Spread the love

দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে – Navami Dress For Durga Puja


সাজুগুজু করলে সব মেয়েদের মন ভালো থাকে। হাহাহা….. আর তা যদি হয় পুজো তাহলে তো কথাই নেই। পুজোর এই কটা দিনের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি,,, পুজোর কেনা কাটা চলছে সবার,, মোটামুটি ষষ্ঠী পর্যন্ত সকলেই কিছু না কিছু কিনতেই থাকেন। বিশেষ করে মেয়েরা,, এদের যেনো শপিং শেষ ই হয়না,, এখন থেকেই আমরা ভাবতে বসে গেছি সপ্তমীর সন্ধ্যা, অষ্টমীর অঞ্জলি, নবমীর বিকেল কি পোষাক পরব,,, কেমন করে সাজবো,, কিন্তু যতোই আমরা ওয়েস্টার্ন ড্রেস পড়িনা কেনো,,শাড়ি-পাঞ্জাবি ছাড়া পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। তবে পুজোর কদিন বেশিরভাগ মেয়েই শাড়ি, কুর্তা এসব পরার চেষ্টা করেন। এই চারটে দিন কোনদিন কী পরবেন যাঁরা এখনও ভেবে উঠতে পারেননি বা যাঁরা শাড়ি-জামার ভিড়ে গুলিয়ে ফেলছেন কোনদিন কোনটা পরবেন তার জন্যই রইল টিপস।



IMG_20220913_112925-1663048929439 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

দুর্গা পুজোতে নবমীর সাজ কেমন হবে, দেখে নিন টিপস্



সকালের দিকটা একটু ছিমছাম সাজলে ভাল হয়, এতে একটা বেশ দৃষ্টিনন্দন ব্যাপার থাকে। চলুন দেখে নেওয়া যাক, দুর্গা পুজোর নবমীর সকালে কীভাবে সাজলে দিনটার সঙ্গে তা হবে মানানসই।।




IMG_20220913_113125-1663048927351 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

দুর্গাপূজা নবমী লুক



পোশাক কেমন হবে

সকালের দিকে আপনি চাইলে শাড়ি পরতে পারেন, তবে লাল পাড় সাদা শাড়িই যে পরতে হবে তা কিন্তু নয়! আপনি হালকা রঙের বা উজ্জ্বল রঙের কোনও শাড়ি পরতে পারেন, সঙ্গে অবশ্যই মানানসই ব্লাউজ পরতে হবে। সকালের দিকে একটু গরম থাকে কাজেই শাড়ির ফ্যাব্রিক ভেবে বাছুন। সুতি, লিনেন বা হ্যান্ডলুমের শাড়ি পরতে পারেন। চাইলে খাদির শাড়িও পরতে পারেন। শাড়ি পরতে না চাইলে চুড়িদার, লং গাউন অথবা ফিউশন ড্রেস পরতে পারেন।


নবমীর সাজ যেমন হবে


IMG_20220913_113100-1663048927660 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

নবমীতে এভাবেই সাজিয়ে তুলুন নিজেকে



নবমীর সকালে মেকআপ কেমন হবে


সকালের মেকআপ কিন্তু একদম চড়া হবে না। সকালের মেকআপ হবে স্নিগ্ধ। ফাউন্ডেশন, কনসিলার, কন্টর – এগুলোকে তুলে রাখুন। মুখ ভাল করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি মেকআপ করতেই হয় তাহলে নিজের ত্বকের শেড অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। পিচ ব্লাশ অন লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিকও লাগাতে পারেন। চোখের সাজ টা রাতের জন্য তুলে রাখুন,,



IMG_20220913_113044-1663048927926 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

পুজার সাজ

সকালে ছিমছাম সাজলেও দুর্গা পুজোর রাতে যখন ঠাকুর দেখতে বেরবেন তখন বেশ জমকালো না সাজলে হয়? এই একটা রাতই তো মা থাকবেন, কাজেই নবমীর রাতের সাজ কিন্তু হতে হবে দারুণ!


সাজ হোক আরামদায়ক

শাড়ি, হার, দুল, নাকছাবি- পুজো উপলক্ষ্যে সব কিনেছেন বলেই যে একসঙ্গে পরে ফেলতে হবে এমন নয়। বরং এমন কিছু পরুন যাতে আপনি নিজে আরাম পান। অতি মেক আপ কিংবা অতি সাজ কিন্তু মোটেও ভালো লাগে না। হালকা মেক-আপ শাড়িতেই লাগে সবচেয়ে বেশি সুন্দর।


IMG_20220913_113031-1663048930152 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

নবমীর ডিফারেন্ট লুক



শাড়ির সঙ্গে ফুল মাস্ট

সরু স্লিভ ব্লাউজের সঙ্গে যদি সিল্ক কিংবা শিফন পরেন তাহলে একটা সুন্দর করে খোঁপা করুন। তাতে জড়িয়ে নিন জুঁই কিংবা বেলের মালা।

রাতের পোশাক হোক জমকালো

নবমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! পরতে পারেন সিল্কের শাড়ি অথবা শিফনের শাড়ি। সত্যি কথা বলতে এবার পুজোয় আমি নিজেই সিল্ক শাড়ি পরব,,,, তাই আপনাদেরকে বলছি যদি হাল্কা কোনো শাড়ি পরতে চান তাহলে সিল্ক শাড়ি বেছে নিতে পারেন,,,


IMG_20220913_112956-1663048928821 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

নবমীর শাড়ি কালেকশন


দুর্গা পুজোর সকালগুলোতে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু ব্যাপারটা একদম উল্টো হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন হলে একটু কন্টরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়।


IMG_20220913_112945-1663048929163 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja




প্রয়োজনে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন ,,,ব্রাউন ঘেঁষা ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে।


IMG_20220913_112914-1663048928134 দূর্গা পূজায় নবমীর সাজ যেমন হবে - Navami Dress For Durga Puja

নবমীতে এভাবে হালকা সাজে সেজে উঠুন


লিপস্টিক পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে ক্যাটস আই স্টাইলে আইলাইনার লাগাতে পারেন ,, অবশ্যই সেটিং স্প্রে লাগাবেন ,, চুল যদি স্ট্রেট থাকে ছেড়ে দেবেন মেরুন বা লাল রুমের কোন লিপস্টিক পড়তে পারে।,,,




Tags – পুজোর সাজ,, পুজোর শাড়ি কালেকশন,, ফ্যাশন টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *