Spread the love

দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন – How To Dress yourself On Dashami


শারদীয় দুর্গা পূজার প্রধান আকর্ষণ বিজয়া দশমী। এই দিনে দুর্গা দেবীকে বিদায় উপলক্ষে আমরা সিঁদুর খেলায় মেতে উঠি। সাদা লাল রঙের শাড়িতে সাজে নিজেকেও সাজিয়ে নেন তরুণীরা, মায়েরা।। সাজটা যেহেতু দুর্গাদেবীর বিদায়কে কেন্দ্র করে তাই লুকটা থাকে সেই আবহে। কোমল সাজে নিজেকে ফুটিয়ে তুলবেন,,নিজের সাজকে আরো বেশি সুন্দর করতে জেনে নেওয়া যাক কিছু টিপস্ –



IMG_20220914_185754-1663162235954 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

দশমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে


দশমীর সাজ মানে শাড়ি সেখানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লালরঙা শাড়ি বা সাদা জামদানি আর লাল ব্লাউজে হাতের কাজের নকশা থাকলে জমে যাবে পুরো।। সব বয়সী নারীরাই এ রংগুলো বেছে নিতে পারেন। অনেকে আবার প্রতিমার মতো করে নিজেকে সাজাতে পছন্দ করেন। তবে এই দিনে লালই সবার পছন্দ। জরি, পুতির নকশাদার জর্জেট শাড়ি হলে সাজের সঙ্গে আবহাওয়াটা মানিয়ে যায়।



IMG_20220914_185936-1663162236750 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

কেমন হবে দশমী পূজার সাজ



কখনো কখনো গোল্ডেন রঙের শাড়িও পরে। তবে যে ধরনের শাড়িই হোক না কেন মিলিয়ে ব্লাউজ আর ব্যবহৃত অর্নামেন্টস অবশ্যই গর্জিয়াস হওয়া চাই, সঙ্গে সাজটাও। কেউ যদি একান্তই শাড়ি না পরতে চায় তাহলে সাদা আর লালের মিশ্রণে কোনো সালোয়ার কামিজও পরা যেতে পারে। সাদা কুর্তির সঙ্গে লাল পায়জামা আর লাল ওড়নাও বেশ ফ্যাশেনেবল লাগবে। সাদা শাড়ির সঙ্গে লাল নেটের ফুল হাতা ব্লাউজ খুব ভালো মানাবে।


দশমী পুজোর সাজ ও পোষাক


IMG_20220914_185859-1663162235470 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

দশমীর সাজ হোক পুরো বাঙ্গালীয়ানা


এই দিনে হাল্কা সাজের জন্য চোখের নিচে ঘন কাজল আর টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেইকআপ আর সিঁদুর বেছে নেন।



IMG_20220914_185836-1663162236226 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

দশমীর লুক


তবে সাজ নেওয়ার আগে ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। এরপর ত্বকের ধরন অনুযায়ী টোনার বেছে নিতে হবে। ত্বকে যদি খুব ঘাম হওয়ার প্রবণতা থাকে, সে ক্ষেত্রে টোনিং করার আগে তুলায় অথবা সুতির রুমালে এক টুকরো বরফ জড়িয়ে মুখে ও গলায় ঘষে নিন। তারপর অল্প একটু ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে হালকা হাতে ঘুরিয়ে ত্বকের সঙ্গে মিলিয়ে দিন। ম্যাসাজ করবেন না।


দশমীর মেকাপ


IMG_20220914_185925-1663162237012 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

দশমীর দিন যেভাবে সাজবেন


ফাউন্ডেশন না দিয়ে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন,,এক অথবা দুই শেড লাইট কনসিলার নিন, আঙুলের অথবা ব্রাশের সাহায্যে চোখের পাশে, পাতায় ও অন্যান্য ডার্ক অংশে কনসিলার লাগান। আপনার কনসিলার যদি ম্যাট ফিনিশিং হয়, তবে তা আইশ্যাডো ধরে রাখতে সাহায্য করবে।

আইব্রো আঁকার জন্য আইব্রোর রঙের সঙ্গে যায় এমন কালার নিন। কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে দু-তিনটি শেড বেছে নিতে পারেন। এবার ব্লাশন লাগানোর পালা। চিক বোনের নিচ থেকে কানের দিকে ধীরে ধীরে টেনে ব্লাশনের কালার গাঢ় করুন। কপালের পাশে, থুতনি, নাক অথবা কপালে ব্লাশার লাগাবেন না। ঠোঁট এঁকে গাঢ় লাল রঙের লিপস্টিক দিতে পারেন অথবা রেড লিপগস আর কপালে বড় লাল টিপ, বিবাহিতা হলে সিঁথিতে দিন সিঁদুর, পায়ে আলতা।


দশমীর ফ্যাশন টিপস্


IMG_20220914_185848-1663162236483 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami

দুর্গাপুজোর বিজয় দশমীর লুক


সালোয়ার কামিজের সঙ্গে চুলের স্টাইলটা হতে পারে ব্লো আয়রন, স্পাইরাল রিং, ফ্রেঞ্চ বেণি অথবা পনিটেইল।


IMG_20220914_185948-1663162235129 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami



আর শাড়ির সঙ্গে সামনের চুল একটু ফুলিয়ে পেছনটা আয়রন করে খোলা রাখতে পারেন অথবা করতে পারেন হাতখোঁপা। খোঁপায় একগুচ্ছ সাদা ফুলের মালা। আর ছেলেদের সাজে ধুতি-পাঞ্জাবি অথবা পায়জামা-পাঞ্জাবিই সব চেয়ে মানানসই।।।


IMG_20220913_164543-1663162234767 দশমীতে যেভাবে নিজেকে সাজিয়ে তুলবেন - How To Dress yourself On Dashami



দুজন মিলে এমন সুন্দর করে সেজে বেড়িয়ে পড়ুন আর সবাই কে তাক লাগিয়ে দিন।।।।।।




Tags – দশমীর সাজ,, দশমীর মেকাপ,, পুজোর টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *