Spread the love

দশমীর শাড়ি – Top 10 Dashami Saree Ideas – বিজয়া দশমীর শাড়ি



কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণটি হল দুর্গোৎসব। প্রতি বছর পুজোর এই পাঁচটা দিনের জন্য, ছোট থেকে বড় সকলেই আমরা আগ্রহে অপেক্ষা করে থাকে। আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে ২০২২-এর দুর্গা পুজো। বাঙালির দুর্গা পুজো মানেই নতুন জামাকাপড়, জমিয়ে আড্ডা, প্যান্ডেল হপিং আর খাওয়াদাওয়া। হাসিখুশি আনন্দেই কেটে যায় পুজোর দিনগুলি। দুর্গাপুজোর মেইন পার্ট হলো দশমী এই দিন আমরা সাদা লাল রঙের শাড়িতে সেজে উঠি,, ছোট থেকে বড় সবাই আমরা মা দুর্গার মত সেজে সিঁদুর দানের অনুষ্ঠানে মজা করি।দশমীর সকালে, সিঁদুর খেলার সময়ে বা বরণের জন্য লাল-সাদাকে সঙ্গে রেখেই অন্যরকম সাজবেন কী ভাবে! তা নিয়ে আজকের এই আর্টিকেল।


EOJXO88UwAA_1Q5-1663255052026 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীর সেরা দশটি শাড়ি

দশমী

দশমী মানেই, লাল পাড় সাদা শাড়ি। তাঁত হোক কিংবা জামদানি, গরদ, তসর অথবা বেনারসি, আটপৌরে করে শাড়ি পরে, চুলে খোপা করবেন। হালকা মেকআপের সাথে কাজল, বড় লাল টিপ, লাল লিপস্টিক, গোল্ড প্লেটেড গয়না আর আলতা পরতে কিন্তু ভুলবেন না।


IMG_20220915_204610-1663255051533 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

বিজয় দশমীর শাড়ির কালেকশন


“”দেখছেন কি সুন্দর লাগছে এই পোষাকে এই সাজে “””

“””””যেনো মা দুগ্গার মতো সাজ”””


ছেলেরা দশমীতে ধুতির সাথে জমিদারি প্যাটার্নের পাঞ্জাবি কিংবা তসরের পাঞ্জাবি পরতে পারেন।জমকালো শাড়িতে দশমীতে একটি আকর্ষণীয় লুক দেবেন।।


দশমী হচ্ছে দূর্গাপূজার শেষ দিন। মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। তাই এইদিন মনের মত করে সাজবেন।।


দশমীর সেরা দশটি লাল পার সাদা শাড়িও ব্লাউজ


টিপ আর ওষ্ঠরঞ্জনী


দশমীতে শাড়ি পরলে লাল টিপ পরুন। পুরনো ধাঁচের এবং ধ্রুপদী বাঙালি সাজের জন্য এর সঙ্গে ব্যবহার করুন লাল ওষ্ঠরঞ্জনী। না চাইলে আইশ্যাডোর রঙের সঙ্গে মিলিয়ে পরুন লিপস্টিক।



1540545906shakha-pola-1663255053872 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীতে কীভাবে সাজবেন



গালে রঙের ছোঁয়া


গালে সামান্য ব্লাশ অন, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে হাইলাইটার ব্যবহার করা যেতে পারে।ত্বক পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ত্বক আর্দ্র রাখার দিকেও মন দিতে হবে। রূপটান সামগ্রী ব্যবহার করা যেতে পারে।বাঙালি সাজের মূল আকর্ষণ হল চোখ। স্মোকি আইজ বা ধূসর রঙে সাজাতে পারেন। প্রথমে হাল্কা রঙের আইশ্যাডো ব্যবহার করে চোখের স্বাভাবিক আকৃতিকে স্পষ্ট করে তুলতে হবে। বাদামি রঙের আইশ্যাডো এ ক্ষেত্রে কাজে লাগতে পারে। আইশ্যাডোর পর কাজল বা আইলাইনারের সাহায্যে আরও ফুটিয়ে তোলা যাবে চোখ। চাইলে এর উপর সামান্য শিমার দেওয়া যেতে পারে। তবে হাল্কা রঙের শিমার ব্যবহার করুন।


দশমীতে যেভাবে সাজবেন


bb473e64609b9247c18a4f8e7e985999-1663255053600 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

বিজয় দশমীর শাড়ি


শাড়ি

পোশাকে লাল-সাদা দু’টোই না রেখে কোনও একটি রং ব্যবহার করুন। লাল শাড়ির সঙ্গে অন্য কোনও রঙের ব্লাউজ। বা লাল ব্লাউজের সঙ্গে তসর, সোনালি, বাদামি রঙের শাড়ি পরা যেতে পারে। খুব উজ্জ্বল দু’টি রঙের ব্যবহার না করে যে কোনও একটি অনুজ্জ্বল বা ফিকে রং ব্যবহার করুন। গাঢ় মেক আপ করলে পোশাকে ফিকে রং বেছে নেওয়াই ভাল। হাকোবা ব্লাউজ কিংবা ফুলহাতা লাল রঙের ব্লাউজ দশমীর জন্য একদম পারফেক্ট।।।


বিজয় দশমীর সাজ


ena_5ffadcf1c56f7-1663255052344 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীতে কেমন ধরনের শাড়ি পড়বেন


আপনার যদি বুঝতে অসুবিধা হয় যে আমি কি শাড়ি কিংবা কোন ব্লাউজের কথা বলছি তাহলে নিচে কিছু শাড়ি ও ব্লাউজের কালেকশন তুলে ধরা হলো মূলত দশমীর জন্য – নিজের ছবিগুলো দেখে বুঝতে পারবেন দশমীর জন্য কি লুক দিলে আপনি কে গর্জিয়াস লাগবে।।।


il_570xN.3791113939_t9mr-1663255071797 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীর শাড়ির কালেকশন


এমন লাল পার সাদা শাড়িতে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন।।।


440110f30cabc42b21b8117a30ba0dd7-1663255071217 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমী পুজোর শাড়ি



এমন গরদের শাড়ি আর ব্লাউজের ডিজাইন করা পরতে পারেন।।। দারুন মানিয়ে যাবে।।
Durga-puja-saree-collection-2021-Look-Red-1663255054178 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীর মেকাপ



এমন হান্ডলুম শাড়ি বেছে নিতে পারেন পুজোতে।।।

577834682-1663255051826 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীর লুক



এমন সিম্পল ধরনের শাড়ি পরতে পারেন দশমীতে।।। ডিজাইন করা ব্লাউজ পরে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন।।।

IMG_20220915_212806-1663257495869 দশমীর শাড়ি - Top 10 Dashami Saree Ideas - বিজয়া দশমীর শাড়ি

দশমীর দিন যেভাবে সেজে উটবেন

দশমীতে এমন ক্রিম কালার মোটা পার এর শাড়ি লাল ব্লাউজ

এর সাথে পড়তে পারেন।।। সঙ্গে অবশ্যই মানান সই জুয়েলারি।।।
Tags – দশমীর সাজ,, দশমীর মেকাপ,, পুজোর শাড়ি কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *