Spread the love

ফাউন্ডেশন ব্যবহার করার সঠিক নিয়ম – Correct Rules For Using Foundation

খুবই জনপ্রিয় মেকআপ ফাউন্ডেশন। কেবল এির ব্যবহারেই ত্বকে নিখুঁত বেইজ মেকআপ পাওয়া সম্ভব। ত্বকের রং একই রেখে লুক পরিবর্তনে ফাউন্ডেশন সবচেয়ে কার্যকর মেকআপ সামগ্রী। আর এখন কতো ফাউন্ডেশনের ধরনে এসেছে বেশ পরিবর্তন। যার মধ্যে রয়েছে ময়েশ্চারাইজার ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন, দুই কভারেজ ফাউন্ডেশন, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ও ক্রিম ফাউন্ডেশন। ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে নির্দিষ্ট ঘরানার ফাউন্ডেশনই ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে জরুরি ফাউন্ডেশন ব্যবহারের সঠিক নিয়ম জানা।


Find-The-Perfect-Foundation-1662736769769 ফাউন্ডেশন ব্যবহার করার সঠিক নিয়ম - Correct Rules For Using Foundation

কীভাবে ফাউন্ডেশন ব্যবহার করবেন,




সঠিকভাবে ফাউন্ডেশন ব্যবহার না করলে মেকআপ করার পরেও দেখতে মোটেই ভাললাগে না।


ফাউন্ডেশন ব্যবহারের পর নিখুঁত লুক পেতে ছয়টি ধাপ মানা গুরুত্বপূর্ণ।

১. ক্লিনজিং ব্যবহার


মেকআপ করার আগে ত্বকে ক্লিনজিং ব্যবহার করা প্রয়োজন। ক্লিনজিং মিল্ক বা ক্লিনজিং ওয়াটার ব্যবহারে ত্বকে ফাউন্ডেশন ভালোভাবে বসে।

২. ময়েশ্চারাইজার ব্যবহার


ত্বক পরিষ্কারের পর ত্বকের আর্দ্রতা অনেকটা কমে যায়। ফলে ত্বকে আসে শুষ্ক ভাব। তাই ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বক অনুযায়ী একটি ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।


৩. ব্রাশ দিয়ে ফাউন্ডেশন লাগানো


অনেকেই ভুল করে হাত দিয়ে ত্বকে ফাউন্ডেশন মেশান। ত্বকে ফাউন্ডেশন না মেশার একটি অন্যতম কারণ এটি। ফাউন্ডেশন মেশানোর ভিন্ন ব্রাশ পাওয়া যায়। সেটি পরিষ্কার করে তবেই ত্বকে ব্যবহার করতে হবে।


appplying-foundation-700x431-1662736769607 ফাউন্ডেশন ব্যবহার করার সঠিক নিয়ম - Correct Rules For Using Foundation

ফাউন্ডেশন ব্যবহার করার সঠিক পদ্ধতি



৪. ব্লেন্ডার ব্যবহার


ফাউন্ডেশন ব্যবহারের পর ব্রাশ দিয়ে সম্পূর্ণভাবে মেশানো সম্ভব নয়। নিখুঁত করতে দরকার ব্লেন্ডারের।

৫. কনসিলার ব্যবহার


ত্বকের দাগ ও লালচে ভাব কমাতে কনসিলার ব্যবহার করতে হবে। কনসিলারের জন্য ব্রাশের দরকার নেই। পরিষ্কার আঙুলে প্রয়োজন মতো কনসিলার নিয়ে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে।


ফাউন্ডেশন মাখার নিয়ম


৬. পাউডার ব্যবহার


ফাউন্ডেশন সেট করতে সবার শেষে পাউডার লাগাতে হবে। সেক্ষেত্রে ট্রান্সলুসেন্ট বা প্রেসড পাউডার ব্যবহার করা ভালো। ত্বকের যেসব জায়গা সহজে তৈলাক্ত হয়, সেখানে পাউডার মেশাতে হবে।

ফাউন্ডেশনের সঠিক রং না বাছা


ফাউন্ডেশন কেনার সময় আপনার চোখ নাক খোলা রাখতে হবে,, ভাবছেন এটা আবার কেমন কথা! আজ্ঞে হ্যাঁ এটাই সত্যি কথা।। ৭৭% মেয়ে নিজেদের স্কিনটোন না বুঝে ভুল ফাউন্ডেশন কিনে ফেলেন ! আপনার জ’লাইনের ত্বকের রঙই হল আপনার ফাউন্ডেশনের রং। বেশিরভাগই হাতের উল্টো পিঠে ফাউন্ডেশনের রং মিলিয়ে দেখে নেন। ফলে একদাগ চড়া রঙের ফাউন্ডেশন মুখে মাখা হয়ে যায় আর বিপত্তি শুরু হয়।


ফাউন্ডেশন কী? ফাউন্ডেশন মাখে যেভাবে


ফাউন্ডেশনের সঠিক ধরণ না বাছা


ত্বকের রং অনুযায়ী ফাউন্ডেশনের রং বাছা যেমন গুরুত্বপূর্ণ তেমনই ত্বকের ধরণ অনুযায়ী ফাউন্ডেশন বাছতে হয়। আপনার ত্বক তৈলাক্ত হলে তেলহীন স্টিক বা পাউডার ফাউন্ডেশন বাছুন, ত্বক শুষ্ক হলে ক্রিমবেসড ফাউন্ডেশন আর ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে গন্ধহীন, প্রিজারভেটিভ ছাড়া কোনও ফাউন্ডেশন বেছে নিন। ত্বকের সাথে তাল মিলিয়ে ফাউন্ডেশন না ব্যবহার করলে মেকআপ এবং ত্বক দুইয়েরই ক্ষতি!

অনেকের ধারণা থাকে ফাউন্ডেশন বেশি করে লাগালে দেখতে ফর্সা লাগে আবার অনেকে ব্লেমিশ বা অ্যাকনের দাগ লুকোতে ফাউন্ডেশন লাগান বেশি করে। পুরো পদ্ধতিটাই ভুল। দেখুন ফাউন্ডেশনের কাজ ফর্সা দেখানো নয় আর মুখের দাগছোপ ঢাকার জন্য কনসিলার ব্যবহার করুন।


ফাউন্ডেশন ব্যবহারে সেরা ফল পেতে হলে যা করবেন

আপনি যদি সঠিকভাবে ময়শ্চারাইজড না করে মুখে ফাউন্ডেশন মাখেন তাহলে সাদা হয়ে ফাউন্ডেশন ফুটে উঠবেই। তাহলে বুঝলেন তো মেকআপ করতে ভালবাসেন বললেই হবে না, আগে মেকআপের খুঁটিনাটি জানুন। তাহলে দেখবেন আপনাকে পারফেক্ট লাগবে।

Tags – Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *