ন্যুড মেকআপ কি ? কীভাবে করবেন বাড়িতেই ন্যুড মেকআপ – What Is Nude Makeup? How To Do Nude Makeup At Home
ন্যুড মেকআপ লুক আজকাল খুব ট্রেন্ডিং চলছে। আপনি যদি লাইট মেকআপ করা পছন্দ করেন তবে এই ন্যুড মেকআপ একদম পারফেক্ট মেকাপ।। আপনি আপনার মুখে কেবল ফাউন্ডেশন লাগান। তারপরে চোখে হালকা আইশ্যাডো লাগান এবং তারপর আই-লাইনার লাগাতে পারেন। হালকা বাদামী রঙের ব্লাশার লাগান এবং আপনার মেকআপটি সম্পূর্ণ করতে ঠোঁটে হালকা বাদামী রঙের লিপস্টিক দিন।
নুড মেকআপ: কী করবেন, কী করবেন না, জেনে নিনসব কিছু
তরতাজা মুখ আর তার সঙ্গে ন্যুড অথবা খুব হালকা মেকআপই এ বছর উৎসবের মরশুমে সেজে ওঠার মূল কথা। সত্যি বলতে দুর্গাপুজোর সময় বেশ গরমই থাকবে, তাই অতিরিক্ত ভারী মেকআপ করতে গেলে গরমে গলে যাওয়ার আশঙ্কাও থাকবে। পাশাপাশি যাঁদের অতিরিক্ত ঘামের ধাত বা তেলতেলে ত্বক, তাঁদেরও বেশি মেকআপ নিয়ে অসুবিধেয় পড়ার কথা।
এখন মেকআপের জগতে একটা নতুন কনসেপ্ট হল ন্যুড মেকআপ, যেটা কোন দিনই পুরনো হবার নয়। খুব ক্লাসি একটা লুক। সবসময় চড়া মেকআপ একদমই ভালো লাগে না। কিন্তু মেকআপ না করেও থাকা যায় না।
নুড মেকআপের ক্ষেত্রে একটা বিষয় বলার আছে, অনেকেই এই লুকটি পছন্দ করলেও ঠিকভাবে সেটা ফুটিয়ে তুলতে পারেন না। তার কারণ আর কিছুই নয়। অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না যে কীভাবে নুড লিপস-এর সঙ্গে আই মেকআপ করবেন, অথবা চোখের মেকআপ যদি গাঢ় করেন, তা হলে কোন ধরনের নুড শেড ঠোঁটে লাগাবেন। আবার অনেকে তো ব্লাশ কীভাবে বাছবেন, সেটা নিয়েও কনফিউশনে ভোগেন!
কীভাবে করবেন ন্যুড মেকআপ দেখে নিন পর পর স্টেপ
ন্যুড মেকআপ মানেই এখানে ব্যবহার করা হবে হালকা শেডস। লিপস্টিক থেকে শুরু করে,আইশ্যাডো সবই ব্যবহার করা হয় হালকা শেডসের, যাতে সেই ক্লাসি লুকটা ফুটে ওঠে। এটাই ন্যুড মেকআপের বিশেষত্ব। কীভাবে করবেন এই ক্লাসি ন্যুড মেকআপ দেখে নিন।
এবার পুজোয় করুন ন্যুড মেকআপ
মুখকে রেডি করা
মুখ রেডি করা কিন্তু খুব দরকার। মুখের সমস্ত ময়লা, পুরনো মেকআপ পরিষ্কার করা কিন্তু খুবই দরকার। না হলে সেই লুকটা কিন্তু পাওয়া যাবে না। কারণ এখানে ফাউণ্ডেশন দিয়ে মুখকে খুব বেশী ঢাকা যাবে না। তাই মুখ পরিষ্কার না থাকলে কিন্তু মুখ কালো লাগবে।
ময়েশ্চারাইজার
মুখ পরিষ্কার করার পর অবশ্যই কিন্তু মুখকে ময়েশ্চারাইজড করা খুব দরকার। না হলে স্কিন শুকিয়ে, সেই রেডিয়েন্ট লুকটাই কিন্তু আসে না। আর ময়েশ্চারাইজার লাগানো মানে মেকআপের বেস তৈরি করা, যাতে মেকআপটা বসতে পারে।
ন্যুড মেকাপ যেভাবে করবেন
অনেক বিউটি এক্সপার্টই একদম ন্যুড লুকের জন্য ফাউণ্ডেশনকে স্কিপ করতে বলেন। কিন্তু আবার অনেকেই ফাউণ্ডেশন লাগান। কিন্তু সেটা হালকা করে যাতে বোঝা না যায়। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন মুস ফাউণ্ডেশন, যেটা বেশী লাগালেও একদম হালকা ন্যাচারাল লুক দেয়।
পুজোর মেকাপ
যদি গ্ল্যামারাস লুক চান, তবে গোল্ডেন আই শ্যাডো লাগান। এর পরে বোল্ড লাইনার লাগান। সবকিছুর আগে, ত্বক অনুযায়ী আপনার মুখে ফাউন্ডেশন লাগান। তারপরে, সোনালি রঙের আইশ্যাডো প্রয়োগ করুন এবং তারপর আই-লাইনার লাগান। চোখ খুব সুন্দর দেখাতে আপনি মাসকারাও লাগাতে পারেন। এরপরে আপনি মুখে হালকা গোলাপী রঙের ব্লাশার লাগান। তারপরে আপনি যেকোনও হালকা রঙের লিপস্টিক লাগাতে পারেন।
কিন্তু যদি অন্য ফাউণ্ডেশন ব্যবহার করেন তাহলে একদম অল্প লাগাবেন। যাই হোক ফাউণ্ডেশন আপনি লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন। কিন্তু তার আগে কন্সিলার কিন্তু অবশ্যই লাগাতে হবে।
ন্যুড লুকেও কিন্তু ব্লাশ করা জরুরী। তবে এক্ষেত্রে একদম হালকা শেড ব্যবহার করবেন। ব্লাশনের একদম ন্যাচারাল হালকা যে শেডসগুলো থাকে এবং আপনার স্কিন টোনের সাথে যেটা ভালো লাগবে সেটাই দিন। যেমন ফর্সা টোনের ক্ষেত্রে হালকা পিঙ্ক, পিচ আর ডার্ক স্কিন টোনের ক্ষেত্রে হালকা করে ব্রাউন ভালো লাগবে।
ন্যুড আই
প্রথমে আইব্রো হাইলাইট করে নিন। যেহেতু এখানে আই মেকআপ একদম হালকা হবে, তাই আইব্রো হাইলাইট করলে ভালো লাগবে। আইশ্যাডো প্যালেটে যে ব্ল্যাক বা ব্রাউন আইশ্যাডো রয়েছে সেটা দিয়ে হাইলাইট করতে পারেন।
পিঙ্ক মেকআপ
আপনি পিঙ্ক আইশ্যাডো এবং পিঙ্ক লিপস্টিক দিয়েও মেকআপ করতে পারেন। সবার আগে মুখে মেকআপের বেস তৈরি করুন। বেস তৈরির পরে, চোখের উপর পিঙ্ক আইশ্যাডো লাগান।
ন্যুড লুকে কখনই অত ভারী আই মেকআপ হবে না। তাই অনেকেই লাইনার স্কিপ করে যায়। প্রথমে শুধু আইশ্যাডো দিয়ে চোখকে হাইলাইট করে নিন। এরপর মোটা করে জাস্ট মাস্কারা লাগান। ফলস চোখের পাতাও ব্যবহার করতেই পারেন, মোটা করে মাস্কারাই চোখকে সুন্দর করে তুলবে।
ন্যুড লিপ
ন্যুড লিপসের জন্য ব্যবহার করতে হবে ন্যুড লিপ কালার, ন্যুড লিপ গ্লস বা একদম হালকা ন্যাচারাল কালার। প্রথমে লিপস্টিক লাগিয়ে নিন। ন্যুড লুকের ক্ষেত্রে ম্যাট ভালো লাগে। এমন কালার লাগাবেন যাতে দূর থেকে দেখে মনে হয় ঠোঁটে লিপস্টিক লাগানো হয়নি। একদম হালকা রঙ এটাই ন্যুড লুকের বৈশিষ্ট্য। তবে ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।
Tags – ন্যুড মেকআপ টিপস,, পুজোর মেকাপ