Spread the love

Skin Care Tips At Home: বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়


গরমে ত্বকে ট্যানিং (Tanning) মস্ত বড় একটি সমস্যা। তাই অনেকেই ত্বকের জেল্লা হারিয়ে ফেলেন। আর সেই জেল্লা ফিরে পেতে পার্লারে গিয়ে নামী-দামী ফেসিয়াল ও বিভিন্ন পন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু এই কাজটি যে সবসময় সাহায্য করে, তাও নয়। তাই সামনেই পুজো। এখন থেকেই ত্বকের খেয়াল রাখা শুরু করে দিন… উজ্জ্বল (Bright Skin) ও স্বাস্থ্যকর ত্বক (Healthy Skin) পেতে রান্নাঘরের একটি উপকরণকে কাজে লাগান। বেসন।


IMG_20230915_145821-1694770109981 Skin Care Tips At Home: বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়

Natural skin care tips at home

বেসন মূলত ত্বক পরিষ্কার এবং এক্সফোলিয়েট করতে ব্যবহৃত হয়। এটি হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ট্যান দূর করতে- 4 চা চামচ বেসন, 1 চা চামচ লেবু, ও টক দই এটি সারা মুখে এবং ঘাড়ে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে গেছে।।

Skin care tips at home for glowing skin

বেসন, দই, এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বকের সমস্ত ময়লা দূর হয়ে গেছে।।

Skin care tips at home for dry skin

মুখের অবাঞ্ছিত লোম- বহুদিন ধরেই মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেসন ব্যবহার হয়ে আসছে। বেসনের সাথে কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখের লোমে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Best skin care tips at home

বেসনের সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে রোজ স্নানের আগে ভালো করে মুখে, গলায়, ঘাড়ে লাগে অন্তত আধঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।


বেসন দিয়ে রূপচর্চা


টমেটো আমাদের ন্যাচারাল ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে টমেটোর রসের সঙ্গে যদি বেসনকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখে, গলায়, পিঠে এবং যদি সারা গায়ে লাগাতে পারেন এক ঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন। তাহলে দেখবেন আপনার ত্বক পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *