Spread the love

পুজোর আগে ত্বকের সমস্ত দাগ সরিয়ে ফেলুন তুলসি পাতার সাহায্যে – Before Puja, Remove All Skin Blemishes With The Help Of Tulsi Leaves

তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান। যদি তুলসীপাতার রস পান করেন, তাহলে আপনি আপনার শরীর থেকে বিভিন্ন রকম রোগকে সরাতে পারেন,,তবে শুধুমাত্র খাওয়াই নয়, আপনি তুলসী পাতার রস যদি নিয়মিত মুখে লাগাতে পারেন তাহলে আপনার ত্বক হবে ঝকঝকে পরিষ্কার, এতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট।


tulshi-paste-1662570704096 পুজোর আগে ত্বকের সমস্ত দাগ সরিয়ে ফেলুন তুলসি পাতার সাহায্যে - Before Puja, Remove All Skin Blemishes With The Help Of Tulsi Leaves

পুজোর আগে মুখে জেল্লা ফেরানোর উপায়

গরম মানে ত্বকের হাজারও সমস্যা। এই সময় তেলতেলে ভাব ও ব্রণর সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। আবার অনেক ত্বক এই সময় অধিক শুষ্ক হয়ে যায়। গরমে শুষ্ক ত্বকের যত্ন নিতে রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। গরম কালে শুষ্ক ত্বকে ব্যবহার করতে পারেন তুলসী পাতার তৈরি প্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই প্যাক-

মুলতানি মাটি, মধু, পাতিলেবুর রস ও তুলসী পাতা বেটে প্যাক বানাতে পারেন। প্রথমে তুলসী পাতা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মুলতানি মাটি, মধু এবং পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাক সব ধরনের ত্বকের জন্য উপকারী। এতে ত্বকের সকল সমস্যা দূর হবে।


হলুদ, তুলসী পাতা, লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। হলুদ ও তুলসী পাতা এর সঙ্গে মিয়ে বেটে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।


মুখের দাগ সহজে দূর করার উপায়

১) তুলসী ফেসপ্যাক – তুলসী পাতার সাথে যদি হলুদ বাটা ভাল করে মিশিয়ে মুখে লাগাতে পারেন, তাহলে ব্রণের সমস্যা চলে যাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসপ্যাক হিসেবে কাজ করে।

২) তুলসী টোনার – এই পাতাকে জলের মধ্যে বেশ দশ মিনিট ধরে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিন, তারপর এটি ফ্রিজে ভরে রাখুন প্রায় সাত দিনের জন্য। তুলো দিয়ে খুব ভালো করে সারা মুখে লাগিয়ে নিন, আর বেশ কিছুক্ষণের জন্য রেখে দিন এইভাবে, সারা দিনে দু তিনবার করুন।


৩) তুলসী পাতার স্ক্রাবার – তুলসী পাতার সাথে সামান্য পরিমাণে চন্দন পাউডার ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সপ্তাহে অন্তত তিন দিন মুখে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।


৪) সারা মুখ ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডসে ভরে গেছে? তুলসিপাতা বাটা, মুলতানি মাটি, মধু আর লেবুর রস মিশিয়ে বানিয়ে নিন আপনার স্পেশাল ফেস প্যাক। নিয়মিত কিছুদিন মুখে লাগিয়ে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।


tulsi-1662570703945 পুজোর আগে ত্বকের সমস্ত দাগ সরিয়ে ফেলুন তুলসি পাতার সাহায্যে - Before Puja, Remove All Skin Blemishes With The Help Of Tulsi Leaves

গরমে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন তুলসি পাতা, কোন ত্বকে কীভাবে লাগাবেন দেখে নিন!


৫) তুলসিপাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে তা সারা মুখে মেখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তুলসি পাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট আছে যা ত্বক টানটান, সতেজ আর ঝলমলে রাখে।

৬) তুলসির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট পিগমেন্টেশন মোকাবিলাতেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র‍্যাডিকেল উৎপাদন হ্রাস করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। ফলে পিগমেন্টেশন কমে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদানগুলি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি এবং দূষণের বিরুদ্ধেও লড়াই করে। এই দুটিই পিগমেন্টেশনের প্রধান কারণ।


মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়


৭) তৈলাক্ত ত্বক: তুলসি পাতার রস এবং ঝিঙের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলের ঝাপটা দিয়ে ধুতে হবে মুখ। এতে তেলতেলে ভাব কমবে এবং ত্বক ঝকঝকে হয়ে উঠবে।


৮) মিশ্র ত্বক: এক চা চামচ কাঁচা হলুদ, দুই চা চামচ তুলসি পাতা, দুই চামচ পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে এক চা চামচ ওটমিল মিশিয়ে মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।




Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *