *