Spread the love

সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে – Show Off Yourself In A New Outfit For Saptami


পূজার সবচেয়ে বড় আনন্দ সেজে গুজে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। তবে উৎসবের আনন্দে শুধু ঘুরেবেড়ালেই হয় না, পাশাপাশি নিজের সাজ-পোশাকেরদিকেও নজররাখতে হবে। শাড়ি ছাড়া অসম্পূর্ণ দুর্গা পুজোর সাজ। বিশেষ করে সপ্তমী থেকে দশমী পর্যন্ত শাড়িতেই অনন্যা হয়ে ওঠার দিন। কিন্তু শাড়ি ব্লাউজের ফ্যাশনেও আনতে হবে নাটকীয়তা।


IMG_20220826_210520-1661528300687 সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে - Show Off Yourself In A New Outfit For Saptami

সপ্তমীর সাজ

আর আমার কাছে এবারের পুজোর ফ্যাশনের মূল কথা হচ্ছে আরাম। তাই পোশাকে ফ্লেয়ার রেখেছি, বেছে নিয়েছি প্যাস্টেল রং। তা আপনাকে ঘাম, গরমের হাত থেকে বাঁচাবে। প্রাকৃতিক ফ্যাব্রিক আপনি যতবার কাচুন, যেভাবে খুশি ব্যবহার করুন, তার রূপ আরও খোলতাই হবে দিন দিন। আর প্যাস্টেল কালার যে কোনও বয়সের, যে কোনও চেহারার মহিলাই স্বচ্ছন্দে ক্যারি করতে পারেন।


IMG_20220826_210555-1661528301161 সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে - Show Off Yourself In A New Outfit For Saptami

সপ্তমীর মেকাপ যেমন হবে


সপ্তমির সাজ নিয়ে আজকের এই আর্টিকেল –

পুজোর দিন গুলোর মধ্যে আবার রাত-দিনের তফাতটাও মনে রাখতে হবে। পূজায় উৎসবের আমেজ থাকে বেশ কয়েকদিন। সাজার সুযোগটা তাই বেশি। আধুনিক,ঐতিহ্যবাহী, ক্লাসিকাল— যে কোনোভাবেই নিজেকে সাজিয়ে তোলা যায়।


সপ্তমীর সাজ – গোজ


পোশাক বাছুন ভেবেচিন্তে

, সপ্তমীর (Saptami) সকাল এবং সপ্তমীর রাতটা এই ট্যাগলাইনটিই আপনার জীবনের সঙ্গী হোক! রাতে যা-ও বা একটুআধটু জমকালো সাজ চলতে পারে, দিনের বেলা হাল্কা রঙে রঙিন হয়ে উঠুন,, বেছে নিন সুতি কিংবা লিনেনের পোশাক। সেটা শাড়ি হতে পারে, ড্রেস হতে পারে, আবার সালোয়ার-কুর্তাও হতে পারে। রং হোক হালকা প্যাস্টেল শেড। সকালবেলা কটকটে রংয়ের পোশাক চোখের আরাম তো দেবেই না, উল্টো গরমের মধ্যে বেশ একটা ক্যাটক্যাটে ব্যাপারই তৈরি করবে। শাড়ি পরলে স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। গরমও কম লাগবে, আবার স্টাইলও হবে।!


IMG_20220826_210610-1661528300914 সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে - Show Off Yourself In A New Outfit For Saptami

সকালে মেকআপের দিকে থাকুক বিশেষ নজর

দেখুন, কতটা সাজলে আপনাকে সুন্দর লাগবে আর কতটা সাজলে বেমানান, সেটা বুঝবেনই বা কী করে? আমরা বলি কী, সপ্তমীর সকালের সাজটাও হোক ভারী মনোরম। বেস মেকআপের অত প্রয়োজন নেই। মুখ পরিষ্কার করে ওয়াটার বেসড সানস্ক্রিন আর তার উপর হালকা করে কম্প্যাক্ট বুলিয়ে নিন। চোখে কাজলের সরু রেখা টানুন। অন্য রংয়ের আইলাইনারও পরতে পারেন। গালে গোলাপি কিংবা পিচ রংয়ের হালকা ব্লাশ অন এবং ঠোঁটেও হালকা কোনও শেডের গ্লসের ছোঁওয়া থাকুক।


সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। দিনেরবেলার সাজে ন্যাচারাললুকটা ধরে রাখা জরুরি। পোশাকের মধ্যে হাল্কা নীল, আকাশি, সি-গ্রিন বা নেভি ব্লু রংয়ের পোশাক বেছে নিন,,,স্নিগ্ধ থাকুন সপ্তমীতে।


পূজোয় সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন


সপ্তমীতে অঞ্জলি দিতে যাওয়ার সময় সাজটা হালকা এবং সজীব রাখুন। এদিন সুতি আরামদায়ক পোশাক মানানসই। এমন পোশাকের সঙ্গে বেইজ মেকআপে ত্বকের সঙ্গে মিলিয়ে ট্যান্সলুসেন্ট পাউডার কিংবা বিবি ক্রিম লাগাতে পারেন। ঠোঁটে দিন করোল, হালকা গোলাপি, কমলা লিপস্টিক। সপ্তমীর রাতের সাজে চোখে ব্লু, অ্যাশ আইশ্যাডো লাগিয়ে সাজটাকে রাতের উপযোগী করে তুলুন।


12103858-271215998-4869666839738786-8000422860449999497-n_cover_1080x1350-1661528300116 সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে - Show Off Yourself In A New Outfit For Saptami


দিনের উৎসবে মেইকাপের বেইজ করার জন্য ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে ট্রান্সলুসেন্টপাউডার বা খুব হালকা করে ফাউন্ডেশন লাগাতে পারেন।ফাউন্ডেশনহালকা করার জন্য এতে কিছুটা জল মিশিয়ে নিন।খুব অল্পপরিমাণে লাগিয়ে এর উপর পাউডার বুলিয়ে নিন।তবে মেইকআপের শুরুতে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে সানস্ক্রিনলোশন লাগাতে ভুলবেন না।


সপ্তমীর ড্রেস আপ

যেমন হবে চোখের সাজ-


চোখের সাজে অফ হোয়াইট বা সোনালি রঙ হাইলাইটার রাখুন। কালো, বাদামি বা তামাটে রঙের আইশ্যাডো মানাবে ভালো। আইলাইনার দিয়ে চিকন করে রেখা টেনে নিন চোখের পাতায়। চাইলে চোখের পাপড়ি ঘন দেখাতে ব্যবহার করতে পারেন মাশকারা।


ঠোঁটে কোরালবা হালকা গোলাপি লিপস্টিক অথবা লিপগ্লস লাগাতে পারেন। সঙ্গে হালকা পিংক ব্লাশঅন।

শাড়ি পরলেমানানসই টিপ লাগিয়ে নিতে পারেন। হালকা গয়না পরে নিন।বাইরে বেরহওয়ার আগে ভালো মানের পারফিউম ব্যবহার করুন।


IMG_20220826_210631-1661528300410 সপ্তমীর সাজে নিজেকে ফুটিয়ে তুলুন এক নতুন সাজে - Show Off Yourself In A New Outfit For Saptami

সপ্তমীর লুক

সারাদিনেরজন্য বের হলে চুল এমনভাবে বাঁধুন যাতে বাড়তি ঝামেলা পোহাতেনা হয়। সপ্তমীররাতের সাজও হবে হালকা। ফাউন্ডেশন লাগিয়ে এর উপর ফেইস-পাউডার লাগিয়ে নিন।

চোখের উপর নীল বা গ্রে আইশ্যাডোর মিশ্রণে ব্যবহার করুন। এর উপর সিলভার রং দিয়ে হাইলাইট করুন। চোখেমোটা করে কাজল দিন। মাশকারা পরুন কয়েক পরত করে। তাহলেঘন লাগবে চোখের পাপড়ি।

ঠোঁটে হালকা রংয়ের লিপস্টিক পরুন।

গয়না হবে যেমন-

এ দিনের সাজে হালকা গয়নাই মানানসই। গলায় ছোট্ট লকেট, আঙুলে আংটি আর কানে ছোট্ট দুলেই মানিয়ে যাবেন আপনি। চাইলে নাকে পরতে পারেন নথ।


সাজগোজে চুলের স্টাইল বেশ গুরুত্বপূর্ণ। চুল একটু লম্বা হলে পূজার সকালে হালকা হাত খোঁপাও ভালো লাগবে। মাঝখানে সিঁথি করে সামনের দিকটা অল্প ফুলিয়ে নিতে পারেন।

চুল সবসময় বাঁধতে হবে এমন নয়, খোলা চুলেও স্টাইলিং করা যায়। স্ট্রেট করিয়ে নিতে পারেন আবার হালকা কার্লও করতে পারেন।

Tags – সপ্তমীর সাজ

সপ্তমীর ড্রেস আপ

সপ্তমীর লুক

Outfit For Saptami

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *