Spread the love

লিপস্টিক কেবল ঠোঁট রাঙাতেই নয়, আপনার মেকআপ এর কাজেও দুর্দান্ত কাজ করে – Lipstick Works Great Not Only For Coloring Lips But Also For Your Makeup

কথায় আছে নানা রঙে রাঙার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয়না মাথায় বুদ্ধি থাকলে সব হয়। মেয়েদের সব থেকে প্রিয় জিনিস হলো লিপস্টিক,,

ঝটপট ঝলমলে হয়ে হতে গেলে সামান্য লিপস্টিকের প্রলেপই যথেষ্ট। তাই বছরের পর বছর ধরে মেকআপ এসেনশিয়ালসের অন্যতম হয়ে থেকে গিয়েছে এই লিপস্টিক। কিন্তু লিপস্টিক যে কেবলমাত্র ঠোঁটের সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয়, এটি আরও নানা কাজে ব্যবহার করা যায়। মেয়েদের লিপস্টিকের প্রেম চিরন্তন।মেকআপের ধারপাশ দিয়েও হাঁটেন না এমন মেয়েরাও বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু না হোক অন্তত ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নেন।



80189640-1661700745376 লিপস্টিক কেবল ঠোঁট রাঙাতেই নয়, আপনার মেকআপ এর কাজেও দুর্দান্ত কাজ করে - Lipstick Works Great Not Only For Coloring Lips But Also For Your Makeup

কেবল ঠোঁট রাঙাতেই নয়, লিপস্টিক দিয়ে সারতে পারেন এই কাজগুলি…


মেয়েদের কাছে লিপস্টিক মানেই আত্মবিশ্বস। মন খারাপ হলে পছন্দের শেডটি লাগিয়ে বেরিয়ে পড়লে হতাশা বা ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমেষে। তবে লিপস্টিক শুধু আপনার ঠোঁটকেই মোহমীয় করে তোলে তা কিন্তু নয়, এটির আরও অনেক গুণ রয়েছে। দেখে নিন কোন কোন কাজে এটি ব্যবহার করতে পারেন,,


দাগ-ছোপ লুকোতে


আপনার মুখে দাগ ছোপ থাকলে মেকআপে কালার কারেক্টর ব্যবহার তো হয়। তবে যদি দেখেন সেটি নেই বা ফুরিয়ে গিয়েছে তাহলে লিপস্টিক ব্যবহার করতে পারেন। আপনার স্কিনটোন যদি উজ্জ্বল হয় তাহলে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করতে পারেন পিচ/কোরাল কালারের লিপস্টিক। মুখে যেখানে দাগ রয়েছে সেখানে লিপস্টিক লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন। দাগ ছোপ ঢাকা পরে যাবে সব।


Concealer-1661700745064 লিপস্টিক কেবল ঠোঁট রাঙাতেই নয়, আপনার মেকআপ এর কাজেও দুর্দান্ত কাজ করে - Lipstick Works Great Not Only For Coloring Lips But Also For Your Makeup

লিপস্টিক দিয়ে মেকাপ কমপ্লিট করুণ


ক্রিম কন্ট্যুর

হেভি বা গর্জিয়াস মেকআপের সঙ্গে ক্রিম কন্ট্যুরিং করে নিলে দেখতে আরও সুন্দর হয়। আপনার কাছে যদি ডার্ক কালারের কনসিলার না থাকলে, তাহলে ডার্ক কালারের লিপস্টিকটাই ব্যবহার করুন।


ব্লাশার

গালে ন্যাচারাল এবং সুন্দর পিংকিশ আভা আনতে চাইলে ব্লাশারের ব্যবহার করা হয় এ তো সকলেই জানি। কিন্তু চাইলে কিন্তু আপনার পছন্দের রঙের লিপস্টিকটি ব্যবহার করতে পারেন ক্রিম ব্লাশ হিসেবে। এর জন্য একটু লিপস্টিক আপনার আঙুলে নিয়ে আপনার গালে লাগিয়ে নিন। এবার আঙুল বা বিউটি স্পঞ্জের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিন।


blush-1661700745230 লিপস্টিক কেবল ঠোঁট রাঙাতেই নয়, আপনার মেকআপ এর কাজেও দুর্দান্ত কাজ করে - Lipstick Works Great Not Only For Coloring Lips But Also For Your Makeup



আইশ্যাডো

আইশ্যাডো না থাকলে লিপস্টিক দিয়েও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু লিকুইড লিপস্টিক ভালো কাজে দেবে এবং লং লাস্টিং করবে। লাগিয়ে সঙ্গে সঙ্গে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভাল করে ব্লেন্ড করে নিন। এর জন্য অবশ্য ম্যাট বা মেটালিক যে কোনও ধরনের লিপস্টিকই ভালো কাজে দেবে এবং দেখতেও সুন্দর লাগবে।

লিপস্টিক দিয়ে আইলাইনার


কালো আইলেনার ব্যবহার করতে ভাল লাগছে না একটু জমকালো পোশাকের সাথে কালারিং আইলানের চাচ্ছেন তাহলে অবশ্যই লিপস্টিক দিয়ে চিকন করে একটি দাগ টেনে নিয়ে আইলাইনার মতো করে নিন দেখবেন আপনার চোখে এক নিমিসে চোখ কে করে আকর্ষণীয় করে তুলবে।।

লিপস্টিক দিয়ে মুখের রং বদলে ফেলুন


আপনি কোন পার্টিতে যাচ্ছেন তার আগে আপনার চাই মুখের পিংশেড কিংবা ব্রাউন শেড ধবধবে সাদা রং বেশ ফুটে উঠবে না পার্টিতে।। তাই আপনার পছন্দসই কোন লিপস্টিক লাগিয়ে তার ওপরে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিলে আপনার মুখ পিঙ্ক পিঙ্ক করবে,, দেখতে জাস্ট গ্লোসি লাগবে।



Tags – Beauty Tips Life Style Lipstik

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *