Spread the love

পুজোর মধ্যে তাড়াহুড়ো করে ঝটপট মেকআপ করবেন যেভাবে – How To Do Quick Makeup In A Hurry During Puja

পুজোর মধ্যে আমরা সবাই তাড়াহুড়াতে থাকবো। অষ্টমী সকালবেলা ঘুরতে গিয়ে সেই ফিরে আসবো সন্ধ্যা বেলা। তারপর কি আর ইচ্ছা হয় বলুন তো, আবার ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে নতুন একটি লুক নিয়ে আবার বেরিয়ে পড়ি,, বিশ্বাস করুন এই কষ্টটা একমাত্র মেয়েরাই বুঝবে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরক্ত না হয়ে ঝটপট পুজোর মধ্যে কি করে মেকআপ সেরে ফেলতে পারেন তাহলে চলুন দেখে নাওয়া যাক –




Cbm4WfcUsAAJ6Ft-1663772362274 পুজোর মধ্যে তাড়াহুড়ো করে ঝটপট মেকআপ করবেন যেভাবে - How To Do Quick Makeup In A Hurry During Puja

সামনেই পুজো! কিভাবে সহজ উপায়ে ঝটপট মেকআপ করবেন? জেনে নিন


মুখ প্রস্তুত করা


মেকআপ শুরুর আগেও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই আপনাকে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এখানে আপনার পছন্দই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।। এরপর লাগিয়ে নিতে হবে টোনার। এরপর ব্যবহার করবেন ময়েশ্চারাইজার।।



মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য


মেকআপ দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রাইমার ব্যবহার করতে হবে। এটি ভালো করে মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে মেকআপ করার আগে এক টুকরো বরফ মুখে ঘষে নিতে পারেন।।

পুজোর মধ্যে ৫ মিনিটেই ঝটপট মেকআপ করুন


ফাউন্ডেশন ব্যবহার


মুখে অতিরিক্ত ফাউন্ডেশন লাগিয়ে ভারী প্রলেপ কেন তৈরি করবেন না। সামান্য ফাউন্ডেশন নিয়ে তা মুখে লাগিয়ে নিন।সারা মুখে, গলায় ফোঁটা ফোঁটা লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ব্লেন্ড করুন। প্রচুর গরম থাকলে ফাউন্ডেশনের পরিবর্তে ব্যবহার করতে পারেন সিসি বা বিবি ক্রিমও।


কনসিলার ব্যবহার


ত্বকে দাগছোপের সমস্যা থাকলে তা ঢাকার জন্য ব্যবহার করতে হবে কনসিলার। অনেকের চোখের নিচে কালি থাকতে পারে। এক্ষেত্রেও কনসিলার ব্যবহার করবেন। কনসিলারের পরিবর্তে আপনারা অরেঞ্জ কালারের কোন লিপস্টিক বেছে নিতে পারেন এতে সহজে ডার্ক সার্কেল ঢাকা সম্ভব।।



পুজোর মধ্যে তাড়াতাড়ি মেকাপ করবেন যেভাবে

হাইলাইটার ও ব্লাশ


মেকআপের শেষের দিকে ব্যবহার করতে হবে হাইলাইটার ও ব্লাশ। আপনি চাইলে কন্টোর করতে পারেন। এরপর চিক বোন, নাকের ডগা, কপাল ও থুতনিতে হাইলাইটার লাগিয়ে নিন। সেইসঙ্গে গালে হালকাভাবে ব্লাশ করুন।

ব্রোঞ্জ়ার আর ব্লাশের জাদু

গালের পাশে এবং চোখের ভাঁজে শিমারি ব্রোঞ্জ়ার লাগান। এতে মুখে একটা আলাদা ডাইমেনশন আসবে। গালে বুলিয়ে নিন প্যাস্টেল পিচ ব্লাশ। এখন ট্রেন্ড আছে।।

ভ্রুপল্লব

মুখের ফ্রেম হিসেবে কাজ করে ভুরু। বাইরের দিকে ব্রাশ করে ভুরুর শেপ ঠিক করে নিন। কোনও ফাঁক থাকলে ভালো ব্রাও কিটের সাহায্যে তা পূরণ করুন।


মাস্কারা

চোখের পাতায় ঘনত্ব আনতে আপনার দরকার মাস্কারা।।


eye-makeup-1663772362702 পুজোর মধ্যে তাড়াহুড়ো করে ঝটপট মেকআপ করবেন যেভাবে - How To Do Quick Makeup In A Hurry During Puja

পুজোর মেকাপ টিপস্


চোখের মেকআপ


মুখের মেকআপ তো শেষ হলো, এবার আসি চোখের মেকআপে,, চোখের সাজের জন্য কিছুটা সময় বাড়তি লাগবে। কারণ মেয়েদের চোখে তো আছে এক আকর্ষণীয়,, কাজল, আইলাইনার, মাস্কারা তো ব্যবহার করবেনই, সেইসঙ্গে ম্যাচিং আইশ্যাডো লাগাতে পারেন।


ঠোঁটের মেকআপ

হাই-শাইন ন্যুড গ্লস দিয়ে রাঙিয়ে নিন ঠোঁট। যদি মনে হয় একটু রঙের ছোঁয়া থাকলে ভালো হয়, তা হলে প্যাস্টেল শেডের গ্লসি গোলাপি লিপস্টিক লাগিয়ে নিতে পারেন৷ আর রাতের বেলা একটু জমকালোর জন্য হট রেড সেট বেছে নিতে পারেন।।।



apply-red-lipstick-700x431-1663772363110 পুজোর মধ্যে তাড়াহুড়ো করে ঝটপট মেকআপ করবেন যেভাবে - How To Do Quick Makeup In A Hurry During Puja



সেটিং স্প্রে ব্যবহার করুন


মেকআপ শেষ করে বাইরে বের হলে গরমের কারণে মেকআপ গলতে শুরু করতে পারে। এটি হতে দেওয়া যাবে না। সেজন্য আপনাকে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।



can-i-set-makeup-with-hairspray-lovely-morphe-brushes-is-releasing-a-makeup-setting-spray-that-reminds-us-of-can-i-set-makeup-with-hairspray-51438-1536574414-1663772362972 পুজোর মধ্যে তাড়াহুড়ো করে ঝটপট মেকআপ করবেন যেভাবে - How To Do Quick Makeup In A Hurry During Puja

পুজোর মেকাপ


চুল ঠিক করে রাখুন আগের রাতেই

সকালে উঠে শ্যাম্পু করার হুজ্জুত মানেই অনেকটা সময় লেগে যাওয়া। তার চেয়ে আগের রাতে খানিকটা ড্রাই শ্যাম্পু ভালোভাবে চুলে লাগিয়ে শুয়ে পড়ুন।

কিছু টিপস্ _


তৈলাক্ত ত্বকের জন্য

প্রথমে ত্বক পরিস্কার করুন। তারপর অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান। ১০ মিনিট পর কম্প্যাক্ট পাউডার লাগান। ফাউন্ডেশন লাগাবেন না। কম্প্যাক্ট লাগালে ত্বকে অতিরিক্ত চকচকে ভাব থাকে না। ফাউন্ডেশন লাগাতে চাইলে ওয়াটার বেসড ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লাগান। মুখে ফাউন্ডেশন সেট করা যাবে।



পুজোতে যেভাবে সাজবেন

শুষ্ক ত্বকের জন্য


শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন ও অ্যান্টিএজিং উপাদানসমুহ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই বয়সে স্কিন কেয়ারের জন্য উপযুক্ত। ভারী ফাউন্ডেশনে ত্বকের বলিরেখা আরও স্পস্ট হয়ে ওঠে। তাই লিকু্ইড ও পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। আইশ্যাডো-লিপ কালার-চিক কালার স্টিক কিনে নিন। আইশ্যাডো, চিকবোনে লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান। চোখে আইলানার লাগান। কালোর বদলে গ্রে, ব্রাউন, ল্যাভেন্ডার কালার ট্রাই করতে পারেন। কাজল পেনসিলের বদলে আইলানার পেন ব্যবহার করুন।




Tags – মেকাপ টিপস্,,, পুজোর মেকাপ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *