Spread the love

পুজোর আগে পরিষ্কার ত্বক পেতে ব্যাবহার করুণ টমেটো আইস কিউব – Use Tomato Ice Cubes To Get Clear Skin Before Pooja


ত্বক হবে চকচকে পরিষ্কার, জেনে নিন টমেটো আইস কিউব ফেসিয়ালের পদ্ধতি –


ভিটামিন সি নিজেই একটি অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিনের ত্বকের পরিচর্যায় অবশ্যই টম্যাটো যোগ করতে ভুলবেন না। প্রাকৃতিক উপকারী উপাদান সমৃদ্ধ টম্যাটো আইস কিউবের মাধ্যবে ত্বকের পরিচর্যার কাজটি কিন্তু খুব সহজেই করে ফেলা সম্ভব।


আমরা অনেকেই জানি, টমেটো ত্বকের জন্য ভীষণ উপকারী। টমেটোর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, তবে শুধুমাত্র ত্বকের ওপরে লাগানোর জন্যই নয়, আপনি যদি নিয়মিত টমেটো খেতে পারেন, তাহলে শরীর কিন্তু ভেতর থেকে অনেক সুস্থ থাকবে।



maxresdefault-1662570833182 পুজোর আগে পরিষ্কার ত্বক পেতে ব্যাবহার করুণ টমেটো আইস কিউব - Use Tomato Ice Cubes To Get Clear Skin Before Pooja

পুজোর আগে ঝকঝকে ত্বক পেতে মুখে লাগান টমেটো আইস কিউব


টম্যাটো আইসকিউব আপনার ত্বকে কোলেজেনের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে। তবে এর জন্য প্রতিদিন আপনার উচিত ত্বকে টম্যাটো আইসকিউব লেপন করা। টম্যাটো আইস কিউব একাধিক ত্বকের সমস্যাতেও কার্যকরী।


ত্বক থেকে বাড়তি তেল সরায়: তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন অনেকে। ত্বকে মাত্রাতিরিক্ত তৈলাক্তভাব কমাতে সাহায্য করে টম্যাটো আইস কিউব। এর ফলে ব্রণও প্রতিরোধ করা সম্ভব হয়। এখানেই শেষ নয়। টম্যাটো আইসকিউবের নিত্য ব্যবহারে ত্বক টান টান থাকে। কারণ আইসকিউব ত্বকের কোষে জ্বল প্রবেশে সাহায্য করে।


ত্বক হবে চকচকে পরিষ্কার, জেনে নিন টমেটোর ব্যাবহার

কালো দাগ: টম্যাটোয় রয়েছে উচ্চমাত্রায় লাইকোপেন। যা কালো দাগকে ত্বক থেকে সারতে সাহায্য করে।

চোখের তলায় কালি: অনেকেরই চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে। দেখতে খারাপ লাগে। সৌন্দর্য হানি ঘটায়। এই ধরনের সমস্যার দুর্দান্ত সমাধান হল টম্যাটো আইসকিউব।

টমেটোর ক্লিনজার – এক টুকরো টমেটো যদি প্রতিদিন সকাল এবং রাত্রিবেলা খুব ভালো করে মুখে ঘষে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে পারেন, তাহলে আপনার ত্বক হবে ঝকঝকে পরিষ্কার।


টমেটো স্ক্রাবার – টমেটো রসের সঙ্গে চালের গুঁড়ো এবং কফি পাউডার খুব ভালো করে মিশিয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।



Untitled-design-2022-09-01T001025.443-1662570832942 পুজোর আগে পরিষ্কার ত্বক পেতে ব্যাবহার করুণ টমেটো আইস কিউব - Use Tomato Ice Cubes To Get Clear Skin Before Pooja

ঝকঝকে ও সুন্দর ত্বক চান? মুখে লাগান টমেটো আইস কিউব


টমেটো স্কিন টনিক – টমেটো রসের সঙ্গে অ্যালোভেরা জেল, গ্লিসারিন এবং ভিটামিন ই অয়েল খুব ভালো করে মিশিয়ে একটি পাত্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এই মিশ্রণটি মাঝে মধ্যেই মুখে লাগিয়ে নিন, দেখবেন আপনার ত্বক কত সুন্দর এবং উজ্জ্বল হয়ে গেছে।


টমেটো আইসকিউব – যদি অতিরিক্ত র‍্যাশ, ব্রণের সমস্যা থাকে, তাহলে অবশ্যই টমেটোর রসকে আইসকিউব ট্রেতে রেখে বেশ ঠাণ্ডা করে জমিয়ে নিয়ে মাঝে মধ্যে একেকটা আইস কিউব নিয়ে ভালো করে মুখে ঘষে ফেলুন। আপনার ত্বক অনেক উজ্জ্বল সুন্দর পরিষ্কার হয়ে যাবে।


পুজোর আগে সুন্দর ত্বক পেতে টমেটো আইস কিউব ব্যাবহার করুন


টমেটো নাইট ক্রিম – টমেটোর রসের সঙ্গে পরিমাণমতো অ্যালোভেরা জেল এবং ফ্ল্যাক্স সিড জেল খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রনকে অবশ্যই আপনাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন অসাধারণ এই মিশ্রণটি।




Tags – টমেটো আইস কিউব ব্যাবহার ,, স্কিন টিপস্,, স্কীন কেয়ার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *