Spread the love

পুজোর আগে চকচকে স্কিন পেতে জেনে নিন রূপচর্চার সিক্রেট – Know The Secret Of Beauty To Get Shiny Skin Before Puja


সুন্দর ও মসৃণ ত্বক(Healthy Skin) কে না চায় বলুন তো? আমরা সবাই তো চাই। কিন্তু মরশুম, দূষণ, রোদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরাও যেন ক্লান্ত হয়ে পড়ি। ত্বক হবে ঝকঝকে পরিষ্কার, এই ঝকঝকে ত্বক আপনি যদি পেতে চান তাহলে আপনাকে মেনে চলতে হবে রূপচর্চার কয়েকটি সহজ বিউটি টিপস।


সারাদিনের ক্লান্তির কারণে আমাদের মুখের সতেজতাও কোথাও হারিয়ে যায়। এটা নতুন কোনও ব্যাপার নয়। আর এই অবস্থায় কোথাও বাইরে যেতে হলে বিবর্ণ মুখ নিয়ে যেতেও ভাল লাগে না। বাড়িতে বসেই সে কাজ করা যাবে। সময়ও লাগবে খুব কম। ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস সে কাজ সেরে ফেলতে পারে।

গ্লাস স্কিন আসলে কী

গ্লাস স্কিনের রহস্য কিন্তু নামের মধ্যেই বলে দেওয়া। গ্লাস স্কিন মানে কাচের মতো ঝকঝকে, পরিষ্কার, দাগহীন ত্বক। এই ত্বক হবে কোমল, উজ্জ্বল। গ্লাস স্কিন পরিচর্যা ত্বক এমনভাবে আর্দ্র রাখে, দেখে মনে হয় দারুণ ময়েশ্চারাইজড আর কাচের মতো স্বচ্ছ। এটাকে বেবি লুক বলছেন কেউ কেউ।


cover-1532695875-1618901113-1662210687173 পুজোর আগে চকচকে স্কিন পেতে জেনে নিন রূপচর্চার সিক্রেট - Know The Secret Of Beauty To Get Shiny Skin Before Puja

পুজোর আগেই পাবেন অসাধারণ গ্লো, পেতে ত্বকের যত্নে টিপস


এশিয়ান স্কিন কেয়ার রুটিনে যখন এই ডবল ক্লিনজিং বিষয়টি ইন্ট্রোডিউস হল, তারপর আর ফিরে তাকাতে হয়নি।


ক্লিনজিং করার পরেই মুখ পরিষ্কার রাখার পরবর্তী ধাপ হল টোনার ব্যবহার। পরিষ্কার মুখে আমাদের সবসময়ই টোনার ব্যবহার করা উচিত। এতে ত্বক ভালো থাকে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য টোনার খুবই উপযোগী। এটি ব্যবহার করলে আপনার ত্বকে একটি সুরক্ষা স্তর তৈরি হয়। আপনার ত্বকের পিএইচ-র ভারসাম্য বজায় থাকে। ত্বকের নানা সমস্যাই সমাধান করতে পারে টোনার।


কারণ পিএইচ ভারসাম্য নষ্ট হলেই ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। একটি তুলোর প্যাড নিন।


পুজোয় আপনার ত্বকের জেল্লা দেখে চমকে যাবেন সবাই জেনে নিন রূপচর্চার সিক্রেট


স্কিনকেয়ার রুটিনে এই এসেন্সের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেস সিরামের মতোই এই এসেন্স আসলে একটু হালকা হয়। সিরাম ও টোনারের মাঝামাঝি এই উপাদান আপনি সহজেই ত্বকে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে হাইড্রেশন বজায় রাখে।


এছাড়াও আপনার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই ফেস সিরাম থাকা প্রয়োজন। সিরাম শুধুই আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে তা নয়, বরং আপনার স্কিনটোন ঠিক রাখে, আপনার ত্বকে বলিরেখা কম করে।


ত্বক ময়শ্চারাইজ করতে কখনও ভোলা উচিৎ নয়।। তাই আপনার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই ময়শ্চারাইজিং যেন থাকে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। হালকা ময়শ্চরাইজার বেছে নিন। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নেবেন ময়শ্চারাইজার। এটা ছাড়া কিন্তু আপনার স্কিনকেয়ার রুটিন সম্পূর্ণ হবে না।


এছাড়াও,,,,


ভাতের ফ্যান – ভাত খাওয়ার সময় ভাতের ফ্যান আমরা ফেলে দিই। ভাতের ফ্যান একেবারেই ফেলবেন না। ভাতের ফ্যান আপনি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আর যদি খুব মোটা মনে হয়, তাহলে এর সঙ্গে মিশিয়ে নিন গ্রিন টি অথবা শসার রস অথবা গোলাপজল।


চাল ভেজানো জল – আমরা ভাত রান্না করার সময় চাল খানিকক্ষণ ভিজিয়ে রাখি। তারপরও সেই জল ফেলে দিই, আপনি কি জানেন এই জল আপনার ত্বকের জন্য কত ভালো। এই জলকেও আপনি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, এই জল খুব ভালো স্কিনের টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে।


বরফ

অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই যদি আবার কোথাও যেতে হয়, তাহলে অবশ্যই চাইবেন মুখ যেন নিষ্প্রাণ না হয়ে থাকে। মুখকে সতেজ করতে, ফ্রিজার থেকে কয়েকটা বরফের টুকরো বের করে নিন। এটি জলে রাখুন এবং এটি গলতে দিন। বরফ সম্পূর্ণ গলে গেলে এবং জল খুব ঠান্ডা হলে একই জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ সতেজ দেখাবে।


দুধ

ফ্রিজে রাখা দুধও মুখে আনতে পারে নতুন আভা। কিছু দুধ বের করে তাতে একটি তুলোর বল ডুবিয়ে পুরো মুখ মুছে নিন।


গোলাপ জল

আপনি চাইলে দুধের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এতে থাকা উপাদান মুখের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে খুব সহায়ক।


গ্রিন টি

গ্রিন টি ব্যবহারেও মুখকে সতেজ দেখায়। গ্রিন টি প্যাকেট জলে কিছুক্ষণ রেখে দিন। পরে এই জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই মুখের সমস্ত ক্লান্তি দূর হয়ে ফ্রেশ দেখাবে।



Tags – Skin Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *