Spread the love

ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর কারণ ও সমাধান জেনে নিন – The Foundation Does Not Sit Properly On The Face! Find Out Its Causes And Solutions


নিজের স্কিনটোনের সাথে ম্যাচ করেই তো ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন কিনলাম, তারপরও মুখে কেন ঠিকঠাক বসছে না,,, এই প্রশ্ন টা অনেকের মুখেই শুনেছি। ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো সেট না হওয়ার পেছনে বেশ কতগুলো কারণ আছে। মেকআপের বেসিক কিছু টেকনিক আগে আপনাকে করতে হবে। মেকআপের স্টেপগুলো কী সেগুলো জেনে নিতে হবে। তা না হলে মেকআপ করার পর সেটা লং লাস্টিং হবে না,


550px-nowatermark-Put-on-Liquid-Foundation-Step-12-Version-5-1662737158722 ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর কারণ ও সমাধান জেনে নিন - The Foundation Does Not Sit Properly On The Face! Find Out Its Causes And Solutions

ফাউন্ডেশন ব্যাবহার এ নিয়ম

ফাউন্ডেশন কেনার আগে মাথায় রাখুন দুটি বিষয়

১) অবশ্যই স্কিনের সাথে শেইড মিলিয়ে নিবেন। আপনার স্কিন অয়েলি, ড্রাই নাকি নরমাল, সেটা খেয়াল রেখে মেকআপ প্রোডাক্টস কিনবেন। স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন সিলেক্ট করুন।



২) আরেকটা বিষয় হচ্ছে, আপনি কেমন কভারেজ চাচ্ছেন। কিছু ফাউন্ডেশন ফুল কভারেজ দেয়, আবার কিছু একদম ন্যাচারাল লুক দেয়। আপনার প্রিফারেন্স কী সেটা আগে বুঝে নিবেন। কেননা লাইট কভারেজ দেওয়া ফাউন্ডেশন দিয়ে হেভি মেকআপ।



ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসানোর উপায়

স্কিনকে তৈরি করে নিন

ফেইসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিন প্রথমেই। দরকার হলে স্ক্রাবিং করে নিতে পারেন। স্কিনে ডেড সেলস, ময়লা থাকলে মেকআপ ভালোভাবে বসবে না।


ফাউন্ডেশন ব্যাবহার সঠিক করার পদ্ধতি

স্টেপ অনুযায়ী মেকআপ অ্যাপ্লাই করুন

প্রথমে প্রাইমার দিয়ে বেইস মেকআপ শুরু করুন। অয়েলি ত্বক হলে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবেন।


এবার ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পালা। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু ফাউন্ডেশন দরকার, ঠিক ততটুকু নিয়েই ব্লেন্ড করুন। মুখে ক্রিম দেওয়ার মতো ঘষাঘষি করলে কিন্তু ফাউন্ডেশন কেকি দেখাবে! সঠিক নিয়মে ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন।



ব্লেন্ড করুন ভালোভাবে

নিখুঁত, টেকসই মেকআপের রহস্য লুকিয়ে রয়েছে ব্লেন্ডিংয়ে। অন্তত দু’মিনিট ধরে ফাউন্ডেশন ত্বকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। হেয়ারলাইন বরাবর, নাকের উপরে আর দু’পাশে, কানে ব্লেন্ড করার সময় মনোযোগ দিন।


1642691265-1662736968310-1662737158510 ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর কারণ ও সমাধান জেনে নিন - The Foundation Does Not Sit Properly On The Face! Find Out Its Causes And Solutions

ফাউন্ডেশন ফেইসে ঠিকমতো বসছে না! এর সল্যুশন দেখুন


পাউডার

ব্রাশ দিয়ে ফাউন্ডেশনের উপর পাউডারের প্রলেপ বুলিয়ে দিন। সামান্য একটু পাউডার লাগালেই কাজ হয়ে যাবে। কপাল, নাক, চিবুক তেলতেলে যাতে না দেখায়, সেটা খেয়াল রাখুন। মেকআপ দিনভর তরতাজা থাকবে!



ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় ব্রাশ বা বিউটি স্পঞ্জ ব্যবহার করুন

আমরা অনেকেই আঙ্গুল দিয়েই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলি। ঠিকমতো স্কিনে বসছে না, ভেসে ভেসে থাকছে, ফাউন্ডেশন দিলে স্কিন আনইভেন লাগছে, এসবের কারণ হতে পারে এই ভুল নিয়মে ফাউন্ডেশন লাগানো!


ফাউন্ডেশন ফেসে যেভাবে বসাবেন


সঠিক ফর্মুলা


বিভিন্ন ফাউন্ডেশনের ফর্মুলেশন বিভিন্ন রকমের হয়। যে কারণে সব ধরনের ত্বকে সব ধরনের ফাউন্ডেশন খাপ খায় না। নিজের ত্বক অনুযায়ী সঠিক ফর্মুলার ফাউন্ডেশন বেছে নিন।


তাড়াহুড়ো করবেন না


ফাউন্ডেশন শপিং কঠিন কাজ নয়। কিন্তু একটু বুদ্ধি করে কিনতে হবে। প্রথম যেটা দেখলেন সেটাই আপনার ত্বকের জন্য সেরা ভেবে নেবেন না। তাড়াহুড়ো না করে সময় নিয়ে কিনুন।!


সেটিং স্প্রে দিতে ভুলবেন না

খুব সুন্দর করে সাজগোজ করলেন, কিন্তু সেটিং স্প্রে মিস করে গেলেন। তাহলে আপনার মেকআপ লুকটা লং লাস্টিং হবে না! আমাদের দেশের আবহাওয়াতে খুব তাড়াতাড়ি মেকআপ ঘেমে নষ্ট হয়ে যেতে পারে। তাই বের হওয়ার আগে সেটিং স্প্রে দিতে ভুলবেন না কিন্তু।


Tags – মেকাপ টিপস্ ফ্যাশন টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *