Spread the love

এবার পুজোতে নজরকাড়া স্মোকি আই মেকআপ করুণ – Now Do Eye-Catching Smokey Eye Makeup For Pujo

পুজোর আর কয়েকদিন বাকি। এর মধ্যেই নিশ্চয়ই হাজারও প্ল্যান করে ফেলেছেন? কোনদিন কোথায় যাবেন, কার কার সঙ্গে দেখা করবেন, কোন পোশাকটা পরবেন! কোন দিন কি পোষাক পরবেন,, বিকেলের কোনও এক সাজে বা রাতের জমকালো পোষাক এর সাথে রাখতে পারেন স্মোকি আই লুক। গত কয়েক বছর ধরে ট্রেন্ড করছে স্মোকি আই লুক। অভিনেতা থেকে বড় বড় মডেলরা বেশ পছন্দ করেন চোখের এই সাজ! দেখে নিন কীভাবে আনবেন পারফেক্ট স্মোকি আই লুক!



IMG_20220904_225254-1662312192180 এবার পুজোতে নজরকাড়া স্মোকি আই মেকআপ করুণ - Now Do Eye-Catching Smokey Eye Makeup For Pujo

নজরকাড়া লুক চাই এই টিপস গুলী ফলো করুন



স্মোকি আই মেকআপ করতে চান অথচ একগাদা আইশ্যাডো পরতেও ক্লান্তি লাগছে? অসুবিধে নেই, শুধু একটা কাজল থাকলেই হবে। শিখে নিন কীভাবে আপনার চিরবিশ্বস্ত কাজল পেন্সিল দিয়েই করে ফেলতে পারেন নিখুঁত স্মোকি আই মেকআপ!

মেকআপের প্রথম ধাপ হল ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং। আপনার ত্বকের ধরন অনুসারে সেরে নিন ঝটপট। তারপর মুখে লাগিয়ে নিন ফাউন্ডেশন। জেল বা ওয়াটার বেস ফাউন্ডেশন মাখলে ঘাম কম হবে। এবার লাগান কনসিলার চোখের চারপাশে ও মুখে কোনও দাগ থাকলে।


ফ্যাশনে ট্রেন্ড করছে স্মোকি আই! জানুন কীভাবে করবেন ধাপে ধাপে


এবার চোখের মেকআপের পালা। চোখের উপরের আর নিচের পাতায় প্রথমে আই প্রাইমার লাগিয়ে বেস তৈরি করে নিন। এতে কাজল বা লাইনার ধেবড়ে যাবে না। পাতার খাঁজ বরাবর কালো বা ধূসর আইশ্যাডো লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিন। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে আপনার চোখের পাতা থেকে আইশ্যাডো যত উপরের দিকে হবে, ততই তার গাঢ় ভাব কমবে।


এই পুজোয় নিজেকে সাজিয়ে তুলুন পছন্দের মেকআপে, জেনে নিন স্মোকি আই করার পদ্ধতি


যখন আমরা কোনো ডার্ক স্মোকি আই মেকআপ করতে যাব, তখন চোখে আই প্রাইমারের পাশাপাশি একটা বেইজ কিন্তু মাস্ট। যেমন- ব্ল্যাক স্মোকি আই মেকআপ করতে চাইলে প্রথমে একটা ব্ল্যাক কাজল আই লিডে লাগিয়ে নিয়ে সেটা ব্লেন্ড করে নিবেন এরপর ব্ল্যাক আইশ্যাডো লাগাবেন।


অনেক সময় দেখা যায় বেইজ মেকআপ করে ফেলার পর ভারি এবং ডার্ক স্মোকি কোনো আই লুক করতে গেলে আন্ডার আইটাও ডার্ক লাগে। এটা ডার্ক কালারের আইশ্যাডোগুলো ফল আউটের কারণে হতে পারে। তাহলে ডার্ক কোনো স্মোকি লুক করতে চাইলে আগে আই মেকআপ করে নিন।


স্মোকি আই লুক করার পদ্ধতি


স্মোকি আই মেকআপ করলে আন্ডার আইটা কিন্তু ব্রাইট হওয়া জরুরি। তাই স্কিনের থেকে ২-৩ শেড লাইট কোনো কনসিলার দিয়ে অবশ্যই আন্ডার আইটা হাইলাইট করে নিবেন। এতে করে স্মোকি লুকটা সুন্দর ফুটে উঠবে এবং ফ্রেশ লাগবে দেখতে।



IMG_20220904_225240-1662312192392 এবার পুজোতে নজরকাড়া স্মোকি আই মেকআপ করুণ - Now Do Eye-Catching Smokey Eye Makeup For Pujo

পুজোর আই লুক


আইব্রো ড্র করার ইম্পরটেন্স নিয়ে আমি সবসময় বলি। স্মোকি আই মেকআপে কিন্তু এই বিষয়টা আরো বেশী গুরুত্বপূর্ণ। স্মোকি আই মেকআপটা ফুটিয়ে তুলতে হলে অবশ্যই আইব্রোগুলো সুন্দর করে এঁকে নিবেন।


স্মোকি আই মেকআপ-এর সাথে লং উইংড আইলাইনার দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই স্মোকি আই মেকআপ-এর সাথে জাস্ট টাইটলাইনিং করে নিতে পারেন অথবা চাইলে শুধু আইল্যাশ ঘেঁষে চিকন করে আই লাইনিং করে নিতে পারেন।


এভাবেই করতে পারেন –


চোখের উপর আর নিচের পাতায় কালো কাজল দিয়ে গাঢ় রেখা আঁকুন। ওয়াটারলাইনেও খানিকটা কাজল স্মাজ করে দেবেন। চোখের পাতাটা একটু উপর দিকে তুলে ভিতরেও খানিকটা কাজল লাগিয়ে দিন। চোখের উপরের পাতার একেবারে কোল ঘেঁষেও খানিকটা কাজল লাগান।


গোল মাথা আর ঘন রোঁয়াদার একটা শক্ত ব্রাশ নিন, কাজলের রেখাটাকে একটু কোমল করে দিতে হবে।

ওই ব্রাশটি ব্যবহার করেই কাজলের রেখা চোখের বাইরের দিকে সামান্য একটু টেনে দিন পাখির ডানার মতো করে। শেষের দিকটা নিচে যেন নেমে না যায়, তা হলে চোখটা ছোট দেখাবে।


দু’দিকের চোখ আঁকা হয়ে গেলে ভুরুর মাঝের ফাঁকা জায়গাগুলো ভরে দিন পাউডার ফিনিশ পেনসিল দিয়ে। খুব হালকা হাতে ফাঁক ভরবেন, ভুরুর মেকআপ বাড়া বাড়ি রকমের হয়ে গেলে কিন্তু চোখের অত সুন্দর সজ্জার দিক থেকে নজর সরে যেতে পারে।



এবার পুজোতে আই মেকাপ যেভাবে করবেন


চোখের একেবারে ভিতরের দিকের কোণে একটু হাইলাইটার লাগিয়ে আঙুলের ডগার আলতো স্পর্শে মিলিয়ে দিন।

চোখের উপর আর নিচের ওয়াটারলাইনে ফের কাজলের ঘন রেখা টেনে নিন।


মনে রাখবেন, চোখের মেকআপ যত বেশি হবে, আপনার বাদবাকি সাজ ততই মিনিমাল হবে। তাই গালো ও ঠোঁটে ব্যবহার করুন ন্যুড লিপস্টিক ও ব্লাশার। হালকা গোলাপি শেডের লিপস্টিকও ভালো মানাবে। এবার আর কি! পছন্দের পোশাক পরে বেরিয়ে পড়ুন ঘুরু ঘুরু করতে।




Tags – Eye Makeup Eye Look

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *