Spread the love

পুজোয় প্রতিদিন মেকাপ করে ত্বকে ব্রণ দেখা দিয়েছে? এর সমাধান জেনে নিন – Acne Appeared On The Skin With Make-Up Every Day In Puja? Find Out The Solution

পুজোয় তো ভালোই ঘুরলেন এবার তো ত্বকের বারোটা বেজে গেছে প্রায়,, কারণ প্রতিদিনের বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্ট আপনার ত্বককে একেবারেই শেষ করে দিয়েছে বললেই চলে। এর ক্ষতি আপনারা নিজেই দেখতে পারছেন । কারো লাল র্্যশ হচ্ছে ,কারো আবার ব্রণ হতে মুখ ভরে যাচ্ছে,, আবার সামনেই তো কালীপুজো সেটার কি খেয়াল আপনাদের আছে ? তাই ত্বককে চকচকে ও ঝকঝকে তৈরি করুন কালীপুজোর আগেই,, ভাবছেন কিভাবে এটা সম্ভব! আরে মশাই আমি আছি তো আজকের এই আর্টিকেলে দেখে নিন এক সপ্তাহের মধ্যে ব্রণ দূর করার উপায়…


images%20(1)-1665156257122 পুজোয় প্রতিদিন মেকাপ করে ত্বকে ব্রণ দেখা দিয়েছে? এর সমাধান জেনে নিন - Acne Appeared On The Skin With Make-Up Every Day In Puja? Find Out The Solution

পুজোতে প্রতিদিন মেকআপ করেছেন? এখন এভাবে ত্বকের যত্ন নিন


১/ রাতারাতি ব্রণ কমাতে প্রথমে আপনার পছন্দসই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাতলা কাপড়ে বরফ মুড়ে ব্রণের উপর সেঁক দিন। এতে ব্রণের ফোলাভাব কমে যাবে।


images%20(2)-1665156257304 পুজোয় প্রতিদিন মেকাপ করে ত্বকে ব্রণ দেখা দিয়েছে? এর সমাধান জেনে নিন - Acne Appeared On The Skin With Make-Up Every Day In Puja? Find Out The Solution

দ্রুত ব্রণ দূর করার উপায়



২/ বেশি করে জল খেতে হবে। যাতে শরীরের ভেতরের সব বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে,, পুজোর কটা দিন তো এতই ব্যস্ত ছিলেন যে জল খাওয়ারও নিশ্চয়ই সময় পাননি তাই এখন বেশি বেশি করে জল খান।।




৩/ শশার রস মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর। এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।

তৈলাক্ত ত্বকে ব্রন দূর করার উপায়


৪/ আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেষ্ট তৈরি করে তাতে ৪-৬ ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে,এরপর মুখ ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।



৫/ গ্রিন টি গোটা বা ব্রণের বিরুদ্ধে খুবই কার্যকরী। গরম জলে গ্রিন টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন।




৬/ নিমের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আর তুলসির অ্যান্টিব্যাকোটেরিয়াল প্রপার্টি। দুই পাতার পেস্ট ব্যবহার করুন ব্রণ দূর করতে।

ব্রণ, ফুসকুড়ির কালো দাগ থেকে মুক্তি পান এই ঘরোয়া উপায়ে


৭/ এক চামচ অ্যালোভেরার সঙ্গে চার-পাঁচটি করে তুলসী ও নিমপাতা পেস্ট করে নিয়মিত খেলে ব্রণের সমস্যায় উপকার পাওয়া যেতে পারে।




৮/ প্রথমে মুখের যেখানে যেখানে ব্রণ আছে, সেগুলোর ওপর লেবুর রস দিন। এবার পুরো মুখে ডিমের সাদা অংশ মাস্কের মতো করে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করার পাশাপাশি মুখের কালচে ভাবও দূর করবে।

সেরা ১০ টি ব্রন দূর করার উপায়

৯/ পুদিনা পাতা ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণের সংক্রমণ কমাতে খুবই উপকারী। পুদিনা পাতা বেটে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলি দূর করতেও পুদিনা পাতা খুবই উপকারী।


ব্রন দূর করার টিপস্



১০/ ত্বকের দাগ দূর করতে ভিটামিন সি খুবই কার্যকর। অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি ত্বকে খুব ভালো কাজ করে। এটা ত্বক পরিষ্কার করে, ত্বকের ক্ষতি ও দাগছোপ কমাতে সহায়তা করে। ত্বক ভালো রাখতে উচ্চ ঘনত্বের সিরাম বা ঘরে নিজেই ভিটামিন সি সিরাম তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে আরও বেশি উপকার,, কারণ ঘরোয়া টিপস অলওয়েস বেষ্ট হয়।।


images%20(3)-1665156257439 পুজোয় প্রতিদিন মেকাপ করে ত্বকে ব্রণ দেখা দিয়েছে? এর সমাধান জেনে নিন - Acne Appeared On The Skin With Make-Up Every Day In Puja? Find Out The Solution


আর শুনুন…….


পুজোয় বেশি তেল-মশলা যুক্ত খাবার খেয়েছেন,, তাই এখন ত্বকের ভালো চান তো বেশি করে জল খান। মেকআপের আগে ও পরে ভালো করে মুখ পরিষ্কার করবেন। রাতে যত ক্লান্তই থাকুন না কেন, মেকআপ নিয়ে শুতে যাবেন না। তাহলেও দেখবেন মেকআপের সমস্যা অনেকটাই কম হচ্ছে।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *