Spread the love

পুজোর পাঁচদিন ত্বকের এভাবে যত্ন নিন – Take Care Of Your Skin For Five Days Of Puja

সামনেই পুজো। জামাকাপড়রের কেনাকাটা ইতিমধ্যেই অনেকটা শেষ হয়ে গিয়েছে। তবে পুজোর আগে যত্ন নিন ত্বকেরও। সুন্দর সুস্থ ত্বকের জেল্লা পেতে মেনে চলতে হবে কিছু সহজ টিপস। রোজ অল্প সময় দিলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।



IMG_20220915_202823-1663253918332 পুজোর পাঁচদিন ত্বকের এভাবে যত্ন নিন - Take Care Of Your Skin For Five Days Of Puja

পুজোয় আপনার ত্বকের জেল্লা ফেরাতে এই টিপস্ ফলো করুন


মেকআপ করার সময়ে আপনাকে ত্বকের যত্ন নিতেই হবে। দুর্গাপুজোর চারদিন মেকআপ করবেন ঠিকই, তার সঙ্গে আপনাকে ত্বকের যত্নও নিতে হবে।


পুজোর সময় কম বেশি মেকআপ আমরা সবাই করব। মেকআপ(Makeup Tips) করে সেজেগুজে না বেরোলে আমাদের মন ভালোই থাকবে না। তাই না? পুজোয় নতুন নতুন জামাও যেমন পরতে হবে আর সুন্দর মেকআপ করে সাজতেও হবে।


পুজোর দিনে ত্বককে করে তুলুন উজ্জ্বল


অতিরিক্ত মেকআপে ক্ষতি কিছু কম হবে না। তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তবে তার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। সামান্য যত্নেই আপনার ত্বক ভালো থাকতে পারে। পুজোর চারদিন প্রচুর মেকআপ করলে ত্বকের যত্নও নিতে হবে। এই কয়দিন নজর দিন ত্বকের স্বাস্থ্যের ওপর।। রোজ ক্লেনসিং, টোনিং ও ময়েশ্চারাইজিং। তার সঙ্গে পরিমিত পুষ্টিকর খাওয়াদাওয়া। আর তা হলেই সুস্বাস্থ্যের জেল্লা থাকবে আপনার ত্বকে।



IMG_20220915_202812-1663253918684 পুজোর পাঁচদিন ত্বকের এভাবে যত্ন নিন - Take Care Of Your Skin For Five Days Of Puja

জেনে নিন পুজোর আগে ত্বকের যত্ন নেবেন কী করে!


পুজোর সময় সকাল ও রাত দুবেলাই নানারকম প্ল্যানিং থাকে আমাদের। কখনও সকালে কোনও কাজ নিয়ে আমরা বেরিয়ে যাই। আবার সন্ধ্যা হতে না হতেই অন্যান্য প্ল্যানিং থাকে। মেকআপ শুরু করার আগে সব সময় মুখকে প্রস্তুত করে নিন।


প্রথমে টোনার লাগাতে হবে।

এরপর ময়শ্চারাইজার লাগান।

বিশেষ গ্লো চাইলে বা ডিউই বেস চাইলে আপনি ফেস সিরাম লাগাতে পারেন।মেকআপ প্রাইমার লাগাবেন। নাহলে আপনার মুখে মেকআপ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না।পুজোয় একটা মণ্ডপ ঘুরতেই মুখের সব মেকআপ উঠে যাবে।।


পুজোর আগেই ত্বকের জেল্লা ফেরাতে চান? দেখুন কী করবেন


সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করুন। এতে ত্বকের মৃত কোষের স্তর উঠে যাবে। ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকবে।

ত্বকের পরিচর্যার সঙ্গে নজর দিন খাওয়া-দাওয়ার দিকেও। দিনে অন্তত ৪ লিটার জল পান করুন। এই কদিন তেল-মশলা এড়িয়ে চলুন। বেশি করে ফল-মূল ও শাক-সবজি খান। ত্বক ও চুলের আসল ঔজ্জ্বল্য কিন্তু পুষ্টি থেকেই আসে


কিন্তু সেজেগুজে বেরনোর সময় মেকআপ করবেন বলে ঠিক যতটা সময় আপনি দেন, একইভাবে মেকআপ তোলার সময়েও আপনাকে বেশি সময় দিতে হবে। মেকআপ না তুলে ভুলেও শুতে যাবেন না। তাহলে কিন্তু ত্বকে ক্ষতি হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।


ত্বকের যত্নে যা করবেন

কীভাবে তুলতে হবে মেকআপ?


ড়াতাড়ি করে ঘষে ঘষে মেকআপ তুলবেন না। এতে মুখের ক্ষতি হবে অনেক বেশি। এই জন্যই আপনার প্রয়োজন টু-স্টেপ ক্লিনিং।



IMG_20220915_202752-1663253919416 পুজোর পাঁচদিন ত্বকের এভাবে যত্ন নিন - Take Care Of Your Skin For Five Days Of Puja

ত্বকের যত্ন নিবেন যেভাবে

প্রথমে আই মেকআপ তুলুন। আই মেকআপ তোলার জন্য় বিশেষ সময় দিতে হবে। মেকআপ তোলার সময় আলতো হাতে তুলে ফেলতে হবে। চাপ দিয়ে ঘষে ঘষে মেকআপ তুলবেন না।


চোখের চারপাশের ত্বক এতে ক্ষতিগ্রস্ত হতে সময় লাগবে না। সঠিক ক্লিনজার ব্যবহার করুন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিন।।

আসলে সময়ের অভাবে মেকআপ তোলার সময় এই ভুলটা অনেকেই করেন। ওয়াইপস ব্যবহার করে মেকআপ তোলেন। আর আপনি কি জানেন যে, এতে আসলে আপনার মুখের মেকআপ ঠিকভাবে ওঠে না। বরং, তা আপনার মুখে থেকেই যায় কিছুটা হলেও।

একটি কটন প্যাড নিন। তাতে অয়েল বেসড ক্লিনজার ব্যবহার করুন। তার সাহায্য়ে আপনার মুখের মেকআপ তুলুন। প্রথমে আই মেকআপ তুলবেন। তারপর ঠোঁটের মেকআপ তুলবেন।


মেকআপ তোলার পরেই প্রথমে আপনার মুখে টোনার লাগাতে হবে। অ্যান্টি অক্সিড্যান্ট টোনারও ব্যবহার করতে পারেন। আপনার ত্বকের pH ভারসাম্য ঠিক রাখার জন্য এই টোনার ব্যবহার করা প্রয়োজন। এছাড়া আপনার মুখের আর্দ্রতাও ঠিক রাখবে এই টোনার


একইভাবে আপনাকে ময়শ্চারাইজারও ব্যবহার করতে হবে। তাহলেই আপনার ত্বক ঠিক থাকবে। মুখের আর্দ্রতা ধরে রাখার জন্য ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজনও খুব বেশি। তৈলাক্ত ত্বকেও ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজন হয়। তাই তৈলাক্ত ত্বক বলে ময়শ্চারাইজার লাগাচ্ছেন না, এরকম ভুল করবেন না।





Tags – Skin Tips Skin Care Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *