Spread the love

Face Mask Skin Care – ত্বকের জেল্লা বাড়াতে ফেস মাস্ক ব্যবহারের নিয়ম

এতো গরমে ত্বকের সমস্যা এড়িয়ে চলতে কী করতে হবে জানেন? সঠিক উপায়ে যত্ন নিতে হবে। এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নিলেই কিন্তু নানা সমস্যা দূরে থাকবে। অফিস এবং বাড়ির কাজের চাপে নিজের খেয়াল যেন রাখাই হয় না। গ্রীষ্মের দাবদাহে ত্বক ঠান্ডা রাখার জন্যে এই কাজগুলি করুন…এবং এই গরমেও ত্বকের জেল্লা বাড়াতে ফেস মাস্ক ব্যবহার করুন….


IMG_20230914_113813-1694671706963 Face Mask Skin Care - ত্বকের জেল্লা বাড়াতে ফেস মাস্ক ব্যবহারের নিয়ম

Face Mask Skin Care Homemade

প্রথমত

আপনার পছন্দের ফেস ক্লিনজার নিন। ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিতে পারেন। মুখে ভালো করে এই ক্লিনজার লাগিয়ে নিন। তারপর মুখ ভালো করে পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

Face Mask Skin Care For Glowing Skin

ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলার জন্য প্রয়োজন এক্সফোলিয়েশন। স্ক্রাব লাগিয়ে নিন মুখে। হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে মুখ মাসাজ করুন। কয়েক মিনিট মাসাজ করার পরে মুখ ধুয়ে ফেলুন।


এবার পছন্দের ফেসপ্যাক লাগিয়ে নিন। ঘরে তৈরি ফেসপ্যাকও আপনি ব্যবহার করতে পারেন। ইচ্ছে হলে, বাজারচলতি ফেসপ্যাকও বেছে নিতে পারেন। দুটোর কথায় আজকে বলবো…..

Face Mask Skin Care Benefits

বাড়িতে বানাতে পারেন অ্যালোভেরা মাস্ক। ঘৃতকুমারীতে থাকে ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা। অ্যালোভেরা সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এতে ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করবে।।

মধু ও ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন মাস্ক। মুখে অ্যাকনে সারিয়ে তুলতে মধু সাহায্য করে। অন্যদিকে ত্বকের শুষ্কতা দূর করে ডিম।

Face Mask For Oily Skin

দু চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চামচ কফি পাউডার মিশিয়ে তাতে গোলাপ জল দিয়ে মাস্ক তৈরি করে ফেলতে পারেন। ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।


আর যদি চান বাজারচলতি ফেসপ্যাক সেটি ও ব্যবহার করতে পারেন দেখে নিন —–

1। UrbanGabru Charcoal Peel Off Mask for Men & Women | Removes Blackheads and Whiteheads


এই ফেস মাস্ক কালো/হোয়াইটহেডস বের করে দেয়: আরবানগাব্রু অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক মুখ থেকে সেই নোংরা ময়লা পরিষ্কার করতে সক্ষম।। এই ফেস মাস্ক টি ব্ল্যাকহেডস দূর করে।। এবং ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে যা একটি অল্প বয়স্ক ত্বককে শ্বাস নেওয়ার জন্য জায়গা দেয়।


Ghoroya face pack


IMG_20230914_113752-1694671707367 Face Mask Skin Care - ত্বকের জেল্লা বাড়াতে ফেস মাস্ক ব্যবহারের নিয়ম

Homemade face pack bangla

ত্বককে গভীরভাবে পরিষ্কার করে: আপনি যদি তৈলাক্ত ত্বক বা শুষ্ক ত্বকের জন্য একটি পিল অফ মাস্কের কথা ভাবছেন, তাহলে এটাই বেষ্ট। এটি শুধুমাত্র ছিদ্র পরিষ্কার করে না, ত্বককে ডিটক্সিফাই করে।

2। Lakme Sheet Masks from blush and glow


রূপচর্চা মানেই শুধু মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করা।


IMG_20230914_113719-1694671707670 Face Mask Skin Care - ত্বকের জেল্লা বাড়াতে ফেস মাস্ক ব্যবহারের নিয়ম

ফেস প্যাক বানানোর নিয়ম

তাই এই ফেস মাস্কটি ব্যবহার করুন…এটি নরম তুলতুলে ত্বক পেতে সাহায্য করে।। মুখের মধ্যে তরতাজাভাব, ক্লান্তিভাব দূর করে একটি ফ্রেস লুক আনবে এই মাস্ক। অন্যদিকে ত্বকের মধ্যে মৃতকোষকে দূরে সরিয়ে মুখের লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের গভীরে জমে থাকে ময়লা টেনে দূর করতে এই মাস্ক বেশ কার্যকরী।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *