Spread the love

অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন – On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup

সামনেই পুজো ,,,কাচের মতো স্বচ্ছ ত্বক, ঝিকিয়ে ওঠা চোখের তারা, গোলাপ পাপড়ির মতো ঠোঁট পেতে আমরা সবাই ট্রাই করছি নানান কিছু,,, আর ভাবছি ইস, যদি আমারও অমন তকতকে ত্বক থাকত! যদি চুলের কালোয় পিছলে যেত আলো! বিশেষ করে এই উৎসবের সময়টায় নিজেকে সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে তোলার ইচ্ছে হয় প্রায় সকলের!


IMG_20220904_231706-1662313649306 অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন - On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup

অষ্টমীতে সেজে উঠুন হাল্কা মেকাপে



তবে নিশ্চিন্ত থাকুন, বাকিদের মত আপনিও ইচ্ছে করলেই আপনিও হয়ে উঠতে পারেন ওইরকমই উজ্জ্বল রূপসী। আর তার জন্য একগাদা মেকআপ প্রডাক্ট কেনারও দরকার নেই। হাতে গোনা কয়েকটা ভালো মেকআপ সরঞ্জাম আর কিছু কৌশল জানা থাকলেই হবে!


অষ্টমীর লুক


তরতাজা মুখ আর তার সঙ্গে ন্যুড অথবা খুব হালকা মেকআপই এ বছর উৎসবের মরশুমে সেজে ওঠার মূল কথা। সত্যি বলতে দুর্গাপুজোর সময় বেশ গরমই থাকবে, তাই অতিরিক্ত ভারী মেকআপ করতে গেলে গরমে গলে যাওয়ার আশঙ্কাও থাকবে। পাশাপাশি যাঁদের অতিরিক্ত ঘামের ধাত বা তেলতেলে ত্বক, তাঁদেরও বেশি মেকআপ নিয়ে অসুবিধেয় পড়ার কথা। তাই পুজো পারফেক্ট মেকআপের গোড়ার কথা হল বাড়াবাড়ি না করা। রাতের বেলা প্যান্ডেলে বসে আড্ডা দেওয়ার সময় যদিও বা একটু ঝলমলে সাজতে পারেন,


অষ্টমীর মেকাপ


IMG_20220904_231515-1662313649577 অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন - On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup

অষ্টমীর সাজ



কীভাবে তৈরি করবেন পূজোর পারফেক্ট লুকটি:

মুখ ধুয়ে পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। হাতে সময় থাকলে ময়েশ্চারাইজ়ারটা কিছুক্ষণ মাসাজ করে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন, তাতে একটা আলগা দীপ্তি আসবে। এরপর হাতে একটু ক্রিম ফাউন্ডেশন নিয়ে আঙুল দিয়ে ফোঁটা ফোঁটা করে সারা মুখে লাগিয়ে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ম্যাট কমপ্যাক্টের প্রলেপে ফাউন্ডেশন সেট করে নিন। কমপ্যাক্টের বদলে রংহীন ট্রান্সলুসেন্ট পাউডার বা লুজ় ফেস পাউডারও ব্যবহার করতে পারেন।


IMG_20220904_231444-1662313649894 অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন - On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup

লাল শাড়ি লুক অষ্টমী স্পেশাল!


কনট্যুরিং? নাকি স্ট্রোবিং?

হলিউড স্টারদের মতো এফেক্ট আনতে চান মুখে? তা হলে স্ট্রোবিংয়ের মতো টেকনিক ট্রাই করে দেখুন। এতকাল মেকআপ আর্টিস্টরা ছিলেন কনট্যুরিংয়ের ভক্ত, আজকাল খুব চলছে স্ট্রোবিং। মুখে কাটাকাটা ভাব নিয়ে আসতে এখন আর গাঢ় শ্যাডো ব্যবহার করা হয় না, বরং হালকা শেডের ক্রিম ইলিউমিনেটর বা পাউডার হাইলাইটার দিয়ে মুখে চোখাভাব নিয়ে আসা হয়।

হেয়ারলাইন, জ লাইন, চিকবোন, নাকের উপর আর দু’ পাশ ভালো করে ফাউন্ডেশন দিয়ে কনট্যুর করে নিতে হবে।

একটু হাসুন, দু’ গালের নরম অংশ ফুলে উঠবে। হালকা কমলারঙের ক্রিম ব্লাশ নিয়ে গালের উপরে ফোলা জায়গাটায় ব্রাশের লম্বা স্ট্রোকে লাগিয়ে নিন।


অষ্টমীর সকালে হালকা সাজেই পুজোয় হয়ে উঠুন মোহময়ী


গাঢ় কালো কাজল পেনসিল বা জেল লাইনার দিয়ে চোখের উপরের আর নিচের ল্যাশলাইন এঁকে নিন। নিচের পাতায় কাজল কোণের দিকে সামান্য স্মাজ করে দিলে স্বাভাবিক দেখতে লাগবে। দিনের বেলা এটুকুই যথেষ্ট!


IMG_20220904_231544-1662313650657 অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন - On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup

দুর্গাপুজোর অষ্টমীর লুক যেমন হবে



চোখে বাড়তি আবেদন আনতে ভিতরদিকের কোনায় সামান্য হাইলাইটার ছুঁইয়ে নিন।


হালকা গোলাপি লিপস্টিক পরে নিন। ফিকে রঙের আভা আপনার মুখে অন্য মাত্রা যোগ করবে। রাতে অবশ্য একটু গাঢ় রং পরতেই পারেন!গ্লসি, ম্যাট দুটোই ফ্যাশনেবল, নানা শেডের লাল পাওয়া যায়৷ অথবা পছন্দমতো বেরি, ব্রাউন, ওয়াইন রং বেছে নিতে পারেন৷


ভারতীয় পোশাক পরছেন কপালে ছোট্ট একটা টিপ না পরলে কি আর ভালো দেখাবে৷


চুলটা ভালো করে আঁচড়ে নিন, তারপর জয়ার মতো মাঝখানে সিঁথি করুন। আপনি অভ্যস্ত হলে ধারেও সিঁথি করতে পারেন। গোটা চুলটা পিছনে নিয়ে একটা পনিটেল বেঁধে নিন। সামান্য স্টাইলিং জেল লাগিয়ে নিলে চুলে একটা বাড়তি ঔজ্জ্বল্য আসবে, উড়ো চুলও আর মুখে পড়বে না।



IMG_20220904_231455-1662313650266 অষ্টমীর দিন সকালে হাল্কা মেকাপে সেজে উঠুন - On The Morning Of Ashtami, Dress Up With Light Makeup




চুল আগে থেকে শ্যাম্পু করে রাখবেন। পিছনে ব্যাকক্লিপ দিয়ে আটকে বাকিটা খোলা রাখুন বা কায়দার একটা হাতখোঁপা বেঁধে নিন। এটা পুরোপুরি আপনার স্বাচ্ছন্দ্যের উপরে নির্ভর করবে।


পুজোর সাজ কমপ্লিট! এবার দেখুন সবার নজর ঘুরেফিরে কীভাবে আপনার উপরেই এসে আটকে যায়!।।।।।



Tags ,- অষ্টমীর সকালে হালকা সাজ,,, অষ্টমীর সাজ,, মেকাপ লুক,,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *